গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে হামাসের সম্মতি

ডেস্ক, রাজনীতি ডটকম

গাজায় যুক্তরাষ্ট্রের উত্থাপিত ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইসরায়েল ও হামাসের মধ্যে বহুল আকাঙ্ক্ষিত এ যুদ্ধবিরতি চুক্তিটি হলে দুই পক্ষের সব জিম্মির মুক্তির বিষয়টি নিশ্চিত হতে পারে। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলা ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের স্থায়ী অবসানেরও সম্ভাবনা রয়েছে।

এর আগে গত সোমবার (৩০ জুন), মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ যুদ্ধবিরতির চূড়ান্ত প্রস্তাব দেন। এর মাধ্যমে তিনি ইসরায়েল ও হামাসের মধ্যে প্রায় ২১ মাস ধরে চলা যুদ্ধের অবসান হবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় ট্রাম্প বলেন, দ্রুত সময়ের মধ্যে তিনি উভয় পক্ষ থেকে ইতিবাচক সাড়ার অপেক্ষায় থাকবেন।

হামাসের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়, তারা যুদ্ধবিরতি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা সম্পন্ন করেছে এবং গাজায় তাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধে মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাব নিয়ে সম্ভাব্য শক্তিগুলোর সঙ্গে পরামর্শ করেছে।

এক বিবৃতিতে হামাস জানায়, তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর করার পদ্ধতি নিয়ে আলোচনায় অংশ নিতে পুরোপুরি প্রস্তুত।

এদিকে হামাসের কয়েকজন কর্মকর্তা জানান, যুদ্ধবিরতি বাস্তবায়নের আগে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে মানবিক সহায়তা, মিসরের রাফাহ সীমান্তপথে চলাচল এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময়সূচি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইসরায়েলি হামলা গাজায় নিহত ছাড়াল ৬২ হাজার

গাজায় উদ্ধার প্রচেষ্টা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অথবা রাস্তায় পড়ে আছেন তবে ইসরায়েলি বোমাবর্ষণ এবং সরঞ্জামের অভাবে জরুরি দল তাদের কাছে পৌঁছাতে পারছে না।

৮ ঘণ্টা আগে

এবার পুতিন-জেলেনস্কিকে মুখোমুখি নিয়ে বসবেন ট্রাম্প

এ বৈঠকের দিন-তারিখ নিয়ে অবশ্য কোনো তরহ্য মেলেনি। নির্ধারণ হয়নি বৈঠকের স্থানও। তবে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস আভাস দিয়েছেন, সপ্তাহ দুয়েকের মধ্যেই ত্রিপাক্ষিক বৈঠকটি হতে পারে।

৯ ঘণ্টা আগে

বৈঠকে ট্রাম্প-জেলেনস্কি, যেসব শর্ত আলোচনায়

বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে অনেক অগ্রগতি হচ্ছে। এ সময় জেলেনস্কি বলেন, কূটনৈতিকভাবে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনায় ইউক্রেনের সমর্থন আছে।

১৭ ঘণ্টা আগে

ব্যাটল অব হ্যাস্টিংসের ইতিহাস

ইংল্যান্ডের সিংহাসন তখন ছিল এক জটিল রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্র। ইংরেজ রাজা এডওয়ার্ড দ্য কনফেসর ১০৬৬ সালের জানুয়ারিতে উত্তরাধিকারী ছাড়াই মারা যান। তাঁর মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াল—কে ইংল্যান্ডের নতুন রাজা হবেন? রাজ্যের প্রধান অভিজাতেরা হ্যারল্ড গডউইনসনকে রাজা ঘোষণা করলেন।

১ দিন আগে