সারাদেশে ২৫২ বিচারককে একযোগে বদলি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ জুন ২০২৫, ১০: ২৬
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়

সারাদেশের বিভিন্ন আদালতের ২৫২ জন বিচারককে একযোগে বদলি করেছে আইন মন্ত্রণালয়। সোমবার (২ জুন) আইন ও বিচার বিভাগের পক্ষ থেকে এ সংক্রান্ত পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) এ এফ এস গোলজার রহমান এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের বিভিন্ন জেলার ৩০ জন জেলা ও দায়রা জজ এবং সমমর্যাদার বিচারক, ৩৮ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ২২ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ১৬২ জন সিনিয়র সহকারী ও সহকারী জজসহ মোট ২৫২ জন বিচারককে বদলি করা হয়েছে। তাদের আগামীকাল ৩ জুনের মধ্যে বর্তমান দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ১৩ জন বিচারককে সিনিয়র সহকারী জজ পদ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে নিয়োগ বা বদলি করা হয়েছে। এ নিয়োগ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬ অনুসারে তৃতীয় গ্রেডের (৫৪,৩৭০-৭৪,৪৬০ টাকা) বেতনস্কেলে কার্যকর হবে।

পদোন্নতিপ্রাপ্তদেরও ৩ জুনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরপ্রধান বা মনোনীত কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তর করে অবিলম্বে নতুন পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে, তালিকাভুক্ত একজন বিচারক বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। ছুটি শেষে তিনি পূর্বনির্ধারিত নিয়মে নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তামাক কোম্পানির সঙ্গে বৈঠক বাতিলের দাবি হেলথ রিপোর্টার্স ফোরামের

অধূমপায়ী ও তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে রক্ষায় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাস এবং আইন প্রণয়ন প্রক্রিয়ায় তামাক কোম্পানির সম্পৃক্ততা সম্পূর্ণভাবে বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)।

১০ ঘণ্টা আগে

ফ্যাসিবাদের শেষ শিকড় উৎখাত করে জনতার বাংলাদেশ গড়ে তুলব : ছাত্র অধিকার পরিষদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে ফ্যাসিবাদের শেষ শিকড় উৎখাত করে ‘জনতার বাংলাদেশ’ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বর

১০ ঘণ্টা আগে

আ.লীগের অপরাধ তদন্ত শুরু হয়েছে: চিফ প্রসিকিউটর

প্রসিকিউটর বলেন, এই মুহূর্তে দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারেই তদন্ত শুরু হয়েছে। যদি প্রয়োজন মনে হয় যে আরও কোনো দলও অপরাধের সঙ্গে যুক্ত সেক্ষেত্রে তাদের ব্যাপারেও আমাদের তদন্ত সংস্থা ব্যবস্থা গ্রহণ করবে।

১১ ঘণ্টা আগে

দেশে এখনও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে ওঠেনি : পরিকল্পনা উপদেষ্টা

পরিকল্পনা উপদেষ্টা বলেন, স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও এখনো আমরা এমন একটি স্থায়ী রাজনৈতিক কাঠামো গড়তে পারিনি, যা জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করে। ফলে বর্তমান বাস্তবতায় কিছু মৌলিক ও সীমিত লক্ষ্য অর্জনই এখন প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে।

১২ ঘণ্টা আগে