মোজাম্বিকে কারাগারে সংঘর্ষে ৩৩ বন্দী নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম

মোজাম্বিকের রাজধানী মাপুতোর একটি কারাগারে সংঘর্ষে ৩৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। দেশটির পুলিশ জেনারেল কমান্ডার বার্নার্ডিনো রাফায়েলের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্স জানায়, সোমবার মোজাম্বিকের শীর্ষ আদালত নির্বাচনে দীর্ঘদিনের ক্ষমতাসীন দল ফ্রেলিমোর পক্ষে একটি রায় দেয়। এরপরই বিরোধী দল এবং তাদের সমর্থকদের দেশব্যাপী বিক্ষোভ শুরু করে। তাদের অভিযোগ, ভোটে কারচুপি করা হয়েছে।

এভিয়েশন খাতে ৭০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ভারতেরএভিয়েশন খাতে ৭০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ভারতের

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, মোজাম্বিকের মাপুতোতে বিক্ষোভ চলাকালে কারাগারের ভেতরে বিপুল সংখ্যক বন্দি জড়ো হয়।

রাফায়েল দাঙ্গায় উসকানি দেওয়ার জন্য কারাগারের বাইরের বিক্ষোভকে দায়ী করলেও বিচারমন্ত্রী হেলেনা কিদা স্থানীয় বেসরকারি সম্প্রচারক মিরামার টিভিকে বলেছেন, কারাগারের ভেতরে অস্থিরতা শুরু হয়েছিল এবং বাইরের বিক্ষোভের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

সংবাদ সম্মেলনে রাফায়েল জানান, সংঘর্ষের ফলে কারাগারের আশেপাশে ৩৩ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।

এ ঘটনায় প্রায় ১ হাজার ৫৩৪ জন কারাগার থেকে পালিয়ে গেলেও এখন ১৫০ জনকে পুনরায় আটক করা হয়েছে জানিয়ে রাফায়েল বলেন, অন্য দুটি কারাগারে কারাগার থেকেও পালানোর চেষ্টা করা হয়েছে।

রাফায়েল বলেন, মোজাম্বিকের নাগরিক ও নিরাপত্তা বাহিনী হিসেবে আমরা উদ্বিগ্ন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধ বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি।

মঙ্গলবার মোজাম্বিকের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের রায়ের পর অস্থিরতায় অন্তত ২১ জন নিহত হয়েছেন।

মঙ্গলবারের আগে নাগরিক সমাজ পর্যবেক্ষক গ্রুপ প্লাটাফর্মা ডিসিশন জানিয়েছিল, অস্থিরতা শুরু হওয়ার পর থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৩০ জন নিহত হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গায়িকা থেকে বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর

নির্বাচনের কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দেন মৈথিলী। তখন তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উন্নয়নমূলক কাজে আমি অনুপ্রাণিত। আমি সমাজের সেবা করতে চাই। বিহারের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।’

২ দিন আগে

পাকিস্তানের সেনাপ্রধানকে গ্রেফতার ও বিচার থেকে আজীবন দায়মুক্তি

পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সেনাবাহিনী। কখনও কখনও তারা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে, আবার অনেক সময় পর্দার আড়ালে থেকে কলকাঠি নেড়েছে।

২ দিন আগে

প্যানোরামা সম্পাদনা, বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প

বিবিসি জানিয়েছে ২০২১ সালের ৬ই জানুয়ারির বক্তৃতার সম্পাদনা "ভুলবশত এমন ধারণা দিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সহিসংতাকে উসকে দিয়েছেন"। বিবিসি এজন্য দুঃখ প্রকাশ করেছে। কিন্তু বলেছে তারা এজন্য কোনো আর্থিক ক্ষতিপূরণ দেবে না।

২ দিন আগে

আফ্রিকায় প্রাণঘাতী ভাইরাস মারবুর্গ, আক্রান্ত ইথিওপিয়া

আল জাজিরা জানিয়েছে, ইথিওপিয়া প্রথমবারের মতো মারবুর্গ ভাইরাস রোগের প্রাদুর্ভাব নিশ্চিত করেছে। দেশের দক্ষিণাঞ্চলে এই ভাইরাসের মোট ৯ জন রোগী শনাক্ত হয়েছেন বলে জানানো হয়েছে।

২ দিন আগে