গাজা সিটিতে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত আরও ৪৩

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ: নিহত ২৬, দক্ষিণে পালাচ্ছে হাজারো মানুষ

ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণে শুধু গাজা সিটিতে অন্তত ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে শহরটির হাজার হাজার বাসিন্দা বাধ্য হয়ে দক্ষিণের দিকে পালাচ্ছে। ইসরায়েলের অবরোধ ও কৃত্রিম দুর্ভিক্ষে এখন পর্যন্ত ৪৪১ জনের মৃত্যু হয়েছে।

ভয়াবহ বোমাবর্ষণে গাজা সিটিকে ধ্বংস করছে ইসরায়েল। শুক্রবার পুরো গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিখাই আদ্রাঈ শুক্রবার গাজা সিটির অবরুদ্ধ বাসিন্দাদের সতর্ক করে বলেন, সেনারা ‘অভূতপূর্ব শক্তি’ ব্যবহার করবে। তিনি মানুষকে আহ্বান জানান, এই সুযোগে শত সহস্র মানুষের সঙ্গে যোগ দিয়ে দক্ষিণমুখী হতে। এখন কেবল উপকূলবর্তী আল-রাশিদ সড়কই পালানোর একমাত্র অনুমোদিত পথ।

ইসরায়েলি সেনারা জানিয়েছে, আগস্টের শেষ দিক থেকে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ৮০ হাজার ফিলিস্তিনি গাজা সিটি ছেড়েছেন। অন্যদিকে গাজার সিভিল ডিফেন্স এজেন্সির হিসাব অনুযায়ী, শুক্রবার পর্যন্ত প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষ দক্ষিণে বাস্তুচ্যুত হয়েছেন।

আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজজুম শুক্রবার গাজা সিটি থেকে ‘হৃদয়বিদারক’ খবর জানান। উপকূলের দিকে ছুটে চলা মানুষরা অবিরাম হামলার কারণে কোথাও বিশ্রাম নিতে পারছেন না। তিনি বলেন, “এই অভিযানে সম্পূর্ণ ব্লক ধ্বংস হয়ে যাচ্ছে। টাল আল-হাওয়ায় অনেক পরিবার ধ্বংসস্তূপের নিচে এখনো আটকা পড়ে আছে। ”

অনেকেই বাধ্য হয়ে গাজা ছাড়তে চান, কিন্তু দক্ষিণে আল-মাওয়াসি এলাকায় যেতে ট্রাক বা গাড়ি ভাড়া করার সামর্থ্য নেই। আবার ওই এলাকাও অতীতে ইসরায়েলি হামলার শিকার হয়েছে, যদিও সেটিকে তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করা হয়েছিল।

তবু শত শত পরিবার আল-মাওয়াসির উদ্দেশে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছে।

পঞ্চাশ বছর বয়সী নেভিন আহমেদ বৃহস্পতিবার সাত সদস্যের পরিবার নিয়ে গাজা সিটি থেকে কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহ পর্যন্ত হেঁটে গেছেন। তিনি এএফপিকে বলেন, “আমরা ১৫ কিলোমিটারের বেশি হেঁটেছি, ক্লান্তিতে হামাগুড়ি দিতে হয়েছে। আমার ছোট ছেলে ক্লান্ত হয়ে কান্না করছিল। আমরা পালা করে একটি ছোট ঠেলাগাড়ি টেনেছি। ”

সর্বস্তরে ভয়াবহ সংকট

জাতিসংঘের হিসেবে আগস্ট শেষে গাজা সিটিতে প্রায় ১০ লাখ মানুষ ছিল। এর অর্ধেক হয়তো ইতোমধ্যেই পালিয়েছে। কিন্তু ফিলিস্তিনি পরিসংখ্যান ব্যুরো জানাচ্ছে, মঙ্গলবার পর্যন্তও প্রায় ৭ লাখ ৪০ হাজার মানুষ এখনো গাজার উত্তরে রয়ে গেছে।

গাজা সিটিতে বাস্তুচ্যুত ওসামা আওয়াদ বলেন, টানা এক সপ্তাহ ধরে মানুষ ‘ভয়ের রাত’ কাটাচ্ছে। তিনি জানান, “বোমা ও গোলাবর্ষণ আরও কাছে চলে এসেছে। আকাশে এফ-১৬ উড়ছে, ঘরবাড়ি ধ্বংস হচ্ছে, সমুদ্র থেকেও গোলাবর্ষণ করা হচ্ছে। ”

শুক্রবার পুরো গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় ৪৩ জন নিহত হয়েছেন, এর মধ্যে শুধু গাজা সিটিতেই ২৬ জন। টাল আল-হাওয়ায় এক আবাসিক ভবনে বিমান হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দক্ষিণ গাজায় সহায়তার খোঁজে থাকা দুই ব্যক্তিও নিহত হয়েছেন।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শুক্রবার বলেন, “ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ ভাষায় বর্ণনা করা যায় না। এটি মৃত্যুর ও ধ্বংসের এমন এক স্তর, যা আমি মহাসচিব হিসেবে নয়, আমার জীবনে কখনো দেখিনি—দুর্ভিক্ষ, চিকিৎসার সম্পূর্ণ অভাব, অপ্রতুল আশ্রয়ে ঠাসাঠাসি করে মানুষ বসবাস করছে। ”

কেন্দ্রীয় গাজার আল-আকসা শহীদ হাসপাতালের এক চিকিৎসক আল জাজিরাকে জানান, হাসপাতালে মারাত্মক অপুষ্টিতে আক্রান্ত ৯ বছরের এক শিশু মারা গেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের সৃষ্ট দুর্ভিক্ষে এ পর্যন্ত ৪৪১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের প্রধান আমজাদ শাওয়ার তথ্য অনুযায়ী, টানা ১০ দিনেরও বেশি সময় ধরে গাজায় কোনো জ্বালানি ঢোকেনি। অবশিষ্ট জ্বালানি সর্বোচ্চ ৭২ ঘণ্টা টিকবে। তার ভাষায়, এটি সব দিক থেকেই ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকা ডুবে ১১ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

ধারণা করা হচ্ছে, ডুবে যাওয়া নৌকায় ৭০ জনের মতো ছিলেন। এ ছাড়া আরেকটি নৌকায় ছিলেন প্রায় ২৩০ জন যাত্রী। এর অবস্থান এখনো শনাক্ত করতে পারেনি মালয়েশিয়া কোস্ট গার্ড।

১ দিন আগে

মার্কিন সিনেটে বিল পাস, অবসান ঘটছে ৪০ দিনের শাটডাউনের

এর আগে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটররা আলোচনায় বসলেও শনিবার দিনভর বৈঠক শেষে কোনো অগ্রগতি হয়নি। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাতে এ নিয়ে দুপক্ষের মধ্যে সমঝোতা বৈঠকের পর ভোটের সিদ্ধান্ত হয়।

১ দিন আগে

সিনেটে সমঝোতা, যুক্তরাষ্ট্রে অচলাবস্থার অবসান হচ্ছে

মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের রেকর্ড ৪০ দিন ধরে চলা শাটডাউন বা অচলাবস্থা শেষ হওয়ার সম্ভাবনার দ্বার খুলে গেছে। মার্কিন সিনেট রিপাবলিকান পার্টি প্রস্তাবিত একটি বিলের পক্ষে ভোট দিতে যাচ্ছে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের সরকারি অচলাবস্থা অবসানের পথ খুলে দিতে পারে।

১ দিন আগে

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের ইসরায়েলি হামলা, নিহত ২

রোববার এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিনত জবাইল অঞ্চলের আল-সাওয়ানে ও খিরবেত সেলেম এলাকার মাঝামাঝি স্থানে এক হামলায় একজন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, ওই এলাকায় একটি পিকআপ ট্রাক লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

১ দিন আগে