কাতারের বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কাতারের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৩ এপ্রিল) দেশটির রাজধানী দোহায় ‘কাতার ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বিনিয়োগের সুযোগ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, বাংলাদেশ এখন নতুন করে ব্যবসায় ফিরেছে এবং তা বড় পরিসরে। এছাড়া অন্তর্বর্তী সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে নানান পদক্ষেপ নিয়েছে এবং দুর্নীতিমুক্ত ‘নতুন বাংলাদেশ’ গড়ে তোলার প্রতিশ্রুতিতে কাজ করছে। সেটি পূরণের লক্ষ্যে কাতারের বিনিয়োগকারীদের অংশীদারিত্ব কামনা করেন তিনি।

বক্তব্যে তিনি একসময়ের অনুপ্রেরণামূলক একটি গল্প তুলে ধরেন— যেখানে কীভাবে বাংলাদেশ নরওয়ের টেলিনরকে দেশে বিনিয়োগে রাজি করিয়েছিল এবং যা পরবর্তীতে কোম্পানিটির সবচেয়ে লাভজনক প্রকল্পে পরিণত হয়। এছাড়াও যদি কখনো বাংলাদেশকে বিনিয়োগের গন্তব্য হিসেবে ভাবেন, তবে এখনই তার জন্য সবচেয়ে উপযুক্ত সময় বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান জানান, অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন বাংলাদেশের মোট ঋণের পরিমাণ ছিল ৩.২ বিলিয়ন মার্কিন ডলার। এখন তা কমে দাঁড়িয়েছে ৬০০ মিলিয়নে। এর মধ্যে কাতার এনার্জির বকেয়া ২৫৪ মিলিয়ন ডলার, যা বুধবারের মধ্যে সম্পূর্ণ পরিশোধ হয়েছে।

তিনি জ্বালানি নিরাপত্তা ও উন্নত অবকাঠামোগত পরিকল্পনার কথা তুলে ধরেন, যা কাতারের জন্য সুফল বয়ে আনবে বলে জানান। অনুষ্ঠানে বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী দেশটির বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশিদের সামনে দেশের বিনিয়োগ সুযোগ ও সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম তুলে ধরেন।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আর সমাপনী বক্তব্য রাখেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এয়ারবাস’ না কিনলে বাংলাদেশ–ইইউ সম্পর্কের ওপর প্রভাব পড়তে পারে : জার্মান রাষ্ট্রদূত

বিমানের নতুন উড়োজাহাজ কেনার প্রক্রিয়ায় ইউরোপীয় কোম্পানি এয়ারবাসকে বিবেচনায় না নেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ–ইইউ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভবিষ্যৎ বাণিজ্য সুবিধার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। তাঁর মতে, এ সিদ্ধান্ত জিএসপি প্লাস আলোচনার পরিবেশকেও প্রভাব

৩ ঘণ্টা আগে

পুলিশের ঊর্ধ্বতন ১৫ কর্মকর্তার রদবদল

বাংলাদেশ পুলিশের ৬৪ জেলায় লটারির মাধ্যমে পুলিশ সুপার পদায়নের পর ঊর্ধ্বতন অন্তত ১৫ কর্মকর্তাকে রদবদল করেছে সরকার। এসব কর্মকর্তার বেশিরভাগকেই এসবি, পিবিআই, সিআইডিতে পদায়ন করা হয়েছে।

৪ ঘণ্টা আগে

বিএমইউয়ে আগুন, ৭ ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম অফিসার রাশেদ বিন খালেদ জানান, বেলা ১১টা ৩২ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এ পর্যন্ত কোন হতাহত বা আটকে পড়ার খবর পাওয়া যায়নি।

৪ ঘণ্টা আগে

একযোগে ৩১ পুলিশ কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মঙ্গলবারের (২৫ নভেম্বর) স্মারক অনুযায়ী ৩১ পুলিশ কর্মকর্তাকে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড-৩ অনুযায়ী বেতনভাতা পাবেন।

৫ ঘণ্টা আগে