ডেস্ক, রাজনীতি ডটকম
ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানে অন্তত ২২৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দেশটির বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তারাও রয়েছেন। জবাবে ইরান ইসরায়েলের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইসরায়েলেও হতাহতের ঘটনা ঘটে।
ইরানের ওপর ইসরায়েলের চলমান হামলার নিন্দা জানিয়ে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সম্প্রতি একটি বিবৃতি দেয়। বিবৃতিতে ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ইরানের সার্বভৌমত্বে হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়। তবে ভারত এই বিবৃতিতে সই করেনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা দুই দেশের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে চায় এবং কূটনৈতিক সমাধানের পক্ষেই রয়েছে। ভারতের অবস্থান হলো, উত্তেজনা না বাড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা।
বিশ্লেষকদের মতে, ভারত ইসরায়েলের অন্যতম বড় অস্ত্র ক্রেতা। একই সঙ্গে ইরানের চাবাহার বন্দরে ভারতের গুরুত্বপূর্ণ বিনিয়োগ রয়েছে। তাই নয়াদিল্লি চায় দুই পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে।
ভারতের এই নিরপেক্ষ অবস্থান এসসিও’র সদস্য দেশগুলোর ভেতরে তাদের কিছুটা আলাদা অবস্থানও প্রকাশ করছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক স্বার্থ রক্ষার বিষয়টিও ভারতের নীতিনির্ধারণে ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: আলজাজিরা
ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানে অন্তত ২২৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দেশটির বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তারাও রয়েছেন। জবাবে ইরান ইসরায়েলের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইসরায়েলেও হতাহতের ঘটনা ঘটে।
ইরানের ওপর ইসরায়েলের চলমান হামলার নিন্দা জানিয়ে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সম্প্রতি একটি বিবৃতি দেয়। বিবৃতিতে ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ইরানের সার্বভৌমত্বে হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়। তবে ভারত এই বিবৃতিতে সই করেনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা দুই দেশের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে চায় এবং কূটনৈতিক সমাধানের পক্ষেই রয়েছে। ভারতের অবস্থান হলো, উত্তেজনা না বাড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা।
বিশ্লেষকদের মতে, ভারত ইসরায়েলের অন্যতম বড় অস্ত্র ক্রেতা। একই সঙ্গে ইরানের চাবাহার বন্দরে ভারতের গুরুত্বপূর্ণ বিনিয়োগ রয়েছে। তাই নয়াদিল্লি চায় দুই পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে।
ভারতের এই নিরপেক্ষ অবস্থান এসসিও’র সদস্য দেশগুলোর ভেতরে তাদের কিছুটা আলাদা অবস্থানও প্রকাশ করছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক স্বার্থ রক্ষার বিষয়টিও ভারতের নীতিনির্ধারণে ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: আলজাজিরা