ইতিহাস

বেহারা বিপ্লব

মাহমুদুল হাসান উৎস
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ২৩: ০৯
চ্যাটজিপিটির চোখে বেহারা বিপ্লব

ইংরেজরা আসার আগে থেকেই পালকির চল ছিল এদেশে। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে যাতায়াতের প্রয়োজনে পালকির চাহিদা বাড়তে থাকে। তাই ১৭৭৮ সাল থেকেই শুরু হলো পালকি রিলে পরিষেবা। ক্যাপ্টেন জন হার্বি কলকাতা থেকে বেনারসের মধ্যে চালু করেছিলেন এই পরিষেবা। কলকাতায় সে সময় পালকি বাহক বা বেহারা হিসেবে ওড়িশার লোকদেরই রমরমা চাহিদা। কলকাতাসহ বাংলার নানা জায়গায় পালকি বাহকের কাজ করতেন তারা।ইংরেজরা আসার আগে থেকেই পালকির চল ছিল এদেশে। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে যাতায়াতের প্রয়োজনে পালকির চাহিদা বাড়তে থাকে। তাই ১৭৭৮ সাল থেকেই শুরু হলো পালকি রিলে পরিষেবা। ক্যাপ্টেন জন হার্বি কলকাতা থেকে বেনারসের মধ্যে চালু করেছিলেন এই পরিষেবা। কলকাতায় সে সময় পালকি বাহক বা বেহারা হিসেবে ওড়িশার লোকদেরই রমরমা চাহিদা। কলকাতাসহ বাংলার নানা জায়গায় পালকি বাহকের কাজ করতেন তারা।

বেহারাদের একটা আলাদা পরিচিতিই তৈরি হয়ে গিয়েছিল। সাদা ধুতি আর টাক মাথার পেছনে ছোট্ট টিকি। পয়সাওয়ালা লোকদের কোথাও যাওয়ার প্রয়োজন পড়লেই ডাক পড়ত বেহারাদের। কিন্তু ১৯ শতকের দিকে তাদের রুটি রুজিতেও টান পড়তে শুরু করল। সেটা হবে না-ই বা কেন। পূর্ব ভারতের গোল্ড, মুসহর সম্প্রদায়ের মানুষজনও এই পেশায় আসতে শুরু করলেন। চাহিদার চেয়ে বেহারার সংখ্যা ছিল বেশি।

বেহারাদের একটা আলাদাপরিচিতিই তৈরি হয়ে গিয়েছিল। সাদা ধুতি আর টাক মাথার পেছনে ছোট্ট টিকি। পয়সাওয়ালা লোকদের কোথাও যাওয়ার প্রয়োজন পড়লেই ডাক পড়ত বেহারাদের। কিন্তু ১৯ শতকের দিকে তাদের রুটি রুজিতেও টান পড়তে শুরু করল। সেটা হবে না-ই বা কেন। পূর্ব ভারতের গোল্ড, মুসহর সম্প্রদায়ের মানুষজনও এই পেশায় আসতে শুরু করলেন। চাহিদার চেয়ে বেহারার সংখ্যা ছিল বেশি।য়েছিল। সাদা ধুতি আর টাক মাথার পেছনে ছোট্ট টিকি। পয়সাওয়ালা লোকদের কোথাও যাওয়ার প্রয়োজন পড়লেই ডাক পড়ত বেহারাদের। কিন্তু ১৯ শতকের দিকে তাদের রুটি রুজিতেও টান পড়তে শুরু করল। সেটা হবে না-ই বা কেন। পূর্ব ভারতের গোল্ড, মুসহর সম্প্রদায়ের মানুষজনও এই পেশায় আসতে শুরু করলেন। চাহিদার চেয়ে বেহারার সংখ্যা ছিল বেশি।

পরিস্থিতি এমন দাঁড়াল, ১৮২৩ সালে কলকাতায় বেহারারা শুরু করল হরতাল। তাদের দাবি ছিল, নির্দিষ্ট ভাড়া বেঁধে দিতে হবে, পাশাপাশি কেউ তার থেকে কম ভাড়ায় কাজ করতে পারবে না। সেই অর্থে এই ঘটনা ছিল ভারতের প্রথম সংগঠিত হরতাল! কিন্তু হরতালে বিশেষ কাজ হলো না। অর্থনীতির নিয়মে বাজারে চাহিদার চেয়ে জোগান হয়ে গেল বেশি। ফলে, কম টাকায় পালকি বয়ে নতুন বেহারারা নিজেদের জায়গা তৈরি করে নিয়েছিল খুব অল্প সময়েই।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

সংগীতজীবন থেকে ইতি টানার সিদ্ধান্ত ‘ব্যক্তিগত’: তাহসান

ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে অস্ট্রেলিয়ায় সংগীত সফরে আছেন তাহসান। তিনি বলেন, ‘অভিনয় তো আগেই ইতি টেনেছি। এবার গান। কণ্ঠনালির সমস্যার পর এখন ভালোর দিকে। তবে গান ছাড়ার সিদ্ধান্তটা একান্ত ব্যক্তিগত। বলতে চাই না।’

২২ দিন আগে

বাংলাদেশ মাতালেন পাকিস্তানের হানিয়া

ভিডিও বার্তায় হানিয়া বলেছিলেন, তিনি বাংলাদেশে আসছেন একটি ছোট্ট সারপ্রাইজ নিয়ে। সেই ‘সারপ্রাইজ’ ঠিক কী, তা হয়তো করপোরেট ইভেন্টের সীমায় আটকে থাকবে। কিন্তু ভক্তদের কাছে সবচেয়ে বড় চমক তো তিনি নিজেই— ঢাকায় এসে, এই শহরের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি সমর্থন জানানো।

২৩ দিন আগে

শিল্পকলার নতুন মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন

কবি রেজাউদ্দিন স্টালিনকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

২৩ দিন আগে

সমগীতের নতুন গান ‘ধর্ম যার যার’, ভিডিও উৎসব

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক রেহনুমা আহমেদ, সংগীতশিল্পী কফিল আহমেদ, বিশ্বসূফি সংস্থার সদস্য হাসান শাহ সুরেশ্বরী দীপু নূরী, সায়ান, অরূপ রাহী, কাজী কৃষ্ণকলি ইসলাম, সহজিয়া ব্যান্ডের রাজুসহ বিশিষ্ট সংগীতশিল্পী, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সমগীতের সভাপ্রধ

২৪ দিন আগে