‘পাকিস্তানের ঐতিহাসিক বিজয়’ দাবি শাহবাজ শরিফের

ডেস্ক, রাজনীতি ডটকম
শনিবার দিবাগত মধ্যরাতে জাতির উদ্দেশে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: দ্য ডন

ভারত ও পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতিতে সংঘাত থামলে যুক্তরাষ্ট্র ও চীনকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একই সঙ্গে তিনি অস্ত্রবিরতিকে ‘পাকিস্তানের ঐতিহাসিক বিজয়’ বলেও দাবি করেন।

বিবিসি ও পাকিস্তানের গণমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়, অস্ত্রবিরতির ঘোষণা আসার পর শনিবার (১০ মে) গভীর রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ওই ভাষণেই তিনি অস্ত্রবিরতিকে ‘পাকিস্তানের ঐতিহাসিক বিজয়’ বলে উল্লেখ করেন।

শাহবাজ ‘অস্ত্রবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা’ পালনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন। পাশাপাশি সৌদি আরব, চীন, তুরস্ক, কাতার ও যুক্তরাজ্যসহ অন্যান্য দেশকেও ধন্যবাদ জানান।

ভাষণে চীনকে পাকিস্তানের ‘অত্যন্ত কাছের ও খুব বিশ্বাসযোগ্য’ এক বন্ধুরাষ্ট্র হিসেবে অভিহিত করেন শাহবাজ। চীনকেও ধন্যবাদ জানান তিনি। বলেন, অস্ত্রবিরতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যুক্তরাষ্ট্র।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমরা শান্তিকামী রাষ্ট্র। কোটি কোটি মানুষের বাস পাকিস্তানে। প্রত্যেকের জন্যই লাভজনক হবে ভেবেই আমরা যুদ্ধবিরতির এই পদক্ষেপ নিয়েছি।

তার দেশ ‘ঐতিহাসিক বিজয়’ পেয়েছে দাবি করে শাহবাজ শরিফ পাকিস্তানের সেনাবাহিনী, নৌ বাহিনী ও সশস্ত্র বাহিনীর সবাইকে নাম উল্লেখ করে ধন্যবাদ দিয়েছেন। এসব বাহিনী দেশের মূলনীতিগুলো তুলে ধরতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শাহবাজ শরিফ বলেন, কেউ যদি স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে, তাহলে আমাদের প্রতিরোধের জন্য যা করতে হয় করব। কিন্তু আমরা শান্তির পক্ষে। আমরা মনে করি, যুদ্ধবিরতির চুক্তি সবার কল্যাণের জন্য করা হয়েছে।

ভারতের বিরুদ্ধে বেসামরিক স্থাপনায় হামলার পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে বলেও দাবি করেন শাহবাজ শরিফ। তিনি বলেন, ড্রোন দিয়ে পাকিস্তানের ওপরে হামলা করা হয়। আমাদের মসজিদ ধ্বংস করা হয়েছে, নিরীহ প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। অন্যদিকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। আমরা এসব ভিত্তিহীন অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করছি।

অস্ত্রবিরতির কয়েক ঘণ্টা পর ভারতের পররাষ্ট্র সচিব সংবাদ সম্মেলন করে পাকিস্তানের বিরুদ্ধে বিরতির ‘বার বার অস্ত্রবিরতির সমঝোতা লঙ্ঘনে’র অভিযোগ তোলেন। এ বিষয়ে অব্যশ ভাষণে কিছু বলেননি শাহবাজ।

সিন্ধু নদের পানিবণ্টন ও কাশ্মিরসহ ভারত ও পাকিস্তানের মধ্যে যেসব বিষয় নিয়ে বিতর্ক রয়েছে, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলেও আশা প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

জেনেভায় শান্তি আলোচনায় অগ্রগতির ইঙ্গিত যুক্তরাষ্ট্র-ইউক্রেনের

ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা ফাঁস হওয়া প্রস্তাবগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও রাশিয়ার পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। একই সঙ্গে ভ্লাদিমির পুতিনের মাধ্যমে সমাধানের একটি ‘ভিত্তি’ হিসেবেও এ প্রস্তাবগুলোকে স্বাগত জানানো হয়েছে।

১ দিন আগে

এবার মিয়ানমার উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

এবার মিয়ানমার উপকূলে আঘাত হেনেছে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে আঘাত হানে এই ভূকম্পন। মিয়ানমারের পাশাপাশি ভূমিকম্পটির প্রভাব অনুভূত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডেও।

২ দিন আগে

নিরাপত্তা ঝুঁকিতে ভেনেজুয়েলার ফ্লাইট বাতিল

ফ্লাইটরাডার২৪ ও ভেনেজুয়েলার সিমন বলিভার মাইকেটিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য অনুযায়ী, শনিবার এসব ফ্লাইট বাতিল হয়েছে।

৩ দিন আগে

‘ট্রাম্পের ২৮-দফা পরিকল্পনা যুক্তরাষ্ট্রের তৈরি, রাশিয়ার ইচ্ছাপত্র নয়’

৩ দিন আগে