কলকাতাও কাঁপল ভূমিকম্পে

ডেস্ক, রাজনীতি ডটকম
ভূমিকম্পের সময় কলকাতাতেও অনেক মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। ছবি: ভিডিও থেকে

ছুটির দিনের সকালে ভূমিকম্পে কেঁপে উঠেছে সারা দেশ। ভারতের গণমাধ্যমগুলো বলছে, কলকাতাসহ দেশটির পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানেও ভূকম্পন অনুভূত হয়েছে।

কলকাতার গণাধ্যম আনন্দবাজারের খবর বলছে, সকালে বাংলাদেশে ভূমিকম্প আঘাত করার সময়ই কলকাতা থেকে শুরু করে কোচবিহার, কাকদ্বীপ, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএসের তথ্য বলছে, নরসিংদীর ঘোড়াশালের ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হয় ভূমিকম্পটি। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৫। তবে ভারতের জাতীয় ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, এর মাত্রা ছিল৫.৭।

ভারতের স্থানীয় সময় সকাল ১০টা ৮ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৮ মিনিট) পশ্চিমবঙ্গে কম্পন শুরু হয়। আনন্দবাজার বলছে, বেশ কয়েক সেকেন্ড ধরে কম্পন চলে। ঘরের মধ্যে পাখা, চেয়ার, টেবিল দুলতে দেখা গিয়েছে। দেয়ালে টাঙানো ছবিও দুলে উঠেছে কোথাও কোথাও।

কলকাতাতেও আতঙ্কে অনেকে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে পড়েন। সেখানে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

জামাল খাসোগি হত্যাকাণ্ড ইস্যুতে সৌদি যুবরাজের ‘পক্ষে’ ট্রাম্প

খাসোগি হত্যায় সালমানের সংশ্লিষ্টতা উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ক্রাউন প্রিন্স (যুবরাজ সালমান) এ সম্পর্কে কিছুই জনতেন না। আমাদের অতিথিদের বিব্রত করার দরকার নেই আপনাদের।’

২ দিন আগে

অন্ধ্রপ্রদেশে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাওবাদী নেতাসহ নিহত ৭

অন্ধ্রপ্রদেশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ইন্টেলিজেন্স) মহেশ চন্দ্র লাড্ডা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, সংঘর্ষে সাতজন মাওবাদীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। নিহতদের মধ্যে একজন মেট্টুরি জোগা রাও। তিনি টেক শঙ্কর নামে পরিচিত।

২ দিন আগে

জাপানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৭০ ভবন

সংস্থাটি জানায়, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ওইতা শহরের সাগানোসেকি এলাকায় আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে অন্তত ১৭৫ বাসিন্দাকে জরুরি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়।

২ দিন আগে

লেবাননে শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ১৩

লেবাননের রাষ্ট্রীয় বার্তাসংস্থা এনএনএ জানায়, মঙ্গলবার উপকূলীয় শহর সাইদার কাছে আইন আল-হিলওয়ে শরণার্থী শিবিরে একটি মসজিদের পার্কিং লটে থাকা গাড়িতে ড্রোন হামলা চালায় ইসরায়েল। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় কমপক্ষে আরও চারজন আহত হন এবং অ্যাম্বুলেন্সে করে আরও আহতদের আশপাশের হাসপাতালে নেওয়া হচ্ছে।

২ দিন আগে