'মোটিফ পোড়ানোয় জড়িতরা শোভাযাত্রার আগেই গ্রেপ্তার হবে'

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৬: ১৫
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ফ্যাসিবাদের মোটিফ পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরুর আগেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী।

রবিবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনা বটমূলে ‘পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির নিরাপত্তা পরিকল্পনা ও মহড়া’ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।

এ সময় ডিএমপি কমিশনার বলেন, বর্ষবরণের আয়োজনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। চারুকলায় নির্মিত মোটিফে আগুন দেওয়ার ঘটনায় জড়িত দুর্বৃত্তকে চিহ্নিত করা হয়েছে। আগামীকাল আনন্দ শোভাযাত্রার আগেই আপনারা সুসংবাদ পাবেন বলে আশা করছি।

ডিএমপি কমিশনার আরও বলেন, পহেলা বৈশাখ ঘিরে ডিএমপির ১৮ হাজার ফোর্স কাজ করবে। পাশাপাশি র‌্যাব, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও সিসিটিসি কাজ করছে।

চারুকলায় নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি প্রসঙ্গে তিনি বলেন, আমরা পুরো বিষয়টা তদন্ত করছি। মামলা চলমান। তাই এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না। আসামি গ্রেপ্তারের পর বিস্তারিত বলব।

এ সময় তিনি আনন্দ শোভাযাত্রায় ব্যবহৃত রুট ও কোন কোন স্থান থেকে আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে সেসব বিষয় তুলে ধরেন।

এ ছাড়াও কোন সড়ক ব্যবহার করে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হবে সে বিষয়টিও উল্লেখ করেন তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আবু সাঈদ হত্যা মামলায় যুক্তিতর্ক শুরু ২০ জানুয়ারি

এদিন সকালে এ মামলায় জবানবন্দি দেয়া তদন্ত কর্মকর্তা রুহুল আমিনকে পুনঃপরীক্ষা করেন প্রসিকিউশন। পরে তাকে জেরা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলামের আইনজীবী আমিনুল গণি টিটো। তবে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সকালে তারিখ নির্ধারণ করেননি ট্রাইব্যুনাল।

১৫ ঘণ্টা আগে

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

বাংলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, শিক্ষা প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড়ে একযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে।

১৬ ঘণ্টা আগে

গণভোটে যারা ‘না’ বলবে, তাদের ঠিকানা বাংলাদেশে হবে না: সাদিক কায়েম

যারা এই গণভোটে ‘না’ ভোটের পক্ষে থাকবে তাদের ফ্যাসিস্টের দোসর বলে আখ্যা দিয়েছেন তিনি। বলেছেন, গণভোটকে যারা ‘না’ বলবে, তাদের ঠিকানা এই বাংলাদেশে হবে না।

১৬ ঘণ্টা আগে

অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করা হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, নির্বাচনের সময় অনেক রকমের চেষ্টা হতে পারে। হুট করে যেন কেউ হাজির হতে না পারে এছাড়া নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ রাখা হয়েছে।

১৬ ঘণ্টা আগে