হামাস নেতা হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল

ডেস্ক, রাজনীতি ডটকম

প্রথমবারের মতো হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎয। জুলাইয়ে ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয়। ইসরায়েল কাৎয এক ভাষণে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের শীর্ষ নেতাদের লক্ষ্য করে এ মন্তব্য করেছেন। হুথিরা ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।

হানিয়ে তখন ইরানের রাজধানীতে একটি ভবনে হামলার ঘটনায় নিহত হয়েছিলেন। হামলাটি ইসরায়েলই করেছিল বলে সেসময় ব্যাপকভাবে ধারনা করা হতো। অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় হামাসের সাথে যুদ্ধবিরতির বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে।

তবে, যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে তিনি কোন সময়সীমা উল্লেখ করেননি। সিনিয়র একজন ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে বলেছেন, হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা নব্বই ভাগ শেষ হয়েছে, তবে কিছু গুরুত্বপূর্ণ ইস্যু এখনো বাকী আছে।

ওদিকে, কাৎয তার ভাষণে আরও বলেছেন যে, ইসরায়েল হুথিদের বিরুদ্ধে 'কঠোর আক্রমণ' করবে এবং এর নেতৃত্বের 'শিরোচ্ছেদ' করবে।

‌‘যেমনটি আমরা হানিয়া, [ইয়াহিয়া] সিনওয়ার এবং [হাসান] নাসরাল্লাহকে করেছিলাম তেহরান, গাজা ও লেবাননে। সেটিই আমরা করবো হোডেইডা এবং সানায়,’ চলতি বছর নিহত হেজবুল্লাহ ও হামাস নেতাদের প্রসঙ্গ উল্লেখ করে বলেন তিনি।

হানিয়াকে হামাসের সর্বময় নেতা হিসেবে বিবেচনা করা হতো এবং তিনি গাজায় যুদ্ধবিরতি বিষয়ক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। তার হত্যাকাণ্ডের পর হামাস ইয়াহিয়া সিনওয়ারকে নতুন নেতা হিসেবে ঘোষণা করে। তিনি ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলার অন্যতম রূপকার।

গত অক্টোবরে ইসরায়েলের সামরিক অভিযানে তিনিও নিহত হন। এরপর থেকে হামাস এখনো নতুন নেতা বেছে নেয়ার প্রক্রিয়ায় আছে। অন্যদিকে, হাসান নাসরাল্লাহ ছিলেন লেবাননে ইরান সমর্থিত হেজবুল্লাহর নেতা। সেপ্টেম্বরে বৈরুতে ইসরায়েলের সামরিক অভিযানে তিনি নিহত হন। ইসরায়েলের সাথে সীমান্তে প্রতিনিয়তই লড়াই করছিলো হেজবুল্লাহ।

লেবাননের উত্তর-পশ্চিমাঞ্চল হুথিদের নিয়ন্ত্রণে। ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে তারা লোহিত সাগরে ইসরায়েলি ও আন্তর্জাতিক জাহাজগুলোতে হামলা শুরু করেছিলো। তারা গাজা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে চাওয়ার ঘোষণা দিয়েছে।

শনিবার ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করতে পারেনি এবং এটি তেল আবিবের একটি পার্কে আঘাত করেছে।

হুথিদের একজন মুখপাত্র বলেছেন, হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা একটি সামরিক স্থাপনায় আক্রমণ করেছে। গত সপ্তাহে ইসরায়েল হুথিদের সামরিক স্থাপনায় হামলা করেছিলো। ইয়েমেনের রাজধানী সানায় বন্দর ও জ্বালানি অবকাঠামোতে আক্রমণ করে তারা।

আন্তর্জাতিক জাহাজ চলাচল সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হুথিদের লক্ষ্য করে আক্রমণ করেছে। হামাস গত বছর অক্টোবরে ইসরায়েলে হামলা চালিয়ে ১২০০ মানুষকে হত্যা এবং ২৫১ জন জিম্মি করে নিয়ে যায়। জবাবে হামাসকে ধ্বংস করতে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।

এক বছরের বেশি সময় ধরে চলা এই অভিযানে গাজায় ৪৫ হাজার ৩১৭ জন নিহত হয়েছে বলে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিহত ৫৮জনও আছেন। আল-মাওয়াসি এলাকায় তিনটি পৃথক হামলায় ১১ জন নিহত হয়েছে।

এটি ইসরায়েলি সামরিক বাহিনী 'নিরাপদ এলাকা' হিসেবে ঘোষণা করেছিলো। ইসরায়েল বলছে তারা একজন হামাস যোদ্ধাকে টার্গেট করেছিল। সোমবার ইসরায়েল জানিয়েছে গাজার উত্তরাঞ্চলে তাদের তিনজন সৈন্য নিহত হয়েছে।

ত্রাণ ও অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো গাজায় বেসামরিক নাগরিকদের জন্য মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করেছে। রোববার অক্সফাম জানিয়েছে গত আড়াই মাসে গাজার উত্তরাঞ্চলে ১২ ট্রাক খাদ্য ও পানি বিতরণ করেছে তারা।

তারা ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে 'ইচ্ছাকৃত বিলম্ব ও পদ্ধতিগত বাধা' তৈরির অভিযোগ এনেছে। অক্সফাম বলেছে, একটি স্কুলে খাদ্য ও পানি বিতরণ করা হয়েছিলো, যেখানে লোকজন আশ্রয় নিয়েছে। এর কয়েক ঘণ্টার মধ্যে সেখানে গোলাবর্ষণ করা হয়েছে।

ইসরায়েল কর্তৃপক্ষ বলছে ওই রিপোর্টে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের ব্যাপক মানবিক প্রচেষ্টাকে 'ইচ্ছাকৃতভাবে ও ভুলভাবে' উপস্থাপন করা হয়েছে। ইসরায়েল বলেছে খাদ্য, পানি ও স্বাস্থ্য উপকরণ বেইত হানৌন, বেইত লাহিয়া ও জাবালিয়াসহ গাজার উত্তরাঞ্চলে দেয়া হয়েছে।

এসব এলাকায় কয়েকমাস ধরে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি হামাস সেখানে পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছিলো। এর আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ ইসরায়েলের বিরুদ্ধে গাজার বেসামরিক নাগরিকদের যথেষ্ট পরিমাণ পানি পাওয়া থেকে বঞ্চিত করে 'গণহত্যার মতো কার্যক্রম' চালানোর অভিযোগ এনেছিলো।

তবে এসব রিপোর্ট 'পুরোপুরি অসত্য ও মিথ্যার ওপর ভিত্তি করে তৈরি' করা উল্লেখ করে প্রত্যাখ্যান করেছিলো ইসরায়েল।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গায়িকা থেকে বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর

নির্বাচনের কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দেন মৈথিলী। তখন তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উন্নয়নমূলক কাজে আমি অনুপ্রাণিত। আমি সমাজের সেবা করতে চাই। বিহারের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।’

২ দিন আগে

পাকিস্তানের সেনাপ্রধানকে গ্রেফতার ও বিচার থেকে আজীবন দায়মুক্তি

পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সেনাবাহিনী। কখনও কখনও তারা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে, আবার অনেক সময় পর্দার আড়ালে থেকে কলকাঠি নেড়েছে।

২ দিন আগে

প্যানোরামা সম্পাদনা, বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প

বিবিসি জানিয়েছে ২০২১ সালের ৬ই জানুয়ারির বক্তৃতার সম্পাদনা "ভুলবশত এমন ধারণা দিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সহিসংতাকে উসকে দিয়েছেন"। বিবিসি এজন্য দুঃখ প্রকাশ করেছে। কিন্তু বলেছে তারা এজন্য কোনো আর্থিক ক্ষতিপূরণ দেবে না।

২ দিন আগে

আফ্রিকায় প্রাণঘাতী ভাইরাস মারবুর্গ, আক্রান্ত ইথিওপিয়া

আল জাজিরা জানিয়েছে, ইথিওপিয়া প্রথমবারের মতো মারবুর্গ ভাইরাস রোগের প্রাদুর্ভাব নিশ্চিত করেছে। দেশের দক্ষিণাঞ্চলে এই ভাইরাসের মোট ৯ জন রোগী শনাক্ত হয়েছেন বলে জানানো হয়েছে।

২ দিন আগে