বৃষ্টি বাধার পর ব্যাটিং ধস

ক্রীড়া ডেস্ক
মুশফিক ও লিটন বড় জুটি গড়লেও তাদের দুজনের বিদায়ের সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। ছবি: এপি

গল টেস্টের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের শুরুটাও খুব বেশি ভালো হয়নি। সপ্তম ওভারেই বিদায় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অপর প্রান্তে অপরাজিত মুশফিকুর রহিমের সঙ্গে যোগ দেন লিটন, ঘুরতে থাকে রানের চাকা। প্রথম সেশন পেরিয়ে দ্বিতীয় সেশনও কাটিয়ে দিচ্ছিলেন প্রায় নির্বিঘ্নে।

এরপরই বৃষ্টির বাধা। খেলা বন্ধ প্রায় ঘণ্টা দেড়েক। এরপর খেলা শুরু হলেও বাংলাদেশের ব্যাটিংয়ের ছন্দ কেটে গেছে পুরোপুরি। মুশফিককে দিয়েই শুরু। তার পদাঙ্ক অনুসরণ করলেন লিটন। অন্য কেউই আর টিকতে পারেননি ক্রিজে। ফলাফল— ১০ ওভারের মধ্যেই ৫ উইকেট হারিয়ে অলআউটের দ্বারপ্রান্তে।

শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৪৮৪ রান তুলে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। আলো স্বল্পতায় ১০ ওভার আগে খেলা শেষ না হলে হয়তো আর দুয়েক ওভারের মধ্যে দলকে অলআউটও হতে হতো।

৩ উইকেটে ২৯২ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শান্ত অপরাজিত ছিলেন ১৩৬ রানে। শান্ত আর বেশি দূর এগোতে পারেননি। ১৪৮ রানের মাথায় আসিথা ফার্নান্দোর বলে ম্যাথিউসের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন।

এরপর পঞ্চম উইকেট জুটি জমিয়ে তোলেন মুশফিক আর লিটন। দুজন মিলে ২৬৫ বলে গড়ে তোলেন ১৪৯ রানের জুটি। মুশফিক আগের দিনের মতোই ছিলেন ধীরস্থির। দেখতে দেখতে দেড় শ পার করে ফেলেন। বৃষ্টি বাধার পর শেষ পর্যন্ত আসিথার ইনসুইংগার ঠিকঠাক পড়তে না পেরে ব্যাট মিস করায় যখন এলবিডব্লিউ হলেন ততক্ষণে নামের পাশে ৩৫০ বলে ১৬৩ রান।

জুটিতে তুলনামূলকভাবে লিটন খেলেছেন চালিয়ে। শুরু থেকেই স্ট্রোক প্লে দিয়ে মুগ্ধ করেছেন। অর্ধশত পূরণ করেছেন মাত্র ৬৪ বলে। শতকের দিকেও এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু মুশফিকের আউটের পর যেন প্যাভিলিয়নে ফেরার তাড়া পেয়ে বসল। থারিন্দু রত্নায়েকের লেগ স্টাম্পের দিকে ফেলা বল রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দিলেন উইকেটের পেছনে। ১১ বাউন্ডারি আর এক ছক্কায় ১২৩ বলে ৯০ করে ড্রেসিং রুমে ফিরলেন লিটন।

এরপর আর বলার মতো কিছু কেউ করতে পারেননি। সাতে নামা জাকের আলী ১৬ বলে ৮ রান করে বোল্ড হয়েছেন মিলান রত্নায়েকের বলে। মাঝে মাঝেই টেস্টে দীর্ঘ সময় ব্যাট করা তাইজুল ইসলামও এ দিন থাকতে পারেননি উইকেটে। রত্নায়েকের বলে জাকেরর মতোই বোল্ড হয়েছেন। ৩০ বলে ১১ রান করা নাঈম হাসানকেও ফিরিয়েছেন একই বোলার, উইকেটের পেছনে তালুবন্দি করে।

৯ উইকেট হারানো বাংলাদেশের শেষ উইকেট জুটিতে রয়েছেন হাসান মাহমুদ আর নাহিদ রানা। তাদের কেউই এখনো রানের খাতা খুলতে পারেননি। আলোর স্বল্পতায় যখন খেলা শেষ হয়েছে তখন দলের স্কোর ৯ উইকেটে ৪৮৪।

শ্রীলংকান বোলারদের মধ্যে তিনজন সাফল্য পেয়েছেন— আসিথা, থারিন্দু ও মিলান। তাদের প্রত্যেকেই পেয়েছেন তিনটি করে উইকেট।

গল টেস্টের দ্বিতীয় দিনের প্রথম দুটি সেশন নিজেদের করে নিলেও তৃতীয় সেশনে ২০ ওভারে ৬১ রান তুলতেই ৫ উইকেট হারাতে হয়েছে বাংলাদেশকে। তাতে ৪৫৮ রানের মাথায় মুশফিকের বিদায়ের পরও বড় সংগ্রহের দিকে থাকা বাংলাদেশের জন্য এখন ৫০০ রানকেই দূর অস্ত মনে হচ্ছে।

ইতিহাস বলছে, গলের এই উইকেট পুরোপুরি ব্যাটিং স্বর্গ। স্পিন সহায়ক হলেও উইকেট ভাঙতে সময় লাগে অন্তত দুই দিন। ফলে প্রথম দুদিন স্পিনাররা তেমন টার্ন-বাউন্সের দেখা পান না। কিন্তু এই টেস্টের উইকেট এখন পর্যন্ত দেখা গেছে একেবারেই ফ্ল্যাট।

দ্বিতীয় দিনের শেষের দিকে অবশ্য অনিয়মিত কিছু টার্ন-বাউন্সের দেখা মিলেছে। বাংলাদেশের দুই স্পিনার নিশ্চয় সেটিকে নিয়মিত করতে চাইবেন। দুই তরুণ পেসার হাসান ও নাহিদও গতির ঝড়ে নিশ্চয় কাঁপিয়ে দিতে চাইবেন লংকান ব্যাটিং লাইনআপ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আরো দুটি জাতীয় দিবস চালু করছে সরকার

ওই পোস্টে জানানো হয়, শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আগামীকাল ৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সব শিল্পকলা একাডেমিতে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ঢাকার প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরার ফাহাদের বাবা।

১০ ঘণ্টা আগে

চলতি বছরে ৫০ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী

এর মধ্যে সেপ্টেম্বর মাসে মৃত্যু হয়েছে ৭৬ জনের। এ ছাড়া জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারি মাসে তিনজনের মৃত্যু হয়েছে। মার্চ ছিল মৃত্যুহীন। এপ্রিলে ৭, মে মাসে ৩ জনের মৃত্যু হলেও বাড়তে থাকে জুন মাস থেকে।

১১ ঘণ্টা আগে

বিসিবি নির্বাচনে পরিচালক পদে জয়ী হলেন যারা

ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ কোটায় নির্বাচিত হয়েছেন ১০ জন, ক্যাটাগরি-২ বা ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন ১ জন।

১১ ঘণ্টা আগে

বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে কর্মী নিয়োগে আনুষ্ঠানিক চুক্তি

সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরের ইতিহাসে এটাই প্রথমবারের মতো সাধারণ কর্মী নিয়োগ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি। এর আগে বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মী পাঠানো হতো অনানুষ্ঠানিকভাবে। ১৯৭৬ সালে প্রথম বাংলাদেশ থেকে সৌদি আরবে শ্রমিক পাঠানো শুরু হয়। তখন থেকে আজ পর্যন্ত প্রায় ৩০ লাখের বেশি বাং

১৩ ঘণ্টা আগে