পরীক্ষায় কানসহ মুখমণ্ডল দৃশ্যমান রাখার বিধান তুলে নিচ্ছে ঢাবি

ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো

টিউটোরিয়াল প্রেজেন্টেশন, মিডটার্ম এবং চূড়ান্ত ও মৌখিক পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের কানসহ মুখমণ্ডল দৃশ্যমান রাখার নিয়ম থাকলেও ধর্মীয় বিধান বিবেচনায় সেটি শিথিল করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঢাবি উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ডিনস কমিটির এক সভায় এসব পরীক্ষায় হিজাব বা নিকাব পরিধান করে মুখমণ্ডল ঢেকে রাখা ছাত্রীদের পরিচয় শনাক্তকরণের বিষয়ে নতুন সিদ্ধান্ত হয়েছে।

নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তা বিবেচনায় রেখে নারী শিক্ষক, নারী কর্মকর্তা ও নারী কর্মচারীদের মাধ্যমে ছাত্রীদের শনাক্ত করা হবে। এর জন্য প্রয়োজনে নারী সহকারী প্রক্টরের সহযোগিতাও নেওয়া হবে।

বৃহস্পতিবার ঢাবি উপাচার্যের সভাকক্ষে ডিনস কমিটির সভাটি অনুষ্ঠিত হয়। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান সভায় সভাপতিত্ব করেন।

রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের পরিচয় শনাক্ত করতে ফিঙ্গারপ্রিন্টিং বা বায়োমেট্রিক সিস্টেম চালুর সম্ভাব্যতাও যথাসময়ে যাচাই করা হবে।

এর আগে পরীক্ষায় শিক্ষার্থীদের কানসহ মুখমণ্ডল দৃশ্যমান রাখার নিয়ম মানতে গিয়ে ধর্মীয় আচরণের বরখেলাপ হয়ে যাওয়ায় নিয়মটির পরিবর্তন চেয়ে বৃহস্পতিবার ফেসবুক দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছিলেন বাংলা বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী তাহমিনা আক্তার তামান্না। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনও করেন।

সংবাদ সম্মেলনে তাহমিনা বলেন, পরীক্ষা দেওয়ার সময় কর্তব্যরত শিক্ষক তাকে হাজিরা খাতায় সই করার সময় তাকে মুখ দেখাতে বলেন। তিনি রাজি না হওয়ায় শিক্ষক চলে যান। পরে একজন শিক্ষিকা তার সই নেন। পরীক্ষার হলে পরিচয় শনাক্ত করা নিয়ে এ জটিলতা নিয়ে তিনি ফেসবুকে পোস্ট দিলে বিভাগের চেয়ারম্যান তাকে ফোন করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

তাহমিনা সংবাদ সম্মেলনে দাবি জানান, ঢাবির সব লিখিত ও মৌখিক পরীক্ষায় শিক্ষার্থীদের চেহারা দেখে শনাক্ত না করে বায়োমেট্রিক পদ্ধতিতে শিক্ষার্থীদের শনাক্ত করতে হবে। এর আগ পর্যন্ত লিখিত ও মৌখিক পরীক্ষায় নারী শিক্ষকের মাধ্যমে নারী শিক্ষার্থীদের শনাক্ত করার ব্যবস্থা করতে হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শেখ হাসিনাকে ফেরাতে চিঠি ইস্যুতে মুখ খুলছে না পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র সচিব সিয়াম বলেন, এ সংবাদ সম্মেলন ও সংবাদ কর্মীদের সঙ্গে যে আলাপ চলছে, তা সম্পূর্ণই ভুটান সফরসংক্রান্ত। এর বাইরে অন্য কোনো বিষয়ে আলোচনা করা অসৌজন্যমূলক হবে। আমি আশা করি আপনারা বিষয়টি বুঝবেন এবং প্রশ্নোত্তর পর্বও দ্বিপাক্ষিক সফরেই সীমাবদ্ধ রাখবেন।

৬ ঘণ্টা আগে

হাসিনা-কামালকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাবে সরকার

জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ভারতকে চিঠি পাঠাবে। সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এই তথ্য জানিয়েছেন।

৭ ঘণ্টা আগে

সাকিব আল হাসানকে দুদকে তলব

শেয়ার বাজার সংক্রান্ত মামলার আসামি ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তাকে আগামী ২৬ নভেম্বর হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

৮ ঘণ্টা আগে

গণভোট আইন কবে, জানালেন আইন উপদেষ্টা

আগামী ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

৮ ঘণ্টা আগে