
ঢাবি প্রতিনিধি

জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহ।
রায়ের পর লাভলু তার ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়েছিলেন। শেখ হাসিনার ছবিযুক্ত ফটোকার্ড পোস্ট করে লিখেছিলেন, ‘আই ডোন্ট কেয়ার’, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা রায়ের পর এ শব্দগুচ্ছ ব্যবহার করছিলেন ফেসবুক পোস্ট ও হ্যাশট্যাগে।
সোমবার (১৭ নভেম্বর) দিবাগত মধ্যরাতে কয়েকজন শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তাকে শাহবাগ থানায় সোপর্দ করেছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর মঙ্গলবার সকালে গণমাধ্যমকে জানান, প্রক্টোরিয়াল টিম ও ছাত্ররা লাভলুকে থানায় নিয়ে আসেন। তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করে ফেসবুকে পোস্ট করেছেন বলে তারা জানিয়েছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
এদিকে সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তার ফেসবুক প্রোফাইলে এ ঘটনা নিয়ে একটি পোস্ট দেন। জুমা লিখেন, ‘লাভলুরে পুলিশের হাতে সোপর্দ কইরা এলাম। গণহত্যাকারী টিচারদের ব্যাপারেও আমাদের সেইম স্ট্যান্ডই থাকবে। উনাদের নিয়ে কেউ সুশীলতা করলে তাদের ও হিসাব নেওয়া হবে।’

জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহ।
রায়ের পর লাভলু তার ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়েছিলেন। শেখ হাসিনার ছবিযুক্ত ফটোকার্ড পোস্ট করে লিখেছিলেন, ‘আই ডোন্ট কেয়ার’, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা রায়ের পর এ শব্দগুচ্ছ ব্যবহার করছিলেন ফেসবুক পোস্ট ও হ্যাশট্যাগে।
সোমবার (১৭ নভেম্বর) দিবাগত মধ্যরাতে কয়েকজন শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তাকে শাহবাগ থানায় সোপর্দ করেছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর মঙ্গলবার সকালে গণমাধ্যমকে জানান, প্রক্টোরিয়াল টিম ও ছাত্ররা লাভলুকে থানায় নিয়ে আসেন। তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করে ফেসবুকে পোস্ট করেছেন বলে তারা জানিয়েছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
এদিকে সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তার ফেসবুক প্রোফাইলে এ ঘটনা নিয়ে একটি পোস্ট দেন। জুমা লিখেন, ‘লাভলুরে পুলিশের হাতে সোপর্দ কইরা এলাম। গণহত্যাকারী টিচারদের ব্যাপারেও আমাদের সেইম স্ট্যান্ডই থাকবে। উনাদের নিয়ে কেউ সুশীলতা করলে তাদের ও হিসাব নেওয়া হবে।’

এইচআরডব্লিউ বলছে, নিজেদের পছন্দের আইনজীবী ছাড়াই অনুপস্থিতিতে বিচার পরিচালনা, সাক্ষীদের জিজ্ঞাসাবাদে সীমাবদ্ধতা এবং মৃত্যুদণ্ড— সব মিলিয়ে গুরুতর মানবাধিকার প্রশ্ন তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
বিবৃতিতে রাভিনা সামদাসানি বলেন, এ বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের অনুসন্ধান প্রতিবেদনের পর থেকে আমরা আহ্বান জানিয়ে আসছি, নেতৃত্ব ও দায়িত্বে থাকা ব্যক্তিসহ সব অপরাধীকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আইনের আওতায় আনা হোক। এ ছাড়া মানবাধিকার লঙ্ঘনের শিকারদের কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণের সুযোগ নিশ্চ
১৫ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার প্রক্রিয়াকে ‘পক্ষপাতদুষ্ট’ ও ‘অস্বচ্ছ’ অভিহিত করে গভীর উদ্বেগ জানিয়েছেন ১০২ জন সাংবাদিক। এ বিচার প্রক্রিয়ায় দেশে আইনের শাসন ব্যাহত হবে বলেও উল্লেখ করেন তারা।
১৬ ঘণ্টা আগে
পুলিশ সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পল্লবী সেকশন-১২-এ অবস্থিত বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে বসে থাকা অবস্থায় পল্লবী থানা যুবদল সদস্যসচিব গোলাম কিবরিয়াকে মোটরসাইকেলযোগে এসে তিনজন দুর্বৃত্ত ভেতরে ঢুকে তার মাথা, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে ৭ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্
১৭ ঘণ্টা আগে