গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে হামাসের সম্মতি

ডেস্ক, রাজনীতি ডটকম

গাজায় যুক্তরাষ্ট্রের উত্থাপিত ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইসরায়েল ও হামাসের মধ্যে বহুল আকাঙ্ক্ষিত এ যুদ্ধবিরতি চুক্তিটি হলে দুই পক্ষের সব জিম্মির মুক্তির বিষয়টি নিশ্চিত হতে পারে। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলা ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের স্থায়ী অবসানেরও সম্ভাবনা রয়েছে।

এর আগে গত সোমবার (৩০ জুন), মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ যুদ্ধবিরতির চূড়ান্ত প্রস্তাব দেন। এর মাধ্যমে তিনি ইসরায়েল ও হামাসের মধ্যে প্রায় ২১ মাস ধরে চলা যুদ্ধের অবসান হবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় ট্রাম্প বলেন, দ্রুত সময়ের মধ্যে তিনি উভয় পক্ষ থেকে ইতিবাচক সাড়ার অপেক্ষায় থাকবেন।

হামাসের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়, তারা যুদ্ধবিরতি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা সম্পন্ন করেছে এবং গাজায় তাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধে মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাব নিয়ে সম্ভাব্য শক্তিগুলোর সঙ্গে পরামর্শ করেছে।

এক বিবৃতিতে হামাস জানায়, তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর করার পদ্ধতি নিয়ে আলোচনায় অংশ নিতে পুরোপুরি প্রস্তুত।

এদিকে হামাসের কয়েকজন কর্মকর্তা জানান, যুদ্ধবিরতি বাস্তবায়নের আগে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে মানবিক সহায়তা, মিসরের রাফাহ সীমান্তপথে চলাচল এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময়সূচি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনের ওপর ১০০% শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

২ ঘণ্টা আগে

ট্রাম্পকে হারিয়ে নোবেল জেতা কে এই মাচাদো?

২০১০ সালে মাচাদো নির্বাচনে অংশ নিয়ে রেকর্ড ভোটে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। কিন্তু ২০১৪ সালে সরকার তাকে বহিষ্কার করে। তবু থেমে যাননি তিনি। এখন তিনি বিরোধী দল ‘ভেন্তে ভেনেজুয়েলা’-এর নেতা। ২০১৭ সালে তিনি ‘সয় ভেনেজুয়েলা’ নামে নতুন এক জোট গঠন করেন, যা গণতন্ত্রপন্থী সব পক্ষকে একত্র করেছে।

১৬ ঘণ্টা আগে

এবারও নোবেল জুটল না ট্রাম্পের কপালে

আগের মেয়াদের মতোই এ বছরও ট্রাম্পের ভাগ্যে নোবেলের শিঁকে ছেড়েনি। আজ শুক্রবার (১০ অক্টোবর) এ বছরের জন্য শান্তিতে নোবেলজয়ী হিসেবে নরওয়েজিয়ান নোবেল কমিটি ঘোষণা করেছে ভেনিজুয়েলার মানবাধিকার কর্মী মারিয়া করিনা মাচাদোর নাম।

১৯ ঘণ্টা আগে

শান্তিতে নোবেল পেলেন ভেনিজুয়েলার মারিয়া মাচাদো

নোবেল কমিটি এ সংক্রান্ত বিবৃতিতে বলেছে, ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে উদ্বুদ্ধ ও দেশটির একনায়কতন্ত্র থেকে গণতান্ত্রিক রূপান্তরের পথে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ অবদানের কারণে মারিয়া করিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে।

২০ ঘণ্টা আগে