গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে হামাসের সম্মতি

ডেস্ক, রাজনীতি ডটকম

গাজায় যুক্তরাষ্ট্রের উত্থাপিত ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইসরায়েল ও হামাসের মধ্যে বহুল আকাঙ্ক্ষিত এ যুদ্ধবিরতি চুক্তিটি হলে দুই পক্ষের সব জিম্মির মুক্তির বিষয়টি নিশ্চিত হতে পারে। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলা ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের স্থায়ী অবসানেরও সম্ভাবনা রয়েছে।

এর আগে গত সোমবার (৩০ জুন), মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ যুদ্ধবিরতির চূড়ান্ত প্রস্তাব দেন। এর মাধ্যমে তিনি ইসরায়েল ও হামাসের মধ্যে প্রায় ২১ মাস ধরে চলা যুদ্ধের অবসান হবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় ট্রাম্প বলেন, দ্রুত সময়ের মধ্যে তিনি উভয় পক্ষ থেকে ইতিবাচক সাড়ার অপেক্ষায় থাকবেন।

হামাসের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়, তারা যুদ্ধবিরতি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা সম্পন্ন করেছে এবং গাজায় তাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধে মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাব নিয়ে সম্ভাব্য শক্তিগুলোর সঙ্গে পরামর্শ করেছে।

এক বিবৃতিতে হামাস জানায়, তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর করার পদ্ধতি নিয়ে আলোচনায় অংশ নিতে পুরোপুরি প্রস্তুত।

এদিকে হামাসের কয়েকজন কর্মকর্তা জানান, যুদ্ধবিরতি বাস্তবায়নের আগে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে মানবিক সহায়তা, মিসরের রাফাহ সীমান্তপথে চলাচল এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময়সূচি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানে বিক্ষোভে নিহত ৫০০ ছাড়াল, গ্রেপ্তার ১০ হাজারের বেশি

ইরান সরকার এখনো আনুষ্ঠানিকভাবে নিহতের কোনো সংখ্যা প্রকাশ করেনি। তবে রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে তেহরানের বিভিন্ন মর্গে একের পর এক লাশের ব্যাগ পড়ে থাকতে দেখা গেছে। কর্তৃপক্ষ এসব নিহত ব্যক্তিকে ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করছে। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা স্বাধীন সূত্রে নিহতের এই

৭ ঘণ্টা আগে

খামেনির দেশত্যাগের গুঞ্জন, যা জানাল ইরানি দূতাবাস

এনডিটিভিকে দেওয়া বক্তব্যে কয়েকজন ইরানি নাগরিক জানান, মূল্যস্ফীতি সত্যিই বড় সমস্যা এবং তারা চান এটি নিয়ন্ত্রণে আসুক। তবে তারা খামেনির বিরোধী নন। তাদের মতে, যারা খামেনির বিরোধিতা করছে তারা মূলত সাবেক শাহ রেজা পাহলভির সমর্থক ও বিদেশি শক্তির সঙ্গে যুক্ত।

১ দিন আগে

মাদুরো স্টাইলে পুতিনকে ধরে নিয়ে যাওয়ার হুঙ্কার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর

মাদুরো স্টাইলে রুশ প্রেসিডেন্টকে তুলে নেওয়ার হুঙ্কার দিয়ে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, সুযোগ পেলে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে গিয়ে যুদ্ধাপরাধের জন্য জবাবদিহির আওতায় আনতেন।

১ দিন আগে

যেভাবেই হোক গ্রিনল্যান্ড দখল করতে চান ট্রাম্প

গ্রিনল্যান্ড দখলের বিষয়ে আবারও কড়া অবস্থানের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই আর্কটিক দ্বীপটি দখলে নিতে যুক্তরাষ্ট্র সহজ বা প্রয়োজনে কঠিন পথে এগোতে পারে।

১ দিন আগে