চাকসু নির্বাচনে ৪১০ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা

চট্টগ্রাম প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ০১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বাছাই পর্ব শেষে ৪১০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার চাকসুর ওয়েব সাইটে এ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

মনোনয়ন জমাদানকারীদের মধ্যে ভিপি পদে ২৩ জন, জিএস এবং এজিএস পদে ২১ জন করে প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এ তিনটি পদে যথাক্রমে ২৫ ও ২২ জন করে মনোনয়ন জমা দিয়েছিলেন।

চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, প্রাথমিক যাচাই বাছাই শেষে ১৯ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে। তবে বাতিল হওয়া প্রার্থীরা পুনরায় যাচাই বাছাইয়ের আবেদন করতে পারবে।

প্রধান তিনটি পদ ছাড়া অন্যান্য পদের মধ্যে খেলাধূলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে ১১ জন, সহ-খেলাধূলা ও ক্রীড়া বিষয়ক সাম্পাদক পদে ১২, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৬, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৬, দপ্তর সম্পাদক পদে ১৮, সহ-দপ্তর সম্পাদক পদে ১৩, ছাত্রীদের জন্য বরাদ্দ দুইটি পদের একটি ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১২, সহ ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১১, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে ১১, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক পদে ১৩, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে ২০, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে ১৭ জন করে, ক্যারিয়ার ডেভলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে ১৬, যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে ২০ জন, সহ যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে ১৪ জন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে ১১ পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া পাঁচটি নির্বাহী সদস্য পদের বিপরীতে ফরম জমা পড়া ৮৪টির মধ্যে ৮০ ফরম বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চাকসু নির্বাচনে ৫২৯ জন মনোনয়ন সংগ্রহ করেছিলেন। এরমধ্যে ৪২৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

নির্বাচনি তফসিল অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং পর দিন প্রার্থীতা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি অনুষ্ঠি হবে। এরপর ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর।

সরকার দলীয় ছাত্র সংগঠনবিহীন এ নির্বাচনে ছাত্রদল একক এবং ইসলামী ছাত্র শিবির 'সম্প্রীতির শিক্ষার্থী জোট' নামে প্যানেল দিয়েছে।

'দ্রোহ পর্ষদ' নামে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, 'সচেতন শিক্ষার্থী সংসদ’ নামে ইসলামী ছাত্র আন্দোলন, বিভিন্ন বাম ছাত্র সংগঠন ও পাহাড়ি ছাত্র পরিষদ সম্মিলিত ভাবে ‘বৈচিত্র্যের ঐক্যসহ’ ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো রোববার পর্যন্ত মোট ১২টি প্যানেল ঘোষণা করেছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৮ ইউএনওর বদলির আদেশ বাতিল

৮ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করার আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

১৬ ঘণ্টা আগে

রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়া

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশনের কুমিল্লা-১০ আসনে (লালমাই-নাঙ্গলকোট) প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

১৭ ঘণ্টা আগে

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে কী কারণে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

১৮ ঘণ্টা আগে