সাকিবের পর বিশ্বসেরাদের জায়গায় এখন মিরাজ

ডেস্ক, রাজনীতি ডটকম
৯৭ রানের ইনিংস খেলার পথে মেহেদী মিরাজ। ছবি: এএফপি

চট্টগ্রামে বাংলাদেশ দলের মিডল অর্ডারে অবিশ্বাস্য ধসের পর দলের ব্যাটিংয়ের হাল ধরেছিলেন মিরাজ। তুলে নিয়েছেন দারুণ এক সেঞ্চুরি। তাইজুল ইসলামের সঙ্গে ৬৩ রানের পর তানজিম সাকিবের সঙ্গে জুটিতে তুলেছেন ৯৫ রান। ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম সেঞ্চুরিটাও পেয়েছিলেন চট্টগ্রামের এই মাঠেই।

আর ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরির দিনে মাইলফলকের খাতাতেও উঠেছে মিরাজের নাম। সাকিব আল হাসানের পর মাত্র দ্বিতীয় বাংলাদেশী হিসেবে মিরাজ টেস্ট ক্রিকেটে ২০০০ রান এবং ২০০ উইকেটের চক্রপূরণ করেছেন। অবশ্য ম্যাচের সংখ্যা হিসেবে মিরাজ টপকেছেন সাকিবকে। জায়গা করে নিয়েছেন ক্রিকেট কিংবদন্তিদের কাতারে।

নিজের ৫৩তম টেস্টে এসে ২০০০ রান ও ২০০ উইকেটের ডাবল পূরণ করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। পুরো বিশ্বের সাপেক্ষে যা ৫ম দ্রুততম। তার চেয়ে কম সময়ে এই ডাবল পূরণ করেছেন ইংল্যান্ডের ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেব এবং রবিচন্দ্রন অশ্বিন। এদের মধ্যে ইয়ান বোথামই কেবল ৫০ টেস্টের আগেই এই চক্র (৪২ ম্যাচ) পূরণ করেছেন।

ভারতের আরেক অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা অবশ্য যৌথভাবে ৫ম স্থান ভাগাভাগি করছেন মিরাজের সঙ্গে। দুজনেই নিজেদের ৫৩তম টেস্টে ২০০০ রান এবং ২০০ উইকেটের ডাবল পূরণ করেছেন। সাকিব আল হাসানের এই ডাবল পূরণে দরকার হয়েছিল ৫৪ টেস্ট।

টেস্টে দ্রুততম ২ হাজার রান ও ২০০ উইকেট

৪২ টেস্ট - ইয়ান বোথাম (ইংল্যান্ড)

৫০ টেস্ট - ইমরান খান (পাকিস্তান)

৫০ টেস্ট - কপিল দেব (ভারত)

৫১ টেস্ট - রবিচন্দ্রন অশ্বিন (ভারত)

৫৩ টেস্ট - রবীন্দ্র জাদেজা (ভারত)

৫৩ টেস্ট - মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ)

সিলেটে ক্যারিয়ারের ৫২তম টেস্ট ম্যাচে এসে মিরাজ তার ২০০তম উইকেট নিয়েছেন। আর চট্টগ্রামে ৫৩তম টেস্টে এসে নিশ্চিত করেছেন ২০০০ রান করেছেন। আর সাকিব তার ২ হাজার রান পূরণ করতে খেলেছিলেন ৩১ টেস্ট। কিন্তু ২০০তম টেস্ট উইকেটের জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে ৫৪ তম ম্যাচ পর্যন্ত।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতিসংঘ অধিবেশন: সোমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা জানান, এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য হলো ‘Better Together: 80 years and more for peace, development and human rights’। বিশ্বজুড়ে চলা সংঘাত, মানবাধিকার লঙ্ঘন এবং জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সমন্বিত বৈশ্বিক পদক্ষেপের গুরুত্ব এই প্রতিপাদ্যে প্রতিফলিত হয়েছে।

২ ঘণ্টা আগে

ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ প্রাণ

প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১৯৯ জন, বরিশাল বিভাগে ১৩১ জন, ঢাকা বিভাগে ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, রাজশাহী বিভাগে ৫১ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, খুলনা বিভাগে ১৪ জন ও রংপুর বিভাগে ৬ জন ভর্তি হয়েছ

২ ঘণ্টা আগে

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকার জব্দ

পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাবও পাওয়া গেছে। একটিতে রয়েছে ১২ লাখ টাকার এফডিআর, অন্যটিতে প্রায় ৪৪ লাখ টাকা জমা আছে। এসব হিসাব জব্দ করা হয়েছে এবং টাকা উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে।

৩ ঘণ্টা আগে

রাকসু নির্বাচনে ম্যানুয়াল ভোট গণনাসহ ৬ দফা দাবি ছাত্রদলের

ছাত্রদলের দাবিগুলো হলো— ভোট গ্রহণে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার; ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশ; ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা; ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ভোটার ছাড়া অন্য কাউকে প্রবেশে নিষেধাজ্ঞা; লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কালো টাকার প্রভাব প্রতিরোধ ও সব প্রার্থীর নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণ

৩ ঘণ্টা আগে