'১৫ টাকা দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার'

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৫: ২২

আগামী আগস্ট থেকে শুরু হবে খাদ্যবান্ধব কর্মসূচি। প্রতি পরিবারকে ১৫ টাকা দরে ৩০ কেজি চাল দেওয়া হবে। এভাবে মোট ৫৫ লাখ পরিবারকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সহায়তা করা হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ (এফপিএমসি) কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

খাদ্য উপদেষ্টা জানান, এবার খাদ্যবান্ধব কর্মসূচির মেয়াদ ছয় মাস। আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চার মাস এটি চলবে। ডিসেম্বর ও জানুয়ারি স্থগিত থাকবে, এরপর ফেব্রুয়ারি ও মার্চ দুই মাস আবার কার্যক্রম চলবে।

তিনি আরও বলেন, বর্তমান খাদ্য মজুত সন্তোষজনক। তবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য বন্যার কথা মাথায় রেখে সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে চার লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে। পাশাপাশি বেসরকারি পর্যায়ে আরও পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানির বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সভায় খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভাপতি ড. সালেহউদ্দিন আহমেদ, অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বুধবার কিছুটা কমবে বৃষ্টি

সংস্থাটি বলছে, দিনের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তাড়াশে ১৪৫ মিলিমিটার। এ ছাড়া বগুড়া, রাজশাহী, মাদারীপুর ও যশোরেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। ঢাকায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৪১ মিলিমিটার।

১২ ঘণ্টা আগে

৩ মাসের মধ্যে উপজেলা নির্বাচন চেয়ে নোটিশ

সরকারি উন্নয়নের সঙ্গে উপজেলা চেয়ারম্যান ওতপ্রোতভাবে জড়িত। তাই তাদের অনুপস্থিতিতে দেশের স্থানীয় জনগণ সমস্যার সম্মুখীন হচ্ছে। এসব পদ ১১ মাস ধরে খালি রয়েছে। অথচ পদ খালি হওয়ার ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে বাধ্য।

১২ ঘণ্টা আগে

বিএসবির খায়রুল বাশারকে আদালতে কিল-ঘুষি, ডিম নিক্ষেপ

সিএমএম আদালতের গেটে পৌঁছা মাত্রই তার ওপর ডিম নিক্ষেপ শুরু হয়। পরে তাকে দ্রুত সিএমএম আদালতের তৃতীয় তলায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালতে নেওয়া হয়। পথে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা ভুক্তভোগীরা তাকে কিল, ঘুষি ও লাথি মারেন। আদালতকক্ষে ঢোকার সময়ও তার ওপর হামলা চালানো হয়, অকথ্য ভাষায়

১৩ ঘণ্টা আগে

সমাবেশ সফল করতে জামায়াতের গুরুত্বপূর্ণ ৫ সিদ্ধান্ত

সভায় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ সাহাবুদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন, ইসলামিক দাওয়াহ সার্কেল মালয়েশিয়ার সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ মানসুর, মহানগর পর্যায়ের নেতৃব

১৩ ঘণ্টা আগে