জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ৩

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর দাবি, নিহতরা ‘সন্ত্রাসী’। ওই এলাকায় আরও একজন সশস্ত্র সন্ত্রাসী লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা তাদের।

সোমবার রাত থেকে শুরু হওয়া এই অভিযান মঙ্গলবারও (১৩ মে) চলছে। ভারতীয় সেনাবাহিনী জানায়, কুলগামে শুরু হওয়া এই অভিযান পরে শোপিয়ানের শোকাল কেলার এলাকার জঙ্গলে গড়ায়।

সেনা ও আধাসামরিক বাহিনীর যৌথ দল ‘সার্চ অ্যান্ড ডেস্ট্রয়’ মিশনে নামে। অভিযানে ব্যাপক গুলিবিনিময় হয়, যাতে তিনজন ‘হাই-প্রোফাইল সন্ত্রাসী’ নিহত হয়। সেনাবাহিনী এই অভিযানকে ‘অপারেশন কেলার’ নাম দিয়েছে।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী লিখেছে: ১৩ মে ২০২৫, রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শোপিয়ানের শোকাল কেলার এলাকায় অভিযান শুরু হয়। সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করলে তীব্র গুলিবিনিময় হয় এবং তিন সন্ত্রাসী নিহত হয়। অভিযান এখনো চলছে।

এই অভিযান এমন এক সময় চালানো হলো, যখন ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও পুরোপুরি যায়নি। গত এপ্রিলে কাশ্মীরের পহেলগামে এক নৃশংস হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে গত ৬ ও ৭ মে পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরে বিমান হামলা চালায়।

পাল্টা জবাব দেয় পাকিস্তানও। এতে দুই পক্ষেরই কয়েক ডজন মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত ১০ মে যুদ্ধবিরতি ঘোষণা হলেও ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা পাকিস্তানের ওপর ‘কড়া নজর’ রাখছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

জেনেভায় শান্তি আলোচনায় অগ্রগতির ইঙ্গিত যুক্তরাষ্ট্র-ইউক্রেনের

ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা ফাঁস হওয়া প্রস্তাবগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও রাশিয়ার পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। একই সঙ্গে ভ্লাদিমির পুতিনের মাধ্যমে সমাধানের একটি ‘ভিত্তি’ হিসেবেও এ প্রস্তাবগুলোকে স্বাগত জানানো হয়েছে।

২ দিন আগে

এবার মিয়ানমার উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

এবার মিয়ানমার উপকূলে আঘাত হেনেছে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে আঘাত হানে এই ভূকম্পন। মিয়ানমারের পাশাপাশি ভূমিকম্পটির প্রভাব অনুভূত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডেও।

৩ দিন আগে

নিরাপত্তা ঝুঁকিতে ভেনেজুয়েলার ফ্লাইট বাতিল

ফ্লাইটরাডার২৪ ও ভেনেজুয়েলার সিমন বলিভার মাইকেটিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য অনুযায়ী, শনিবার এসব ফ্লাইট বাতিল হয়েছে।

৩ দিন আগে

‘ট্রাম্পের ২৮-দফা পরিকল্পনা যুক্তরাষ্ট্রের তৈরি, রাশিয়ার ইচ্ছাপত্র নয়’

৩ দিন আগে