মাইলস্টোন শিক্ষক মেহরিন চৌধুরীর নামে অ্যাওয়ার্ড দেবে শিক্ষা মন্ত্রণালয়

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ২০: ০০

বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ দুর্ঘটনায় শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে জীবন উৎসর্গ করা শিক্ষক মেহরিন চৌধুরীর নামে একটি পুরস্কার চালু করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, মেহরিন চৌধুরী নিজের জীবন উৎসর্গ করে অন্তত ২০ জন শিক্ষার্থীকে প্রাণে বাঁচিয়েছেন। তার এই আত্মত্যাগকে স্মরণীয় রাখতে শিক্ষা মন্ত্রণালয় তার নামে একটি অ্যাওয়ার্ড চালু করবে, যা প্রতি বছর সাহসিকতা ও দায়িত্বশীলতার জন্য শিক্ষকদের মধ্যে প্রদান করা হবে।

গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিমান বাহিনীর ওই প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে ভবনটিতে আগুন ধরে যায়। এ সময় শিক্ষার্থীদের প্রাণ বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন শিক্ষক মেহরিন চৌধুরী।

চিকিৎসকরা জানিয়েছিলেন, মেহরিন চৌধুরীর শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্ষতিগ্রস্ত হয়েছিল শ্বাসনালী। সে দিন রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আগুন লেগে যাওয়া ভবন থেকে শিক্ষার্থীদের বাঁচাতে তার এই আত্মত্যাগ দেশ জুড়ে আলোড়ন তোলে। তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

এদিকে বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়, যা দুপুরে শেষ হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তী সরকারের সময় সচিবালয়ে এটি ছিল উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক। এ উপলক্ষে সকাল ১০টা ২৫ মিনিটে প্রধান উপদেষ্টা সচিবালয়ে প্রবেশ করলে সচিবালয় জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শুধুমাত্র ১ নম্বর গেট খোলা রেখে বাকি সব গেট বন্ধ রাখা হয়, দর্শনার্থীদের প্রবেশও সাময়িকভাবে বন্ধ ছিল।

এর আগে গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পাইলটের ভুলে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: তদন্ত প্রতিবেদন

প্রতিবেদনের বরাত দিয়ে শফিকুল আলম বলেন, পাইলটের উড্ডয়নের ত্রুটি ছিল। উনি নিয়ন্ত্রণ করতে পারেননি। পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়। এ কারণে দুর্ঘটনা ঘটে।

৬ ঘণ্টা আগে

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও এক হাজার ৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

৬ ঘণ্টা আগে

সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ: জয়-পুতুল-ববির নামে দুদকের মামলা

মামলায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৪৩৯ কোটি টাকা সন্দেহজনক লেনদেন, ৩৬ কোটি টাকার কর ফাঁকির ও ব্যবসায়ীদের কাছ থেকে চাপ দিয়ে অর্থ আদায়ের মাধ্যমে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।

৭ ঘণ্টা আগে

পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল, ভোটে দাঁড়াবেন বিএনপি থেকে

আসাদুজ্জামান বলেন, ‘আমি ভোট করব। আমি ওখান (ঝিনাইদহ-১) থেকে নমিনেশন চেয়েছি। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনো। যখন প্রয়োজন হবে, অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে গিয়ে আমি ভোট করব।’

৮ ঘণ্টা আগে