জোড়া সেঞ্চুরিতে গল টেস্টের প্রথম দিন বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। দুজনেই সেঞ্চুরি তুলে নিয়েছেন, ২৪৭ রানের অপরাজিত জুটি গড়ে দিন শেষ করেছেন শ্রীলংকার গল টেস্টের প্রথম দিনে। ছবি: এপি

৪৫ রাতে ৩ উইকেট হারানোর পর সেই পুরনো চিত্রনাট্যের মতো ব্যাটিং লাইনআপে বড় ধরনের ধসের শঙ্কাই ছিল অনুমিত। প্রথম সেশনের বাকি প্রায় ১২ ওভার নির্বিঘ্নে কাটিয়ে দিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর অভিজ্ঞ মুশফিকুর রহিম ভরসা দিয়েছিলেন। দিনের শেষ সেশনে সেঞ্চুরি পূরণ করে শেষ বল পর্যন্ত অপরাজিত থেকে এক অনন্য দিনই উপহার দিলেন দুজনে। প্রথম দিন শেষ হয়েছে ২৯২/৩ স্কোরকার্ড নিয়ে।

মঙ্গলবার (১৭ জুন) শ্রীলংকার গলে ২০২৫-২৭ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের প্রথম টেস্টে শ্রীলংকার মুখোমুখি হয় বাংলাদেশ। ৩ উইকেটে ২৯২ রান নিয়ে দিন শেষ করে এই টেস্টের প্রথম দিনটি পুরোটাই বাংলাদেশ নিজেদের করে নিয়েছে। দুজন গড়েছেন চতুর্থ উইকেটে লংকানদের বিপক্ষে রেকর্ড ২৪৭ রানের জুটি।

টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন অধিনায়ক শান্ত। দুই ওপেনারসহ ওয়ান ডাউনে নামা মুমিনুল হকও সে সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেননি। শেষ পর্যন্ত মুশফিকের সঙ্গে জুটি গড়ে অধিনায়ক শান্ত নিজেই সে সিদ্ধান্ত সঠিক করার দায়িত্ব কাঁধে তুলে নেন।

দিন শেষে ২৬০ বলে ১৩৬ রানে অপরাজিত শান্ত, মুশফিক অপরাজিত ১৮৬ বলে ১০৫ রানে। দুজনে মিলে ৭৩ ওভার ৫ বল (৪৪৩ বল) খেলে গড়েছেন অপরাজিত ২৪৭ রানের জুটি। এর মধ্যে

দিনের খেলা শেষ হওয়ার ওভার পাঁচেক আগে ৮৬তম ওভারের তৃতীয় বলে সিংগেল নিয়ে সেঞ্চুরি পূরণ করেন মুশফিকুর রহিম। টেস্টের ১২তম সেঞ্চুরি পূরণ করতে তিনি খেলেন ১৭৬ বল। ইনিংসে কোনো ছক্কা নেই, বাউন্ডারি মাত্র পাঁচটি।

এরও ১৩ ওভার আগে ৭৪তম ওভারের পঞ্চম বলে ডাবল নিয়ে শতক পূরণ করেন শান্ত। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ এই সেঞ্চুরি তুলে নিতে শান্ত খেলেন ২০২ বল। দিন শেষে এক ছক্কার সঙ্গে ইনিংসে রয়েছে ১৪টি বাউন্ডারি।

এ নিয়ে শান্ত সেঞ্চুরি পেলেন ১৯ মাস আর ২০ ইনিংস পর। সবশেষ ২০২৩ সালের নভেম্বরে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন এই বাঁহাতি ব্যাটার।

মুশফিকের অপেক্ষা অবশ্য এত বেশি নয়। গত বছরের আগস্টে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে খেলেছিলেন ১৯১ রানের ইনিংস। এর পরের পারফরম্যান্স অবশ্য ছিল বিস্মরণযোগ্য। ১৩ ইনিংসে সাকুল্যে সংগ্রহ ১৮৮, সর্বোচ্চ ৪০ করেছেন শেষ ইনিংসটিতে। এর আগের চার ইনিংস ৪, ৪, ২, ০। রীতিমতো দলে স্থান নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। গলের সেঞ্চুরি তাই স্বস্তি হয়েই এসেছে মুশির জন্য।

দিনের শুরুটা অবশ্য শান্তদের জন্য ছিল চরম ভঙ্গুর। শুরুতেই এলোমেলো টাইগারদের ব্যাটিং অর্ডার। পঞ্চম ওভারেই প্রথম উইকেটের পতন। ১০ বল খেলে কোনো রান সংগ্রহ না করেই প্যাভিলিয়নের পথ ধরেন এনামুল হক বিজয়। দলের সংগ্রহ তখন মাত্র ৫ রান।

আরেক ওপেনার সাদমান ইসলাম আর ওয়ান ডাউনে নামা মুমিনুল পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে তাদের প্রতিরোধ খুব একটা স্থায়ী হয়নি। ১৫তম ওভারের শেষ বলে স্লিপে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে ফেরেন সাদমান। নামের পাশে ৫৩ বলে ১৪ রান।

মুমিনুল বেশ স্বচ্ছন্দেই লংকার বোলারদের খেলছিলেন মনে হচ্ছিল। ৩২ বলে ২৯ রান সংগ্রহ করে ফেলেছিলেন। এর মধ্যে চারটি বাউন্ডারিও হাঁকিয়েছিলেন। কিন্তু সাদমান আউট হয়ে যাওয়ার এক ওভার পরই মনোযোগ হারান। ১৭তম ওভারের প্রথম বলেই ক্যাচ দিয়ে আউট হয়ে যান।

শেষ দুটি উইকেটই পেয়েছেন অভিষিক্ত শ্রীলংকান স্পিনার থারিন্দু রথনায়েক। দিনের ৯০ ওভারের মধ্যে ৩২ ওভারই তিনি করেছেন। রান দিয়েছেন ১২৪টি। অন্য উইকেটটি নিয়েছেন পেসার আসিথা ফার্নান্দো। বাকি আর কোনো বোলার সাফল্যের মুখ দেখেননি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আরো দুটি জাতীয় দিবস চালু করছে সরকার

ওই পোস্টে জানানো হয়, শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আগামীকাল ৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সব শিল্পকলা একাডেমিতে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ঢাকার প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরার ফাহাদের বাবা।

১০ ঘণ্টা আগে

চলতি বছরে ৫০ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী

এর মধ্যে সেপ্টেম্বর মাসে মৃত্যু হয়েছে ৭৬ জনের। এ ছাড়া জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারি মাসে তিনজনের মৃত্যু হয়েছে। মার্চ ছিল মৃত্যুহীন। এপ্রিলে ৭, মে মাসে ৩ জনের মৃত্যু হলেও বাড়তে থাকে জুন মাস থেকে।

১১ ঘণ্টা আগে

বিসিবি নির্বাচনে পরিচালক পদে জয়ী হলেন যারা

ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ কোটায় নির্বাচিত হয়েছেন ১০ জন, ক্যাটাগরি-২ বা ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন ১ জন।

১১ ঘণ্টা আগে

বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে কর্মী নিয়োগে আনুষ্ঠানিক চুক্তি

সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরের ইতিহাসে এটাই প্রথমবারের মতো সাধারণ কর্মী নিয়োগ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি। এর আগে বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মী পাঠানো হতো অনানুষ্ঠানিকভাবে। ১৯৭৬ সালে প্রথম বাংলাদেশ থেকে সৌদি আরবে শ্রমিক পাঠানো শুরু হয়। তখন থেকে আজ পর্যন্ত প্রায় ৩০ লাখের বেশি বাং

১৩ ঘণ্টা আগে