রাবি সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মা হোসেনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরই বিশ্ববিদ্যালয়জুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাতেই শিক্ষার্থীরা প্রশাসনের বিরুদ্ধে অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়; প্রশাসনের গাফিলতির কারণেই সহপাঠী সায়মার মৃত্যু হয়েছে।

শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোছা. রোখসানা বেগম প্রাথমিকভাবে দাবি করেন, সায়মার মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে। তবে শিক্ষার্থীরা এই দাবি প্রত্যাখ্যান করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবিতে রাত ৯টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন।

বিক্ষোভ চলাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “আমরা দীর্ঘ সময় ধরে আন্দোলন করছি, কিন্তু প্রশাসন থেকে কেউ আসেনি। তারা সব সময় এমনই করে— আন্দোলনকে অবহেলা করে। আমরা সায়মার মৃত্যুর বিচার না পেয়ে ফিরে যাব না।”

রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার বলেন, “সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে গেলে ফিটনেস পরীক্ষা কেন করা হয়নি? শারীরিক শিক্ষা বিভাগ কীভাবে শ্বাসকষ্টের সমস্যা থাকা একজন শিক্ষার্থীকে অংশগ্রহণের অনুমতি দিল? সুইমিংপুলে পানির স্বচ্ছতা ও নিরাপত্তা ব্যবস্থারও গুরুতর ঘাটতি ছিল।”

তিনি আরও অভিযোগ করেন, “রাবি মেডিকেল সেন্টারের অব্যবস্থাপনার কারণে অতীতেও শিক্ষার্থীদের সময়মতো চিকিৎসা মেলেনি। সায়মার ক্ষেত্রেও যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি।”

শিক্ষার্থীরা দ্রুত তদন্ত কমিটি গঠন, দায়ীদের শাস্তি এবং বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল ও চিকিৎসা ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাবার ছোঁয়া ছাড়াই বড় হবে আব্দুল্লাহ-সুরাইয়া

এমন আকস্মিক মৃত্যুর পর স্বজনরা যখন শোকে কাতর, তখন তার রেখে যাওয়া দুই শিশু সন্তান সবার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। পাঁচ বছরের আব্দুল্লাহ আর তিন বছরের সুরাইয়া জানেই না, বাবার চেয়েও কম বয়সে তারাও বাবাহারা হলো।

১৪ ঘণ্টা আগে

প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন গ্রামীণফোনের সিইও

গত ২৬ সেপ্টেম্বর গ্রামীণফোনের সাবেক কর্মী রাকিবুল আজম বাদী হয়ে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলাটি দায়ের করেন। আদালত তখন আসামিদের ২৬ অক্টোবর হাজির হতে সমন জারি করেন।

১৫ ঘণ্টা আগে

‘শাপলা’ প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহেই

এ সময় সিইসির সঙ্গে বৈঠক বিষয়ে ইসি সচিব বলেন, ‘কমনওয়েলথের পাঁচ সদস্যের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতি, অংশীজনদের সঙ্গে আলোচনাসহ বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন।’

১৬ ঘণ্টা আগে

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

এদিকে সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, নিহত ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া তার পরিবারে কর্মক্ষম কোনো ব্যক্তি থাকলে তাকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করা হবে।

১৭ ঘণ্টা আগে