
ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার সিডনি টাউন হলে এক জমকালো অনুষ্ঠানে নারী এশিয়ান কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে বাংলাদেশের জায়গা হয়েছে ‘বি’ গ্রুপে। গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন চীন, উজবেকিস্তান ও উত্তর কোরিয়া।
টুর্নামেন্টের প্রতিযোগী ১২টি দল চার পটে বিন্যস্ত ছিল। ১২ জুন ফিফা প্রকাশিত নারী ফুটবলের র্যাঙ্কিং অনুযায়ী পটগুলো সাজায় এএফসি। বাংলদেশ ছিল চার নম্বর পটে। ড্র–ও শুরু হয় চার নম্বর পট দিয়ে। ভারতের ফুটবলার সঙ্গীতা চার নম্বর পটের দলগুলোর নাম তোলেন। ইরানের পর বাংলাদেশের নাম তোলায় তারা ‘বি’ গ্রুপে পড়েছে। পজিশন অনুযায়ী ওই গ্রুপে বাংলাদেশ তৃতীয় দল। সেটা তোলেন আরেকজন। আর ‘সি’ গ্রুপের তৃতীয় দল হয় ভারত।
চার নম্বর পটের পর তৃতীয় পটের ড্র হয়। সেখানে ছিল ফিলিপাইন, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। দ্বিতীয় পট থেকে দ্বিতীয় দল হিসেবে উজবেকিস্তান উঠায় বাংলাদেশের বি গ্রুপে পড়ে। দ্বিতীয় পটে ছিল চীন, ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া। প্রথমে দক্ষিণ কোরিয়ার নাম ওঠে। তারা ‘এ’ গ্রুপে পড়ে। ভিয়েতনাম ও চীনের মধ্যে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রত্যাশা ছিল ভিয়েতনাম উঠুক দ্বিতীয় দল হিসেবে। কিন্তু দ্বিতীয় পট থেকে নাম তোলা ব্যক্তি দ্বিতীয় দল হিসেবে চীনের নাম তোলেন। ফলে বাংলাদেশ চীনের সঙ্গে পড়েছে। চীন এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন।
এক নম্বর পটে ছিল অস্ট্রেলিয়া, জাপান ও উত্তর কোরিয়া। অস্ট্রেলিয়া স্বাগতিক হিসেবে ‘এ’ গ্রুপের প্রথম দল, ফলে জাপান ও উত্তর কোরিয়ার মধ্যে একটি দল ‘বি’ এবং ‘সি’ গ্রুপে পড়বে। বাংলাদেশের ‘বি’ গ্রুপে পড়ে উত্তর কোরিয়া।
২০০৬ সালের পর অস্ট্রেলিয়া আবারও নারী এশিয়া কাপের স্বাগতিক হচ্ছে। তাদের হয়ে এই প্রতিযোগিতায় খেলা ফুটবলার আগামী বছর এশিয়া কাপের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান হয়েছেন। আজ ড্র অনুষ্ঠানে এক বক্তব্যে তিনি বলেন, ‘এটা আমার জন্য খুব সৌভাগ্যের। আমি নিজে ২০০৬ সালে অ্যাডিলেডে এশিয়া কাপ খেলেছি। ২০ বছর পর আরেকটি নারী এশিয়া কাপে সাংগঠনিক কমিটির চেয়ারম্যান হয়েছি। অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টটি সবদিক থেকে বিগত যেকোনো আসরের চেয়ে সফল করতে চায়। আশা করি সফরকারী ১১ দলের খেলোয়াড়, ফুটবলারদের পরিবার এই আসর উপভোগ করবে।’
ফের একই গ্রুপে ভারত-পাকিস্তান
সিডনি টাউন হলে এএফসি ও অস্ট্রেলিয়া বেশ বড় আয়োজন করেছে। যেখানে পরিবেশিত হয়েছে অস্ট্রেলিয়ান নৃত্য। টুর্নামেন্টের ভেন্যু ও দল নিয়ে বেশ সুন্দর ভিডিও প্রোমো হয়েছে।
এএফসি’র নারী উইংয়ের প্রধান বলেন, ‘এএফসি নারী ফুটবলের অগ্রগতি নিয়ে কাজ করছে। এবারই প্রথম ১২ দল নিয়ে টুর্নামেন্ট হচ্ছে। যা নারী ফুটবলের বিকাশ ও প্রতিদ্বন্দ্বিতায় সহায়তা করবে।’ তারা রুস্টন অনুষ্ঠান সঞ্চালনা করেন। উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্তারাসহ অস্ট্রেলিয়ান সরকার এবং এএফসি কর্তারা।
গ্রুপিং :
এ– অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান ও ফিলিপাইন
বি– উত্তর কোরিয়া, চীন, বাংলাদেশ ও উজবেকিস্তান
সি– জাপান, ভিয়েতনাম, ভারত ও চাইনিজ তাইপে

অস্ট্রেলিয়ার সিডনি টাউন হলে এক জমকালো অনুষ্ঠানে নারী এশিয়ান কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে বাংলাদেশের জায়গা হয়েছে ‘বি’ গ্রুপে। গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন চীন, উজবেকিস্তান ও উত্তর কোরিয়া।
টুর্নামেন্টের প্রতিযোগী ১২টি দল চার পটে বিন্যস্ত ছিল। ১২ জুন ফিফা প্রকাশিত নারী ফুটবলের র্যাঙ্কিং অনুযায়ী পটগুলো সাজায় এএফসি। বাংলদেশ ছিল চার নম্বর পটে। ড্র–ও শুরু হয় চার নম্বর পট দিয়ে। ভারতের ফুটবলার সঙ্গীতা চার নম্বর পটের দলগুলোর নাম তোলেন। ইরানের পর বাংলাদেশের নাম তোলায় তারা ‘বি’ গ্রুপে পড়েছে। পজিশন অনুযায়ী ওই গ্রুপে বাংলাদেশ তৃতীয় দল। সেটা তোলেন আরেকজন। আর ‘সি’ গ্রুপের তৃতীয় দল হয় ভারত।
চার নম্বর পটের পর তৃতীয় পটের ড্র হয়। সেখানে ছিল ফিলিপাইন, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। দ্বিতীয় পট থেকে দ্বিতীয় দল হিসেবে উজবেকিস্তান উঠায় বাংলাদেশের বি গ্রুপে পড়ে। দ্বিতীয় পটে ছিল চীন, ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া। প্রথমে দক্ষিণ কোরিয়ার নাম ওঠে। তারা ‘এ’ গ্রুপে পড়ে। ভিয়েতনাম ও চীনের মধ্যে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রত্যাশা ছিল ভিয়েতনাম উঠুক দ্বিতীয় দল হিসেবে। কিন্তু দ্বিতীয় পট থেকে নাম তোলা ব্যক্তি দ্বিতীয় দল হিসেবে চীনের নাম তোলেন। ফলে বাংলাদেশ চীনের সঙ্গে পড়েছে। চীন এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন।
এক নম্বর পটে ছিল অস্ট্রেলিয়া, জাপান ও উত্তর কোরিয়া। অস্ট্রেলিয়া স্বাগতিক হিসেবে ‘এ’ গ্রুপের প্রথম দল, ফলে জাপান ও উত্তর কোরিয়ার মধ্যে একটি দল ‘বি’ এবং ‘সি’ গ্রুপে পড়বে। বাংলাদেশের ‘বি’ গ্রুপে পড়ে উত্তর কোরিয়া।
২০০৬ সালের পর অস্ট্রেলিয়া আবারও নারী এশিয়া কাপের স্বাগতিক হচ্ছে। তাদের হয়ে এই প্রতিযোগিতায় খেলা ফুটবলার আগামী বছর এশিয়া কাপের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান হয়েছেন। আজ ড্র অনুষ্ঠানে এক বক্তব্যে তিনি বলেন, ‘এটা আমার জন্য খুব সৌভাগ্যের। আমি নিজে ২০০৬ সালে অ্যাডিলেডে এশিয়া কাপ খেলেছি। ২০ বছর পর আরেকটি নারী এশিয়া কাপে সাংগঠনিক কমিটির চেয়ারম্যান হয়েছি। অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টটি সবদিক থেকে বিগত যেকোনো আসরের চেয়ে সফল করতে চায়। আশা করি সফরকারী ১১ দলের খেলোয়াড়, ফুটবলারদের পরিবার এই আসর উপভোগ করবে।’
ফের একই গ্রুপে ভারত-পাকিস্তান
সিডনি টাউন হলে এএফসি ও অস্ট্রেলিয়া বেশ বড় আয়োজন করেছে। যেখানে পরিবেশিত হয়েছে অস্ট্রেলিয়ান নৃত্য। টুর্নামেন্টের ভেন্যু ও দল নিয়ে বেশ সুন্দর ভিডিও প্রোমো হয়েছে।
এএফসি’র নারী উইংয়ের প্রধান বলেন, ‘এএফসি নারী ফুটবলের অগ্রগতি নিয়ে কাজ করছে। এবারই প্রথম ১২ দল নিয়ে টুর্নামেন্ট হচ্ছে। যা নারী ফুটবলের বিকাশ ও প্রতিদ্বন্দ্বিতায় সহায়তা করবে।’ তারা রুস্টন অনুষ্ঠান সঞ্চালনা করেন। উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্তারাসহ অস্ট্রেলিয়ান সরকার এবং এএফসি কর্তারা।
গ্রুপিং :
এ– অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান ও ফিলিপাইন
বি– উত্তর কোরিয়া, চীন, বাংলাদেশ ও উজবেকিস্তান
সি– জাপান, ভিয়েতনাম, ভারত ও চাইনিজ তাইপে

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদ প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করবে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে, যেখানে ধর্মীয় বিশ্বাসের জন্য রাষ্ট্র ব্যক্তির সঙ্গে ব্যক্তির পার্থক্য করবে না। এ সনদ নাগরিক হিসেবে সবার সমান অধিকার
১০ ঘণ্টা আগে
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ হাজারের কাছাকাছি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এখন নির্বাচনের প্রচার-প্রচারণা চলছে, আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ টা পর্যন্ত প্রচার চালতে পারবেন প্রার্থীরা। আর ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত।
১১ ঘণ্টা আগে
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা সেনানিবাসে অবস্থিত বিমান বাহিনী সদর দপ্তরে Government-to-Government (G2G) কাঠামোর আওতায় এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তির মাধ্যমে বাংলাদেশে একটি আধুনিক ইউএভি উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়টি চূড়ান্ত করা হয়।
১২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নিতে পারবেন না—এমন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
১৩ ঘণ্টা আগে