ডাকসু প্রার্থীকে ধর্ষণের হুমকি: তদন্তে ৩ সদস্যের কমিটি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২২: ১৪
ঢাকা বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থী বি এম ফাহমিদা আলমকে দলবেঁধে ধর্ষণ করার হুমকির ঘটনার সত্যতা নিশ্চিত করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।

আহ্বায়ক হিসেবে কমিটির দায়িত্বে রাখা হয়েছে ঢাবির সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সারকে। কমিটির বাকি দুই সদস্য হলেন— সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূইয়া ও মো. রেজাউল করিম সোহাগ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৮ আগস্ট আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিতত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে বি এম ফাহমিদা আলম হাইকোর্টে রিট করেছিলেন। ফাহমিদা নিজেও এই নির্বাচনে ‘অপরাজেয় ৭১ অদম্য ২৪’ প্যানেলের প্রার্থী।

ওই রিটের শুনানি নিয়ে সোমবার হাইকোর্ট ডাকসু নির্বাচনে দুই মাসের স্থগিতাদেশ দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঘণ্টাখানেক পরই অবশ্য চেম্বার আদালত সে আদেশ স্থগিত করেন। পরে মঙ্গলবার চেম্বার জজ জানান, বুধবার আপিল বিভাগের ফুলকোর্ট তথা প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চে এ নিয়ে শুনানি হবে।

সোমবার ডাকসু নির্বাচন নিয়ে উচ্চ আদালতের আদেশের পর রিটকারী ফাহমিদাকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করে হুমকি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ সেশন ও শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী আলী হুসেন।

এ ঘটনায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদ ও ‘অপরাজেয় ৭১ অদম্য ২৪’ প্যানেলের ভিপি প্রার্থী মো. নাইম হাসান প্রশাসনিক ব্যবস্থা নিতে প্রক্টর বরাবর লিখিত আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঘটনার সত্যতা উদ্‌ঘাটনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিন সদস্যের এই সত্যানুসন্ধান তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ!

এই কঠোর কর্মসূচির প্রভাবে সারা দেশের প্রায় ৬৫ হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। শিক্ষকরা ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের অবস্থান কর্মসূচিও অব্যাহত থাকবে।

৫ ঘণ্টা আগে

১৫ জেলায় নতুন ডিসি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রশাসনিক ধারাবাহিকতা ও মাঠপর্যায়ে কার্যক্রম ত্বরান্বিত করতে এই বদলি ও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৬ ঘণ্টা আগে

বিএনপির সঙ্গে কাজ করার আশ্বাস চব্বিশের শহীদ পরিবারের

শনিবার সন্ধ্যায় (৮ নভেম্বর) এসব পরিবারের সদস্যরা রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এসে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করে এমন আশ্বাস দেন।

১৬ ঘণ্টা আগে

ইসির ২৩ কর্মকর্তাকে বদলি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২১ নির্বাচন কর্মকর্তা ও দুজন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় বদলি করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

১৭ ঘণ্টা আগে