'মোটিফ পোড়ানোয় জড়িতরা শোভাযাত্রার আগেই গ্রেপ্তার হবে'

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৬: ১৫
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ফ্যাসিবাদের মোটিফ পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরুর আগেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী।

রবিবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনা বটমূলে ‘পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির নিরাপত্তা পরিকল্পনা ও মহড়া’ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।

এ সময় ডিএমপি কমিশনার বলেন, বর্ষবরণের আয়োজনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। চারুকলায় নির্মিত মোটিফে আগুন দেওয়ার ঘটনায় জড়িত দুর্বৃত্তকে চিহ্নিত করা হয়েছে। আগামীকাল আনন্দ শোভাযাত্রার আগেই আপনারা সুসংবাদ পাবেন বলে আশা করছি।

ডিএমপি কমিশনার আরও বলেন, পহেলা বৈশাখ ঘিরে ডিএমপির ১৮ হাজার ফোর্স কাজ করবে। পাশাপাশি র‌্যাব, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও সিসিটিসি কাজ করছে।

চারুকলায় নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি প্রসঙ্গে তিনি বলেন, আমরা পুরো বিষয়টা তদন্ত করছি। মামলা চলমান। তাই এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না। আসামি গ্রেপ্তারের পর বিস্তারিত বলব।

এ সময় তিনি আনন্দ শোভাযাত্রায় ব্যবহৃত রুট ও কোন কোন স্থান থেকে আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে সেসব বিষয় তুলে ধরেন।

এ ছাড়াও কোন সড়ক ব্যবহার করে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হবে সে বিষয়টিও উল্লেখ করেন তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তিন উপদেষ্টার কাছে হত্যার বিচার চাইলেন হাদির স্ত্রী

তিনি লিখেছেন, ওসমান হাদির হত্যাকাণ্ড পুরো পরিবারকে ছারখার করে দিয়েছে। এক সংক্ষিপ্ত জীবনে সে যেন খুব তাড়াহুড়া করে অনেক কিছু অর্জন করে ফেলেছে। কিন্তু তা সত্ত্বেও কেন জানি মনে হলো হত্যাকারী জানে না সে আসলে ওসমান হাদিকে শারীরিকভাবে হত্যা করলেও তাকে শেষ করে দিতে পারেনি। রাবেয়ার দৃঢ়তা, মায়ের দোয়া, ছোট ছেল

৬ ঘণ্টা আগে

বাড়ল ট্রেনের ভাড়া

এ ছাড়া ঢাকা-কক্সবাজার রুটে চলাচলরত কক্সবাজার ও পর্যটক এক্সপ্রেস ট্রেনের স্নিগ্ধা আসনের ভাড়া এক হাজার ৩২২ টাকা থেকে বেড়ে হয়েছে এক হাজার ৪৪৯ টাকা। এসি বার্থের ভাড়া ২ হাজার ৪৩০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৫৬ টাকায়। এ রুটে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে।

৭ ঘণ্টা আগে

রিমান্ড শেষে সাংবাদিক আনিস আলমগীর কারাগারে

মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদনের প্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত নেন। এর আগে গত ১৫ ডিসেম্বর আদালত এই মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

৭ ঘণ্টা আগে

সংসদ নির্বাচনের তফশিলে আংশিক সংশোধন

সংশোধিত সূচি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে প্রার্থীদের আপিল করার সময় দুই দিন কমিয়ে ৫ থেকে ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। তবে আপিল নিষ্পত্তির সময় দুই দিন বাড়িয়ে ১০ থেকে ১৮ জানুয়ারি করা হয়েছে।

৭ ঘণ্টা আগে