
ডেস্ক, রাজনীতি ডটকম

তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও সিরিয়াবিষয়ক বিশেষ দূত টম ব্যারাক জানিয়েছেন, সিরিয়া ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সুয়েইদা প্রদেশে গত কয়েকদিন ধরে ইসরায়েলের বিমান হামলা ও সেখানে সাম্প্রদায়িক সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হলো প্রতিবেশী এই দুই দেশ।
আজ শনিবার (১৯ জুলাই) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে টম ব্যারাক বলেন, ওয়াশিংটনের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া ও ইসরায়েল।
এই অগ্রগতিকে স্বাগত জানিয়েছে তুরস্ক, জর্ডান ও সিরিয়ার প্রতিবেশী দেশগুলো।
পোস্টে ব্যারাক বলেন, ‘আমরা দ্রুজ, বেদুইন ও সুন্নি সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা অস্ত্র নামিয়ে রাখুন এবং অন্যান্য সংখ্যালঘুদের সাথে মিলে শান্তি ও সম্প্রীতির একটি নতুন এবং ঐক্যবদ্ধ সিরিয়া গড়ে তুলুন।’
এদিকে, যুদ্ধবিরতি নিয়ে সিরিয়া বা ইসরায়েলি কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গতকাল শুক্রবার (১৮ জুলাই) নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের এক কর্মকর্তা জানান, দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সুয়েইদা অঞ্চলে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে সীমিত আকারে প্রবেশ করতে দিতে সম্মত হয়েছে ইসরায়েল।
গত রোববার থেকে সুয়েইদা প্রদেশে দ্রুজ মিলিশিয়া ও বেদুইন উপজাতিদের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কয়েকশ মানুষ নিহত হয়েছেন।
মঙ্গলবার ওই অঞ্চলে সরকারি সেনা মোতায়েন করার পর সংঘাতের মাত্রা বেড়ে যায়। এক পর্যায়ে দ্রুজদের সুরক্ষা দেয়ার অজুহাতে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর সিরিয়ার সরকারি বাহিনীর ওপর বিমান হামলা চালায় ইসরায়েল। পাশাপাশি, দামেস্কেও সামরিক বাহিনীর সদর দপ্তরসহ অন্যান্য সরকারি স্থাপনায় সতর্কতামূলক হামলা চালায় দেশটি।

তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও সিরিয়াবিষয়ক বিশেষ দূত টম ব্যারাক জানিয়েছেন, সিরিয়া ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সুয়েইদা প্রদেশে গত কয়েকদিন ধরে ইসরায়েলের বিমান হামলা ও সেখানে সাম্প্রদায়িক সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হলো প্রতিবেশী এই দুই দেশ।
আজ শনিবার (১৯ জুলাই) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে টম ব্যারাক বলেন, ওয়াশিংটনের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া ও ইসরায়েল।
এই অগ্রগতিকে স্বাগত জানিয়েছে তুরস্ক, জর্ডান ও সিরিয়ার প্রতিবেশী দেশগুলো।
পোস্টে ব্যারাক বলেন, ‘আমরা দ্রুজ, বেদুইন ও সুন্নি সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা অস্ত্র নামিয়ে রাখুন এবং অন্যান্য সংখ্যালঘুদের সাথে মিলে শান্তি ও সম্প্রীতির একটি নতুন এবং ঐক্যবদ্ধ সিরিয়া গড়ে তুলুন।’
এদিকে, যুদ্ধবিরতি নিয়ে সিরিয়া বা ইসরায়েলি কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গতকাল শুক্রবার (১৮ জুলাই) নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের এক কর্মকর্তা জানান, দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সুয়েইদা অঞ্চলে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে সীমিত আকারে প্রবেশ করতে দিতে সম্মত হয়েছে ইসরায়েল।
গত রোববার থেকে সুয়েইদা প্রদেশে দ্রুজ মিলিশিয়া ও বেদুইন উপজাতিদের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কয়েকশ মানুষ নিহত হয়েছেন।
মঙ্গলবার ওই অঞ্চলে সরকারি সেনা মোতায়েন করার পর সংঘাতের মাত্রা বেড়ে যায়। এক পর্যায়ে দ্রুজদের সুরক্ষা দেয়ার অজুহাতে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর সিরিয়ার সরকারি বাহিনীর ওপর বিমান হামলা চালায় ইসরায়েল। পাশাপাশি, দামেস্কেও সামরিক বাহিনীর সদর দপ্তরসহ অন্যান্য সরকারি স্থাপনায় সতর্কতামূলক হামলা চালায় দেশটি।

বস্তিবাসীর দাবি, পুড়ে ছাই হওয়া ঘরের সংখ্যা দেড় হাজারের বেশি। এর অর্থ, অন্তত দেড় হাজার পরিবার নিঃস্ব হয়েছে এ আগুনে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা হাজার দশেক। বুধবার সকালে বিধ্বস্ত জনপদে পরিণত কড়াইল বস্তির বাতাস তাদের হাহাকারে ভারী হয়ে উঠেছিল।
১৩ ঘণ্টা আগে
ডেনমার্কের মালিকানাধীন এপিএম টার্মিনালস ও সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলগ এসএ-এর সঙ্গে লালদিয়া ও পানগাঁও চুক্তির বিষয় উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সার্বিক অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বন্দরসহ বিভিন্ন খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে যে কোনো উদ্যোগ সাধুবাদ-যোগ
১৩ ঘণ্টা আগে
বুধবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার থেকে জনৈকা অতন্দ্রানু রিপা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও বক্তব্য প্রচার করছেন এবং তার চরিত্রহননের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। সরকার বিষয়টির দিকে গভীরভা
১৪ ঘণ্টা আগে
এই না মানার পেছনে যুক্তি দিয়ে তিনি বলেছেন, ওই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের জন্য। তাই সেখানে অন্য কোনো বিচার হতে পারে না’ ফজলুর রহমান এমন মন্তব্য করেছেন বলে ট্রাইব্যুনালে দেওয়া অভিযোগে বলা হয়েছে।
১৫ ঘণ্টা আগে