ফেসবুকে বিকৃত ছবি, ঢাবি শিক্ষক মোনামীর মামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাবি শিক্ষক শেহরীন আনিম ভূঁইয়া মোনামী। ছবি: ফেসবুক থেকে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিকৃত ছবির পাশাপাশি ‘অশালীন’ মন্তব্য ও ‘মানহানিকর’ কনটেন্ট ছড়ানোর অভিযোগে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আনিম ভূঁইয়া মোনামী।

মামলায় সাংবাদিক মুজতবা খন্দকার, লেখক মহিউদ্দিন মোহাম্মদ এবং নিরব হোসাইন ও আশফাক হোসাইন ইভানের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন অনুযায়ী ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন ভুক্তভোগী ঢাবি শিক্ষক মোনামী।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর বলেন, ঢাবি শিক্ষক মোনামী আমাদের থানায় মামলা করেছেন। তার অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

মামলার এজাহারে বলা হয়েছে, সাংবাদিক ও অ্যাকটিভিস্ট মুজতবা খন্দকার তার ফেসবুক অ্যাকাউন্টে মোনামীর ছবি অশালীনভাবে এডিট করে পোস্ট করেন। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি’। অন্যদিকে লেখক ও অ্যাকটিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ তার ব্যক্তিগত আইডিতে একটি ফটোকার্ড শেয়ার করে মোনামীকে ‘যৌন-কল্পনার রসদ’ আখ্যা দিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

এজাহার অনুযায়ী, ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন ডেইলি ক্যাম্পাসের একটি পোস্টের কমেন্টে ঢাবি শিক্ষক মোনামীকে নিয়ে ‘অশালীন’ মন্তব্য করেন। এ ছাড়া আশফাক হোসাইন ইভান নিজের ফেসবুক আইডি থেকে মোনামীর এডিট করা অশালীন ছবি পোস্ট করেন।

এজাহারে বলা হয়েছে, এই চারজন ছাড়াও অজ্ঞাত আরও অনেক ব্যক্তি ফেসবুকে মোনামীর ছবি বারবার এডিট করে অশালীনভাবে পোস্ট করছে এবং তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে। এতে তার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। এসব ফেসবুক পোস্ট ও কমেন্টের আইডি ও স্ক্রিনশট এজাহারে সংযুক্ত করা হয়েছে।

মোনামী বলেন, দীর্ঘদিন ধরে আমার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানজনক মন্তব্য করা হচ্ছে। এতে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। পরিবার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার পর মামলা করার সিদ্ধান্ত নিয়েছি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে মারা যাওয়া চারজনের মধ্যে তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা। অন্যজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)।

৯ ঘণ্টা আগে

লঘুচাপে চট্টগ্রাম অঞ্চলে প্রবল বর্ষণের সতর্কতা, ভূমিধসের শঙ্কা

আবহাওয়া অধিদপ্তর বলছে, এই লঘুচাপের প্রভাবে মঙ্গলবার বিকেল ৪টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

১২ ঘণ্টা আগে

ইসির নিবন্ধন পেল এনসিপি-বাসদ-আমজনগণ

নিবন্ধন পাওয়া অন্য দুটি দল হলো— বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ও বাংলাদেশ আমজনগণ পার্টি। এদের মধ্যে এনসিপি তাদের নির্বাচনি প্রতীক হিসেবে পাচ্ছে বহুল আলোচিত ‘শাপলা কলি’।

১৩ ঘণ্টা আগে

নির্বাচনে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির কেউ প্রার্থী হতে পারবেন না

সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, কোনো প্রার্থী যদি সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি বা অন্য কোনো পদে অধিষ্ঠিত থাকে, তবে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

১৫ ঘণ্টা আগে