পোপ ফ্রান্সিসের জীবনাবসান

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৪: ৫৮
পোপ ফ্রান্সিস [১৭ ডিসেম্বর ১৯৩৬ - ২১ এপ্রিল ২০২৫] ছবি: সংগৃহীত

ক্যাথলিক খ্রিষ্টানদের বৈশ্বিক সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। বার্ধক্যজনিত নানা জটিলতাসহ দীর্ঘদিন ধরে ফুসফুসের গুরুতর অসুস্থতায় আক্রান্ত ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

ভ্যাটিক্যানের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি ও এএফপি জানিয়েছে, সোমবার (২১ এপ্রিল) সকাল ৭টা ৩৫ মিনিটে ভ্যাটিকানে কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস।

ছয় শ বছরের মধ্যে প্রথম পোপ হিসেবে ষোড়শ বেঞ্জামিন স্বেচ্ছায় অবসর নিলে ২০১৩ সালে পোপ নির্বাচিত হন ফ্রান্সিস। তখন তার বয়স ছিল ৭৬ বছর।

৭৪১ সালে সিরিয়ান বংশোদ্ভূত তৃতীয় গ্রেগরির মৃত্যুর পর রোমের সব পোপই ছিলেন ইউরোপিয়ান। প্রায় ১৩ শ বছর পর প্রথম নন-ইউরোপিয়ান পোপ হিসেবে নির্বাচিত হন ফ্রান্সিস। দায়িদ্ব নিয়ে ক্যাথলিক গির্জায় সংস্কার চালু রাখলেও তিনি ছিলেন সবার কাছে জনপ্রিয়।

ভ্যাটিকানের মুখপাত্র কার্ডিনাল ফারেল এক বিবৃতিতে বলেন, পোপ ফ্রান্সিসের পুরো জীবন ছিল প্রভু ও তার গির্জার সেবায় নিবেদিত। মৃত্যুর একদিন আগেও তিনি সেন্ট পিটার্স স্কয়ারে হাজির হয়ে হাজারও উপাসকের উদ্দেশে ‘শুভ ইস্টার’ বার্তা দিয়েছিলেন।

পোপ ফ্রান্সিসকে অনেক দিন ধরেই শরীরের সঙ্গে লড়াই রতে হচ্ছে। গত ফেব্রুয়ারিতেও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। ওই সময় তাকে ভেন্টিলেশনেও রাখতে হয়। হাসপতাল থেকে কিছুদিন আগেই বাড়ি ফিরেছিলেন তিনি।

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নেতা হলেও বিশ্বব্যাপী মানবতার বার্তা ছড়িয়েছেন পোপ ফ্রান্সিস। যুদ্ধবিগ্রহ বন্ধের আহ্বান জানিয়েছেন বারবার। এ কারণে অন্য ধর্মাবলম্বীদের কাছেও জনপ্রিয় ছিলেন তিনি। তার মৃত্যুতে গোটা বিশ্বেই নেমে এসেছে শোকের ছায়া।

ভ্যাটিকানের অফিশিয়াল ওয়েবসাইট ‘দ্য হোলি সি’র তথ্য অনুযায়ী, পোপ ফ্রান্সিসের মূল নাম জর্জ মারিও বারগোগ্লিও। ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনস এইরেসে জন্ম তার। কেমিস্ট হিসেবে প্রশিক্ষণ নেওয়ার পর তিনি ধর্মের প্রতি অনুরাগী হয়ে ওঠেন। পরে দর্শন ও ধর্মতত্ত্বে পড়ালেখা শেষে ১৯৬৯ সাল ধর্মযাজক হন। ১৯৯৮ সালে আর্জেন্টিনায় আর্চবিশপ হন তিনি।

খ্রিষ্টান ধর্মাবলম্বীরা বলছেন, ক্যাথলিক গির্জার বিভিন্ন উদারনৈতিক কার্যক্রম ও সংস্কারের জন্য পোপ ফ্রান্সিস স্মরণীয় হয়ে থাকবেন। ক্যাথলিক ও নন-ক্যাথলিক খ্রিষ্টানদের মধ্যে তো বটেই, সব ধর্মের মানুষের মধ্যেও ঐক্যের আহ্বান জানানোর জন্যও মানুষ তাকে মনে রাখবে।

ধর্মযাজকের হাতে যৌন নির্যাতনের শিকার ব্যক্তি ও কানাডার আদিবাসীদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন পোপ ফ্রান্সিস। সমলিঙ্গের যুগলদের আশীর্বাদ করতে রোমান ক্যাথলিক যাজকদের অনুমতিও দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সমকামী, উভকামী ও রূপান্তরকামীদের (এলজিবিটি) জন্যও ক্যাথলিক গির্জার দরজা খোলা।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আইন ভঙ্গ : যুক্তরাষ্ট্রের ৬ হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল

বিবিসি জানায়, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসননীতি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নজরদারির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও ‘সন্ত্রাসবাদে সহায়তা’ বলতে কী বোঝানো হয়েছে তা পরিষ্কার করেনি স্টেট ডিপার্টমেন্ট।

১ দিন আগে

ইসরায়েলি হামলা গাজায় নিহত ছাড়াল ৬২ হাজার

গাজায় উদ্ধার প্রচেষ্টা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অথবা রাস্তায় পড়ে আছেন তবে ইসরায়েলি বোমাবর্ষণ এবং সরঞ্জামের অভাবে জরুরি দল তাদের কাছে পৌঁছাতে পারছে না।

১ দিন আগে

এবার পুতিন-জেলেনস্কিকে মুখোমুখি নিয়ে বসবেন ট্রাম্প

এ বৈঠকের দিন-তারিখ নিয়ে অবশ্য কোনো তরহ্য মেলেনি। নির্ধারণ হয়নি বৈঠকের স্থানও। তবে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস আভাস দিয়েছেন, সপ্তাহ দুয়েকের মধ্যেই ত্রিপাক্ষিক বৈঠকটি হতে পারে।

১ দিন আগে

বৈঠকে ট্রাম্প-জেলেনস্কি, যেসব শর্ত আলোচনায়

বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে অনেক অগ্রগতি হচ্ছে। এ সময় জেলেনস্কি বলেন, কূটনৈতিকভাবে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনায় ইউক্রেনের সমর্থন আছে।

১ দিন আগে