ট্রান্সফরমার বিস্ফোরণ: দগ্ধ হয়ে ছেলের মৃত্যু, বাবা-মা আশঙ্কাজনক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১৪: ২৮
প্রতীকী ছবি সংগৃহীত

রাজধানীর গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনায় মেজবাহ উদ্দিন (২৮) নামের একজন মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল।

দগ্ধ বাকি দুজন, মোসলেম উদ্দিন (৬৫) এবং তার স্ত্রী সালমা বেগম (৫০), আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ঘটেছে এই দুর্ঘটনা।

নিহত মেজবাহ উদ্দিন দগ্ধ মোসলেম উদ্দিন-সালমা বেগমের ছেলে।

স্বজনরা জানিয়েছেন, তারা বাসাটির দ্বিতীয় তলায় থাকেন। বাসার পাশে অবস্থিত ট্রান্সফরমারে মাঝরাতে বিস্ফোরণ ঘটে। সেখান থেকে লেগে থাকা আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তিনজনই দগ্ধ হন। ভোরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।

বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার জানিয়েছেন, মোসলেম উদ্দিনের শরীরের ৯০ শতাংশ, সালমা বেগমের ৫৫ শতাংশ এবং মেজবাহ উদ্দিনের পুরো ১০০ শতাংশই পুড়ে গেছে। এ ছাড়া তাদের শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আজ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

পরে তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) যাবেন। সেখানে গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সহমর্মিতা জানাবেন।

৩ ঘণ্টা আগে

হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল শাহবাগ, রাতভর অবস্থানের ঘোষণা

শুক্রবার রাত সাড়ে ৮টার পর সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ের চারদিকেই বিক্ষোভকারীদের অবস্থান। এতে শাহবাগ দিয়ে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। তবে আশপাশের কয়েকটি সড়কে সীমিত আকারে যান চলাচল করতে দেখা গেছে।

১৬ ঘণ্টা আগে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনের লাগা আগুন নিয়ন্ত্রণে

শুক্রবার (২৬ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে ৬টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের সংবাদও পাওয়া যায়নি।

১৭ ঘণ্টা আগে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

আগুন নিয়ন্ত্রণে আনতে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ৯টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে আগুনের খবর পেয়ে ৫টা ৩৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।

১৮ ঘণ্টা আগে