শপথগ্রহণের আগে ওয়াশিংটনে ট্রাম্প-বিরোধী বিক্ষোভ

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

দ্বিতীয় বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী সোমবার (২০ জানুয়ারি) তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। কিন্তু শপথগ্রহণের একদিন আগেই ডোনাল্ড ট্রাম্প এবং তার রিপাবলিকান পার্টির নীতির প্রতিবাদে হাজার হাজার বিক্ষোভকারী ওয়াশিংটনের রাস্তায় বিক্ষোভে অংশ নিয়েছেন। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নাগরিক অধিকার এবং সামাজিক ন্যায়বিচার গ্রুপের সদস্যরা পিপলস মার্চ নামের ওই বিক্ষোভের আয়োজন করেছেন। এর আগে ২০১৭ সালে ট্রাম্প যখন প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন সে সময়ও তার বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিল।

বিক্ষোভকারীরা বলছেন, তারা গর্ভপাতের অধিকার, জলবায়ু পরিবর্তন, বন্দুক হামলার বিরুদ্ধে আরও ভালো সুরক্ষার প্রয়োজনীয়তা এবং অভিবাসী অধিকারসহ বিভিন্ন ইস্যুতে ট্রাম্প এবং তার দলের নেতাদের আক্রমণের শিকার হয়েছেন।

বিক্ষোভে অংশ নেওয়া আয়েশা বেকার-বারোস নামের এক নারী বলেন, এই আইনগুলো আমাদের জীবনকে বিপন্ন করে তুলছে। নারীরা মারা যাচ্ছে। তিনি স্লোগান দিচ্ছিলেন, আমার শরীর, আমার পছন্দ।

প্রতিবাদ করতে ফ্লোরিডা ৬০ বছর বয়সী সুসান ডুটওয়েলস বলেন, ট্রাম্পের ওভাল অফিসে ফেরার বিষয়ে তিনি আতঙ্কিত এবং তিনি এতে ক্ষোভও প্রকাশ করেছেন।

ক্যারিন নামের একজন ৪০ বছর বয়সী বিক্ষোভকারী অ্যারিজোনা থেকে এসেছেন। তিনি বলেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কী ঘটতে পারে তা নিয়ে তিনি বেশ আতঙ্কিত।

তিনি বলেন, আমি আশাবাদী থাকার চেষ্টা করছি। অনেক লোকের সঙ্গে এখানে থাকতে পেরে খুব ভালো লাগছে।

জানা গেছে, চার বছর পরপর দেশটিতে নতুন বা পুনর্নির্বাচিত প্রেসিডেন্টের শপথ গ্রহণের এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে এবার কিছু ভিন্নতা দেখা যাবে। মার্কিন সংবিধান অনুযায়ী, নতুন প্রেসিডেন্টের কার্যকাল ২০ জানুয়ারি দুপুরে শুরু হয়। গত কয়েক বছরে ক্যাপিটল হিলের পশ্চিম লনে শপথ গ্রহণ অনুষ্ঠান হলেও এবারের সেটি হবে ক্যাপিটল রোটুন্ডায়। কারণ, বিরূপ আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি ইনডোরে সরিয়ে নেওয়া হয়েছে।

সাধারণত মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নতুন প্রেসিডেন্টের শপথবাক্য পাঠ করান। এবার জন রবার্টস দ্বিতীয়বারের মতো ট্রাম্পের শপথবাক্য পাঠ করাবেন। শপথ শেষে নতুন প্রেসিডেন্ট আগামী চার বছরের পরিকল্পনা তুলে ধরবেন। একই দিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্সও শপথ নেবেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গায়িকা থেকে বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর

নির্বাচনের কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দেন মৈথিলী। তখন তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উন্নয়নমূলক কাজে আমি অনুপ্রাণিত। আমি সমাজের সেবা করতে চাই। বিহারের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।’

১ দিন আগে

পাকিস্তানের সেনাপ্রধানকে গ্রেফতার ও বিচার থেকে আজীবন দায়মুক্তি

পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সেনাবাহিনী। কখনও কখনও তারা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে, আবার অনেক সময় পর্দার আড়ালে থেকে কলকাঠি নেড়েছে।

১ দিন আগে

প্যানোরামা সম্পাদনা, বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প

বিবিসি জানিয়েছে ২০২১ সালের ৬ই জানুয়ারির বক্তৃতার সম্পাদনা "ভুলবশত এমন ধারণা দিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সহিসংতাকে উসকে দিয়েছেন"। বিবিসি এজন্য দুঃখ প্রকাশ করেছে। কিন্তু বলেছে তারা এজন্য কোনো আর্থিক ক্ষতিপূরণ দেবে না।

১ দিন আগে

আফ্রিকায় প্রাণঘাতী ভাইরাস মারবুর্গ, আক্রান্ত ইথিওপিয়া

আল জাজিরা জানিয়েছে, ইথিওপিয়া প্রথমবারের মতো মারবুর্গ ভাইরাস রোগের প্রাদুর্ভাব নিশ্চিত করেছে। দেশের দক্ষিণাঞ্চলে এই ভাইরাসের মোট ৯ জন রোগী শনাক্ত হয়েছেন বলে জানানো হয়েছে।

১ দিন আগে