পাকিস্তানি হামলা ‘সরাসরি উসকানি’: ভারতীয় সেনাবাহিনী

ডেস্ক, রাজনীতি ডটকম
ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত বাড়ছেই। ছবি: এএফপি

ভারতের ‘অপারেশন সিঁদুরে’র জবাবে ‘অপারেশন বানিয়ান-উন-মারসুস’ শুরু করেছে পাকিস্তান। ড্রোনসহ অন্যান্য অস্ত্র ব্যবহার করে হামলা চালাচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে। ভারতীয় সেনাবাহিনী বলছে, ভারতের পশ্চিম সীমান্তে ড্রোন হামলা ও অন্যান্য অস্ত্র ব্যবহার করে চলমান উত্তেজনাকে আরও উসকে দিচ্ছে পাকিস্তান।

শনিবার (১০ মে) ভোর ৫টার দিকে ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরের খাসা সেনানিবাসের ওপর পাকিস্তানের একাধিক সশস্ত্র ড্রোন উড়তে দেখেছে ভারতীয় সেনাবাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে তারা বলছে, আমাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো শত্রুপক্ষের ড্রোনগুলোয় তাৎক্ষণিকভাবে হামলা চালিয়ে ধ্বংস করে দেয়। তারা সরাসরি উসকানি দিচ্ছে।

ভারতীয় সেনাবাহিনী আরও বলছে, ভারতের সার্বভৌমত্ব লঙ্ঘন ও বেসামরিক নাগরিকদের বিপদে ফেলার পাকিস্তানের এমন প্রচেষ্টা অগ্রহণযোগ্য। ভারত শত্রুপক্ষের পরিকল্পনা ব্যর্থ করে দেবে।

এর আগে পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ভারত। ওই সময়ই পাকিস্তান বলেছিল, তারাও ভারতকে পালটা জবাব দেবে।

ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছেন, পাকিস্তান ভারতের বিমানঘাঁটিগুলো লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

পাকিস্তানের তিনটি সামরিক বিমানঘাঁটিতে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে— পাকিস্তান এমন অভিযোগ তোলার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের বিমানঘাঁটিতে হামলার এই খবর এলো।

পাকিস্তান দাবি করেছে, তাদের সামরিক ঘাঁটিগুলোকে নিশানা করেছে ভারত। এর মধ্যে একটি রাওয়ালপিন্ডির নূর খান ঘাঁটি, যা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত। পাকিস্তানের এ দাবির পরিপ্রেক্ষিতে অবশ্য ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইসরায়েলি হামলা গাজায় নিহত ছাড়াল ৬২ হাজার

গাজায় উদ্ধার প্রচেষ্টা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অথবা রাস্তায় পড়ে আছেন তবে ইসরায়েলি বোমাবর্ষণ এবং সরঞ্জামের অভাবে জরুরি দল তাদের কাছে পৌঁছাতে পারছে না।

৪ ঘণ্টা আগে

এবার পুতিন-জেলেনস্কিকে মুখোমুখি নিয়ে বসবেন ট্রাম্প

এ বৈঠকের দিন-তারিখ নিয়ে অবশ্য কোনো তরহ্য মেলেনি। নির্ধারণ হয়নি বৈঠকের স্থানও। তবে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস আভাস দিয়েছেন, সপ্তাহ দুয়েকের মধ্যেই ত্রিপাক্ষিক বৈঠকটি হতে পারে।

৫ ঘণ্টা আগে

বৈঠকে ট্রাম্প-জেলেনস্কি, যেসব শর্ত আলোচনায়

বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে অনেক অগ্রগতি হচ্ছে। এ সময় জেলেনস্কি বলেন, কূটনৈতিকভাবে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনায় ইউক্রেনের সমর্থন আছে।

১৪ ঘণ্টা আগে

ব্যাটল অব হ্যাস্টিংসের ইতিহাস

ইংল্যান্ডের সিংহাসন তখন ছিল এক জটিল রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্র। ইংরেজ রাজা এডওয়ার্ড দ্য কনফেসর ১০৬৬ সালের জানুয়ারিতে উত্তরাধিকারী ছাড়াই মারা যান। তাঁর মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াল—কে ইংল্যান্ডের নতুন রাজা হবেন? রাজ্যের প্রধান অভিজাতেরা হ্যারল্ড গডউইনসনকে রাজা ঘোষণা করলেন।

২০ ঘণ্টা আগে