৩ মন্ত্রণালয়কে জরুরি নির্দেশনা

ডেস্ক, রাজনীতি ডটকম

ভোগান্তি কমাতে বিদ্যুৎ, সড়ক ও রেলপথে গ্রাহক বা যাত্রীসেবা বিঘ্নিত হলে তাৎক্ষণিকভাবে তা টেলিভিশন স্ক্রলের মাধ্যমে জানাতে হবে বলে নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দায়িত্বে থাকা উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এ সব ঘটনায় আজ রবিবার এসংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে উপদেষ্টার পক্ষ থেকে।

ওই নির্দেশনায় দাবি করা হয়েছে, ব্ল্যাক আউট এবং মেট্রো চলাচল সাময়িক বন্ধের বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবেরা কিংবা সংস্থার প্রধানেরা উপদেষ্টাকে জানাননি। তিনি এসব বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জানতে পারেন।

উপদেষ্টার দপ্তর থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, এখন থেকে যেকোনো ধরনের গ্রাহক ও যাত্রীসেবা বিঘ্নের ঘটনা টেলিভিশনে স্ক্রলের মাধ্যমে অনতিবিলম্বে জানাতে হবে।

গ্রাহক ও যাত্রীসেবা আবার চালু হলে, সেটাও জানিয়ে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করতে হবে। নির্দেশনায় আরো বলা হয়েছে, ‘মনে রাখতে হবে, গ্রাহক ও যাত্রীসেবা আমাদের দয়া নয় বরং দায়।’

মেট্রোরেল ও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় উপদেষ্টা ফাওজুল কবির খান তীব্র প্রকাশ করেছেন বলে সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তিনি কৈফিয়ত চেয়েছেন, কেন এই সেবা বিঘ্নিত হওয়ার বিষয়টি যাত্রীদের জানানো হয়নি এবং কেন দুঃখপ্রকাশ করা হয়নি।

ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতেই নির্দেশনা দেওয়া হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, আজ রাষ্ট্রপতির সঙ্গে ইসি'র সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১৩ কোটি নাগরিক তাদের ভোট দেবেন। নির্বাচন কমিশনের সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী, নিবন্ধিত মোট ভোটার সংখ্যা হলো ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

৪ ঘণ্টা আগে

আজ পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ ও আসিফ

মাহফুজ আলম সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। অন্যদিকে আসিফ মাহমুদ রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে। ফলে দুই উপদেষ্টার পদত্যাগে সরকারের তিনটি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ ফাঁকা হবে।

৫ ঘণ্টা আগে

কিশোর-কিশোরীদের ফেসবুক-ইনস্টাগ্রামে নিষেধাজ্ঞা কার্যকর অস্ট্রেলিয়ায়

অস্ট্রেলিয়ায় কিশোর-কিশোরীদের জন্য নিষিদ্ধ প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে— ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, থ্রেডস, টিকটক, এক্স, ইউটিউব, রেডিট, কিক ও টুইচ। তবে ইউটিউব কিডস, গুগল ক্লাসরুম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে কোনো বাধা নেই। আরও কোনো প্ল্যাটফর্ম নিষেধাজ্ঞার আওতায় আসবে কি না— তা পর্যালোচনার মধ্যেই থা

১৪ ঘণ্টা আগে

তফসিলের পর বেআইনিভাবে সভা-সমাবেশ করলে ব্যবস্থা

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনী তফসিল ঘোষণার পর সশস্ত্র বাহিনীসহ দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল বাহিনী নির্বাচনী পরিবেশ যাতে নিশ্চিত হয় সে লক্ষ্যে কাজ করবে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য বাহিনীর প্রায় নয় লাখ সদস্য নিয়োজিত থাকবে, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। সুষ্ঠু নির্

১৬ ঘণ্টা আগে