রাষ্ট্র মানে গ্রামীণ ব্যাংক চালানো না: ফরহাদ মজহার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাতীয় প্রেসক্লাবে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা ও নির্বাচন শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন ফরহাদ মজহার। ছবি: সংগৃহীত

গণ-অভ্যুত্থানের পর পতিত সরকারের সংবিধান ও আমলাতন্ত্র রেখে দেওয়ার সমালোচনা করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, বর্তমান সরকারের বৈধতা নিশ্চিত না করে রাষ্ট্র পরিচালনা এবং নির্বাচন আয়োজন করা উচিত নয়। তার মতে, ‘রাষ্ট্র মানে কিন্তু গ্রামীণ ব্যাংক চালানো নয়।’

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ নামে একটি প্ল্যাটফর্ম আয়োজিত 'ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা ও নির্বাচন' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে ফরহাদ মজহার বলেন, 'এই রাষ্ট্র থেকে মুক্ত না হলে নির্বাচন নিয়ে কথা বলাটা বাতুলতা মাত্র! এটার কোনো অর্থ নাই। আপনি নির্বাচনটা কেন করতে চাচ্ছেন—ড. ইউনূস, তখন এটা একটা প্রশ্নবোধক হয়ে দাঁড়ায়, একটা জিজ্ঞাসার প্রশ্ন হয়ে দাঁড়ায়। কারণ আপনি তো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছেন। আপনি গণঅভ্যুত্থানের মহানায়ক নন। আপনি গণঅভ্যুত্থানের কেউ নন।'

তিনি বলেন, 'আমি আবারও বলছি, এখানে ভুল বোঝার কোনো অপশন নাই। তিনি গণঅভ্যুত্থানের কেউ নন। এখানে যারা বসে আছে, তারা অনেকে সরাসরি গণঅভ্যুত্থানের রাস্তায় বুলেটের সামনে বুক পেতে দিয়েছে। আমরা বছরের পর বছর নির্যাতিত হয়েছি, আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি, আমরা ঘরবন্দি থেকেছি, আমাদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছে।'

'ড. ইউনূসকে আমরা গ্রহণ করেছি, আমাদের আশা ছিল যে আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষেত্রে আমাদের দুর্বল রাষ্ট্রের যে দুর্বলতা, সেই দুর্বলতাগুলোকে আমরা মোকাবিলা করতে পারবো তার ভালোবাসা যদি পাই, তার আন্তরিকতা যদি পাই, তিনি যদি আমাদের মনের কথা বোঝেন। তিনি যদি গণঅভ্যুত্থানের অভিপ্রায়টুকু বোঝেন। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, তিনি এটা বোঝেন নাই। তিনি যে জায়গায় গেছেন, বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক জায়গায় তিনি নিয়ে যাচ্ছেন,' যোগ করেন তিনি।

প্রধান উপদেষ্টার সমালোচনা করে ফরহাদ মজহার আরও বলেন, 'প্রথম তিনি ভুল করেছেন, তিনি এসেই বাচ্চা বাচ্চা ছেলে, তরুণ ছাত্রদেরকে ধরে নিয়ে এসে বললেন যে, ওরা হলো মাস্টারমাইন্ড। আমি থতমত খেয়ে গেছি, কী করে? আমরা দার্শনিকরা বলি পলিটিক্যাল সাবজেক্ট; তার সত্যিকারের যে রাজনৈতিক নেতৃত্ব কর্তাসত্তা, গণঅভ্যুত্থানের কর্তাসত্তা হচ্ছে জনগণ কোনো ব্যক্তি নয়। আমরা যারা এই আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত ছিলাম, আমরা দেখেছি সেখানে শিবির ছিল, সেখানে সেকুলার লোকজন ছিল, বামপন্থীরা ছিল। এমনকি যে তরুণ বহু ছাত্র, যাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলছেন, তারাও ছিল। সবাই মিলে এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। সেই নেতৃত্ব দেওয়ার পেছনে প্রধান যে শর্ত ছিল, ফ্যাসিস্ট সরকার ও ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করা এবং নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়া শুরু করা। এটা ছিল আমাদের অভিপ্রায় এই অভিপ্রায়কে বুকে ধারণ করে সাঈদ শহীদ হয়েছেন, মুগ্ধ শহীদ হয়েছেন, আরও হাজারের অধিক আমাদের সন্তানেরা শহীদ হয়েছেন এবং বহু সন্তান এখন পর্যন্ত পঙ্গু হাসপাতালে, তার অনেকেরই জীবন ধ্বংস হয়ে গেছে।'

প্রধান উপদেষ্টা কীসের ভিত্তিতে নির্বাচনের কথা শুরু করলেন—প্রশ্ন তুলে তিনি বলেন, 'আমি প্রথম থেকে বলে এসেছি বাংলাদেশের রাজনৈতিক দল বলে কিছু নাই। প্রমাণ করুন রাজনৈতিক দল বলে কিছু আছে। রাজনৈতিক দল মানে যারা জনগণের সেবা করে, রাষ্ট্রকে-জাতিকে যারা পথ দেখায়, নতুন কথা বলে। এখানে আছে যেটাকে আমরা বলি কী? লুটেরা-মাফিয়া শ্রেণি। দুর্বৃত্ত, দুর্নীতিবাজ, লুটপাট যারা করেছে তাদের প্রতিনিধি ডাকাত দলকে আপনি রাজনৈতিক দল বলছেন। বারবার বলেছি আপনাকে আমরা এটা এবং তাদের সঙ্গে আপনি কথা বলতে বসেছেন।'

'আপনি কোনো জনগণের সঙ্গে কথা বলতে বলেননি। আপনাকে আমরা দেখিনি আপনি কোনো জেলায় গিয়ে এত বড় গণঅভ্যুত্থানের পরে সাধারণ মানুষকে উদ্দেশ্য করে কোনো কথা বলেছেন। তাদের স্বার্থের পক্ষে আপনি কোনো কথা বলেছেন।'

এ সময় তিনি জাতীয় ঐকমত্য কমিশন, বিদ্যমান সংবিধান অক্ষুণ্ন রেখে উপদেষ্টা সরকার গঠন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, অবৈধ সরকার বলার মানে এই নয় যে, আপনাকে আমরা চাই না। এটা মানে হচ্ছে আপনার প্রথম কাজ আপনার নিজের বৈধতা নিশ্চিত করা...সংবিধানের কোথায় উপদেষ্টা সরকারে কথা আছে? আপনার বৈধতার একটাই পথ আছে, সেটা গণঅভ্যুত্থান। গণঅভ্যুত্থান সংবিধান মেনে ঘটে না...আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি আপনার যেন মতি হয়, রাজনীতি কাকে বলে, সেটা যেন আপনি বোঝেন...আমি পরিষ্কার বলতে চাই, রাষ্ট্র মানে কিন্তু গ্রামীণ ব্যাংক চালানো না।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একমাত্র সমাধান প্রত্যাবাসন, রোহিঙ্গা সংকট নিরসনে ৭ প্রস্তাব প্রধান উপদেষ্টার

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং সমাধানও সেখানেই নিহিত বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সাত দফা প্রস্তবের মধ্যেও তিনি রাখাইন রাজ্যে স্থিতিশীলতা নিশ্চিত করে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য একটি বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।

১৩ ঘণ্টা আগে

শিল্প-সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠানকে রাজনীতির বাইরে রাখতে হবে: মাহফুজ

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে যারা শিল্প, সংস্কৃতি ও চলচ্চিত্র বিষয়ে আগ্রহী, তাঁদের নিয়ে শিগগিরই বিসিটিআইয়ে সমন্বিত প্রশিক্ষণ কোর্স চালু করা হবে। এ উদ্যোগ দ্রুত বাস্তবায়নের জন্য তিনি কর্তৃপক্ষকে আহ্বান জানান।

১৭ ঘণ্টা আগে

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সম্মেলন যোগ দিলেন প্রধান উপদেষ্টা

এর আগে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপো গ্রান্ডি, অস্ট্রেলিয়ার সাবেক ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বর্তমানে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ ও ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেলের সঙ্গে সোমবার পৃথক বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

১৭ ঘণ্টা আগে

সাবেক এমপি মুকুল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম মামলার অভিযোগে বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৯২ লাখ ৩৪ হাজার ৫৩১ টাকার সম্পদ অর্জন করেছেন।

১৮ ঘণ্টা আগে