লঘুচাপ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বিদ্যুৎ চমকানো অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ সময়ে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পিঠা উৎসবে কেউ আমন্ত্রিত ছিলেন না: হাবিবুল্লাহ বাহার কলেজ কর্তৃপক্ষ

অধ্যাপক ড. তৌফিকুল ইসলাম বলেন, অনুষ্ঠান ঠিকভাবেই চলছিল। কিন্তু হঠাৎ করেই এই নির্বাচনি এলাকার প্রার্থী দলবলসহ এখানে অনুপ্রবেশ করেন। তখন বিশৃঙ্খলা তৈরি হয়। এতে আমাদের মঞ্চের ক্ষতি হয়। সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।

১৫ ঘণ্টা আগে

ভোটের ২ সপ্তাহ আগে পদোন্নতি, অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন। পরে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এ আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার

১৫ ঘণ্টা আগে

সরকারের শেষ মুহূর্তে ‘ক্ষতিকর’ চুক্তির ‘গোপন তৎপরতা’ বিপজ্জনক: গণতান্ত্রিক অধিকার কমিটি

সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশে বলা হয়েছে, আন্তর্জাতিক চুক্তি সইয়ের আগে সংসদের উভয় কক্ষে আলোচনা করতে হবে। এ প্রস্তাবনা উল্লেখ করে অধিকার কমিটি প্রশ্ন রেখেছে— এখন দেশে সংসদ নেই, এ অবস্থায় কাদের সঙ্গে আলোচনা করে এরকম গুরুত্বপূর্ণ চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার?

১৭ ঘণ্টা আগে

ভোটের দিন নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

ইসির নির্দেশনা অনুযায়ী, ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। লঞ্চ ও ইঞ্জিনচালিত বোটের (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) ওপর এ নিষেধাজ্ঞা থাকবে।

১৭ ঘণ্টা আগে