শহিদুল আলমসহ আটকরা এখন ইসরায়েল কারাগারে

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ২২: ৪৮
বাংলাদেশের পতাকা হাতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরে শহিদুল আলম। ছবি: শহিদুল আলমের ফেসবুক থেকে

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ও মানবাধিকার সংস্থা আদালাহ জানিয়েছে, আলোকচিত্রী শহিদুল আলমসহ গাজা অভিমুখী নৌবহরের অধিকারকর্মীদের ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে নেওয়া হয়েছে।

শহিদুল আলম দৃকের ব্যবস্থাপনা পরিচালক। ফ্রিডম ফ্লোটিলা নৌবহর গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছিল। এ যাত্রায় অংশ নিয়েছিল মোট নয়টি নৌযান, যেখানে ছিলেন বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মীরা। একই সঙ্গে অংশ নিয়েছিল থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা নৌবাহিনীর আটটি নৌযান।

বুধবার (৯ অক্টোবর) ইসরায়েলি সেনারা নৌবহরে আক্রমণ চালিয়ে সব অধিকারকর্মী ও নাবিকদের আটক করে। এরপর তাদের আইনি প্রক্রিয়া শেষে কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়, যা নেগেভ মরুভূমিতে অবস্থিত এবং ইসরায়েলের সবচেয়ে বড় আটককেন্দ্র। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এখানে আটক ফিলিস্তিনিরা নৃশংসভাবে নির্যাতনের শিকার হন।

থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা জানিয়েছে, মোট ১৪৫ জনকে বেআইনিভাবে আটক করা হয়েছে। তাদের অনেককে কারাগারে রাখা হয়েছে জুলুমমূলক অবস্থায়। মারধর ও অপদস্থ করার ঘটনা ঘটেছে। আদালাহর আইনজীবীরা এই তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে আজ আদালতে শুনানি হতে পারে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের পূর্ণ আইনি সুবিধা পাওয়ার পথে বাধা সৃষ্টি করছে। ইতিমধ্যেই ফ্রান্স, বেলজিয়াম ও আয়ারল্যান্ডের কয়েকজন পার্লামেন্ট সদস্যকে ইসরায়েল থেকে ফেরত পাঠানো হয়েছে।

এর আগে, গত সপ্তাহে গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৪২টি নৌযান থেকে ৪৭৯ জনকে আটক করা হয়েছিল, যেখানে সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন। পরে অধিকাংশকে ধাপে ধাপে মুক্তি দেওয়া হয়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে হামাস–ইসরায়েল

ট্রাম্প এই চুক্তিকে স্বাগত জানিয়ে মধ্যস্থতাকারী দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন। চুক্তির অংশ হিসেবে হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনি বন্দীদের তালিকা ইসরায়েলের কাছে জমা দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীও চুক্তিকে স্বাগত জানালেও সেনাদেরকে প্রতিরক্ষার জন্য প্রস্তুত থা

১৭ ঘণ্টা আগে

ওমানের সড়কে গেল ৭ বাংলাদেশির প্রাণ

নিহতের স্বজনদের মাধ্যমে জানা গেছে, আজ বুধবার সন্ধ্যার দিকে সাগরে কাজ শেষে তারা মাইক্রোবাসযোগে বাসায় ফিরছিলেন। এ সময় সড়ক দুর্ঘটনায় তাদের গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

১ দিন আগে

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বরাবরের মতো এবারও ঘোষণার আগে নোবেল পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি-প্রতিষ্ঠান বা সংক্ষিপ্ত তালিকা সম্পর্কে কিছু জানানো হয়নি। পুরো প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সম্পন্ন করেছে নোবেল কমিটি।

১ দিন আগে

সাতই অক্টোবর স্মরণ ইসরায়েলিদের, মিশরে চলছে দুই পক্ষের শান্তি আলোচনা

২ দিন আগে