রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন সফল করার আহ্বান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি বৃহস্পতিবার যমুনায় দেখা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

রোহিঙ্গা সংকট ইস্যুতে অনুষ্ঠেয় আসন্ন আন্তর্জাতিক সম্মেলনকে বড় পরিসরে সফল করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, আসুন, আমরা একে বড় পরিসরে সফল করে তুলি এবং রোহিঙ্গা সমস্যার সমাধান করি। আশা করি এর থেকে বাস্তব কিছু বেরিয়ে আসবে। ভবিষ্যতের দিকে একটা রাস্তা তৈরি করতে হবে। তাদের (রোহিঙ্গা জনগোষ্ঠী) ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এ বছরের শেষের দিকে জাতিসংঘের আহ্বানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনের প্রতি তার সমর্থনের কথা তুলে ধরেন। রোহিঙ্গা সংকটের কথা তুলে ধরে গ্র্যান্ডি বলেন, আসুন, আমরা এই সমস্যাটি আলোচনায় রাখি। জাতিসংঘ সম্মেলন আলোচনার টেবিলে ফিরিয়ে আনার একটি দুর্দান্ত উপায়।

রাখাইনে বিভিন্ন গোষ্ঠীর আস্থা তৈরির জন্য একটি অতি প্রয়োজনীয় প্ল্যাটফর্ম প্রস্তুত করা উচিত মন্তব্য করে ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, মধ্য মার্চে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর এ ইস্যুতে নতুন গতি সঞ্চার করবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির নতুন দিকনির্দেশনা নিয়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে বৈঠকে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে বসবাসরত ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য আরও আর্থিক সহায়তা সংগ্রহের উপায় খোঁজার ওপর জোর দেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের হাইকমিশনার। রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে মিয়ানমার বাহিনীর চলমান লড়াই নিয়েও কথা বলেন।

আলোচনায় উঠে আসে বর্তমান রাখাইনের বিবদমান দুপক্ষের সংঘাতে মানবিক পরিস্থিতি নিয়ে। তারা বলেন, পশ্চিম মিয়ানমার রাষ্ট্রের জনগণকে মানবিক সহায়তা দেওয়ার জন্য লড়াইয়ে বিরতি প্রয়োজন। এর ফলে রোহিঙ্গাদের রাখাইনে টেকসই প্রত্যাবাসনের নতুন সুযোগ তৈরি হবে।

ইউএনএইচসিআরের প্রধান শরণার্থী ক্যাম্পে বেড়ে ওঠা রোহিঙ্গা শিশুদের জন্য সর্বজনীন শিক্ষা প্রদানে প্রচেষ্টা জোরদার করা এবং শরণার্থীদের আরও টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণের সুযোগ দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানও উপস্থিত ছিলেন। তিনি জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলনের সমর্থনে বাংলাদেশের উদ্যোগ এবং রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরির বিষয়ে গ্র্যান্ডিকে অবহিত করেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মোহাম্মদপুরের ছিনতাই চক্রের প্রধান ‘ভাগনে বিল্লাল’ গ্রেপ্তার

বিল্লালের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় সাতটি গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অপরাধের ছয়টি মামলা রয়েছে।

১ ঘণ্টা আগে

এখনও কি ফোনে আড়ি পাতছে সরকার?

২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের আগে আড়িপাতার সরঞ্জাম কেনার প্রবণতা বেড়ে গিয়েছিল, যা থেকে বোঝা যায় ভিন্নমত দমনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতেই এসব নজরদারি প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।

২ ঘণ্টা আগে

জুলাইয়ে সড়কে ঝরেছে ৫৩ শিশুসহ ৪১৮ প্রাণ

দুর্ঘটনার সময় বিশ্লেষণে দেখা যায়, দুর্ঘটনাসমূহ ঘটেছে ভোরে ৪ দশমিক ৯৬ শতাংশ, সকালে ২৯ দশমিক ৫৭ শতাংশ, দুপুরে ২১ দশমিক ৮৯ শতাংশ, বিকালে ১৭ দশমিক ১৫ শতাংশ, সন্ধ্যায় ১১ দশমিক ০৬ শতাংশ এবং রাতে ১৫ দশমিক ৩৪ শতাংশ।

২ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র থেকে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে ইউক্রেন

ট্রাম্পের সঙ্গে সোমবারের এ বৈঠককে এখন পর্যন্ত ‘সেরা বৈঠক’ মন্তব্য করে জেলেনস্কি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র শুধু সমন্বয়ই করবে না, নিরাপত্তা নিশ্চয়তার অংশীদারও হবে- স্পষ্ট এমন ইঙ্গিত দিচ্ছে। এটি বড় একটি অগ্রগতি বলে আমি মনে করি।’

২ ঘণ্টা আগে