নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও দায়-দরদের সমাজ গড়তে চান— মাহফুজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১০: ১৩

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দেশবাসীকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও ‘দায়-দরদের সমাজ’ গড়ে তোলার কাজে মনোনিবেশ করার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বছরের পরিকল্পনা ও জুলাইয়ের ছাত্র-জনতার সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

গত ১০ ডিসেম্বর সরকার থেকে পদত্যাগের পর নতুন কোনো রাজনৈতিক দলে যোগ না দিলেও এই বার্তার মাধ্যমে তিনি নিজের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানের একটি স্পষ্ট ইঙ্গিত দিলেন।

মাহফুজ আলম লেখেন, গত বছরের সব ভুল ও তিক্ততা শুধরে এ বছরে নতুন করে সম্পর্ক ও রাজনীতি গড়ে তোলার বছর। সরকারে থাকার কারণে জুলাইয়ের ছাত্র-জনতার জন্য কিছু কাজ করা সত্ত্বেও জুলাইয়ের পর ছাত্র-জনতার সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ হয়নি।

এ বছর সারা বাংলাদেশে ছাত্র-জনতার সঙ্গে মিশতে চাই। নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও দায়-দরদের সমাজ গড়ে তোলার কাজে মনোনিবেশ করতে চাই।

গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। তাদের পদত্যাগের পর রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়। গুঞ্জন ছিল—নির্বাচনী হিসাব-নিকাশ মেলাতে তারা বিএনপি বা গণঅধিকার পরিষদে যুক্ত হতে পারেন।

তবে সব জল্পনার অবসান ঘটিয়ে আসিফ মাহমুদ সম্প্রতি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন এবং দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। অন্যদিকে, মাহফুজ আলম এখনো কোনো রাজনৈতিক দলে যোগ দেননি; বরং স্বতন্ত্র অবস্থান থেকেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ার কাজ চালিয়ে যাচ্ছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকা ত্যাগ করেছেন জয়শঙ্কর

মাত্র কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে তিনি সাবেক এই প্রধানমন্ত্রীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ভারতের প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা পৌঁছে দেন।

১৫ ঘণ্টা আগে

ঢাকায় আতশবাজি-ফানুস-ডিজে পার্টি নিষিদ্ধ

নির্দেশনায় বলা হয়, শোক পালনকালীন ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না।

১৬ ঘণ্টা আগে

এনবিআরের ১৭ কমিশনারকে একযোগে বদলি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এবং নির্বাচন কমিশন সচিবালয়, বাংলাদেশ নির্বাচন কমিশন এর মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের দপ্তরসমূহে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ-কে নবসৃষ্ট দপ্তরসমূহে পদায়নসহ আন্তঃদপ্তর বদলির লক্ষ্যে পদায়ন/বদলির বিষয়ে সম্মতি জ্ঞাপনে

১৭ ঘণ্টা আগে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান মারা গেছেন

জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু তার মৃত্যুর খবর জানিয়েছেন। তিনি জানান, রাজধানীর গুলশনে নিজ বাসায় বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যু হয়। আগামীকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে সন্তোষে তাকে কবর

১৭ ঘণ্টা আগে