'মোটিফ পোড়ানোয় জড়িতরা শোভাযাত্রার আগেই গ্রেপ্তার হবে'

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৬: ১৪
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ফ্যাসিবাদের মোটিফ পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরুর আগেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী।

রবিবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনা বটমূলে ‘পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির নিরাপত্তা পরিকল্পনা ও মহড়া’ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।

এ সময় ডিএমপি কমিশনার বলেন, বর্ষবরণের আয়োজনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। চারুকলায় নির্মিত মোটিফে আগুন দেওয়ার ঘটনায় জড়িত দুর্বৃত্তকে চিহ্নিত করা হয়েছে। আগামীকাল আনন্দ শোভাযাত্রার আগেই আপনারা সুসংবাদ পাবেন বলে আশা করছি।

ডিএমপি কমিশনার আরও বলেন, পহেলা বৈশাখ ঘিরে ডিএমপির ১৮ হাজার ফোর্স কাজ করবে। পাশাপাশি র‌্যাব, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও সিসিটিসি কাজ করছে।

চারুকলায় নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি প্রসঙ্গে তিনি বলেন, আমরা পুরো বিষয়টা তদন্ত করছি। মামলা চলমান। তাই এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না। আসামি গ্রেপ্তারের পর বিস্তারিত বলব।

এ সময় তিনি আনন্দ শোভাযাত্রায় ব্যবহৃত রুট ও কোন কোন স্থান থেকে আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে সেসব বিষয় তুলে ধরেন।

এ ছাড়াও কোন সড়ক ব্যবহার করে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হবে সে বিষয়টিও উল্লেখ করেন তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আড়াইশর আগেই অলআউট বাংলাদেশ

তামিম দ্রুত ফেরার পর দলের হাল ধরেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্ত। এই দুজনের সাবলীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় টাইগাররা। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি শান্ত। ১২তম ওভারে চারিথ আসালঙ্কাকে উড়িয়ে মারতে গিয়ে কাউ কর্ণারে ধরা পড়েন তিনি। ১৯ বলে ১৪ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার।

১১ ঘণ্টা আগে

ডেঙ্গুতে নিয়ে আরও ২৯৪ জন হাসপাতালে ভর্তি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন, ঢাকা উত্তর সিটিতে ৩১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৮ জন এবং রাজশাহী বিভাগে ৩৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

১১ ঘণ্টা আগে

সন্ত্রাস সংক্রান্ত তদন্তে মালয়েশিয়াকে সহযোগিতা করবে বাংলাদেশ

গত শুক্রবার মালয়েশিয়ার সরকার জানিয়েছে, দেশটির পুলিশ ২৫ থেকে ৩৫ বছর বয়সী ৩৬ জন সন্দেহভাজন ব্যক্তিদের গ্রপ্তার করেছে। তাদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে দণ্ডবিধির ধারা ৬এ অনুযায়ী অভিযোগ গঠন করা হয়েছে। ১৬ জনকে সন্ত্রাসবিরোধী আইন ২০১২ (এসওএসএমএ)-এর আওতায় তদন্ত ও বিচারের জন্য আটক রাখা হয়েছে।

১১ ঘণ্টা আগে

মা-ছেলে-মেয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

র‍্যাব সদর দপ্তর মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কুমিল্লার মুরাদনগরের চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারেরে ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

১৪ ঘণ্টা আগে