
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই জেলার তারাকান্দা থানার একটি হত্যা মামলার ৩ আসামি মুক্তি পেয়েছেন। এ ঘটনায় কর্তব্য অবহেলার অভিযোগে কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম। এ ছাড়া ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ভুল তথ্যে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই ৩ আসামিকে মুক্তি দেওয়ার ঘটনা ঘটে। এই তিন আসামি হলেন— তারাকান্দা থানার তারাটি গ্রামের হযরত আলীর ছেলে মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম।
এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে ঢাকা বিভাগ-২ এর ডিআইজি প্রিজন্স টিপু সুলতানকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, ‘হাজিরা পরোয়ানাকে জামিননামা ভেবে আসামিদের মুক্তি দেওয়া হয়েছে। মূলত এটি দায়িত্বরত কর্মকর্তার ভুল। ভালোভাবে হাজিরা পরোয়ানা পত্রটি পড়লে এ ঘটনা ঘটতো না।’
এ ঘটনায় কর্তব্য অবহেলার অভিযোগে কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে জানিয়ে তৌহিদুল ইসলাম আরও বলেন, ‘তদন্তে আরও কারো বিরুদ্ধে কর্তব্য অবহেলার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই জেলার তারাকান্দা থানার একটি হত্যা মামলার ৩ আসামি মুক্তি পেয়েছেন। এ ঘটনায় কর্তব্য অবহেলার অভিযোগে কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম। এ ছাড়া ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ভুল তথ্যে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই ৩ আসামিকে মুক্তি দেওয়ার ঘটনা ঘটে। এই তিন আসামি হলেন— তারাকান্দা থানার তারাটি গ্রামের হযরত আলীর ছেলে মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম।
এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে ঢাকা বিভাগ-২ এর ডিআইজি প্রিজন্স টিপু সুলতানকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, ‘হাজিরা পরোয়ানাকে জামিননামা ভেবে আসামিদের মুক্তি দেওয়া হয়েছে। মূলত এটি দায়িত্বরত কর্মকর্তার ভুল। ভালোভাবে হাজিরা পরোয়ানা পত্রটি পড়লে এ ঘটনা ঘটতো না।’
এ ঘটনায় কর্তব্য অবহেলার অভিযোগে কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে জানিয়ে তৌহিদুল ইসলাম আরও বলেন, ‘তদন্তে আরও কারো বিরুদ্ধে কর্তব্য অবহেলার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়িয়েছে। এনবিআর আজ বৃহস্পতিবার এক বিশেষ আদেশে জানায়, ব্যক্তি করদাতারা জরিমানা ছাড়াই আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন।
১০ ঘণ্টা আগে
ঝিনাইগাতীতেই নির্বাচন সামনে রেখে বুধবার (২৮ জানুয়ারি) উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের সংঘর্ষে জামায়াতের এক নেতা নিহত হয়েছেন। পরদিনই এ উপজেলার ইউএনওকে ওএসডি করা হলো।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৪০ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার।
১১ ঘণ্টা আগে
এ সময়, সাংবাদিক নীতিমালা সংশোধন ও ভোট পর্যবেক্ষণের পাস দেয়ার অনলাইন পদ্ধতি বাতিল করে তা সহজ করার আহ্বান জানান সাংবাদিক নেতারা।
১২ ঘণ্টা আগে