আদালতের রায়ে নিয়োগ বাতিল: সহকারী শিক্ষকের সুপারিশ পাওয়া প্রার্থীরা এখনো শাহবাগে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আদালতের রায়ে বাতিল হওয়া নিয়োগ ফেরত চেয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ পাওয়া প্রার্থীরা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার দুপুরে শাহবাগ মোড় থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পেয়েও উচ্চ আদালতের রায়ে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা এখনো রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন। তারা বলছেন, রাতেও তারা শাহবাগে ছিলেন। নিয়োগ না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে দেখা যায়, চাকরিপ্রার্থীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই এসব চাকরিপ্রার্থী শাহবাগে অবস্থান নিয়েছিলেন। দুপুরের দিকে তারা শিক্ষা ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়, তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। চাকরিপ্রার্থীরা সড়ক ছাড়তে না চাইলে পুলিশ তাদের ওপর বলপ্রয়োগ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার প্রথমে পুলিশ চাকরিপ্রার্থীদের ওপর লাঠিচার্জ করে। পরে তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করা হয়, ব্যবহার করা হয় সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল। পুলিশের অ্যাকশনে কোনঠাসা হয়ে পড়েন চাকরিপ্রার্থীরা। জলকামানের পানি ও টিয়ার শেলের ধোঁয়ায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।

পুলিশের অ্যাকশনের মুখে শেষ পর্যন্ত বিকেলে শাহবাগ ছাড়তে বাধ্য হন আন্দোলনকারীরা। পরে সন্ধ্যার দিকে শাহবাগ মোড়ের পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে আন্দোলনকারীরা ঘোষণা দেন, তারা চাকরি ফিরে পেতে আন্দোলন চালিয়ে যাবেন।

মঙ্গলবার শাহবাগে অবস্থানরত নিয়োগ বাতিল হওয়া চাকরিপ্রার্থীদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ঢাকার বাইরে বিভিন্ন এলাকা থেকে এসেছেন। নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে এসে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার কথা জানিয়েছেন।

আন্দোলনকারীরা বলছেন, সরকার নিয়োগের চূড়ান্ত সুপারিশ করে সরকারই আবার নিয়োগ বাতিল করেছে। দুই ধাপে নিয়োগ প্রক্রিয়া শেষ করলেও তৃতীয় ধাপে আমাদের নিয়োগ আটকে গেছে। এর মাধ্যমে সরকার আমাদের সঙ্গে বৈষম্য করেছে। নিয়োগ না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

২০২৩ সালের ১৪ জুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। লিখিত পরীক্ষা হয় ২০২৪ সালের ২৯ মার্চ, ফলাফল প্রকাশ করা হয় একই বছরের ২১ এপ্রিল। ১২ জুন মৌখিক পরীক্ষা শেষ হয়।

আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে গত বছরেত ৩১ অক্টোবর ফলাফল প্রকাশিত হয়। এতে ছয় হাজার ৫৩১ জন চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ পান। তবে সুপারিশ না পাওয়া ৩১ জন হাইকোর্টে রিট করেন।

রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত প্রথমে এই ছয় হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন। পরে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ ফেব্রুয়ারি বাতিল করে রায় দেন হাইকোর্ট। এরপর থেকেই চূড়ান্ত সুপারিশ পাওয়া প্রার্থীরা আন্দোলন চালিয়ে আসছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শেখ হাসিনাকে ফেরাতে চিঠি ইস্যুতে মুখ খুলছে না পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র সচিব সিয়াম বলেন, এ সংবাদ সম্মেলন ও সংবাদ কর্মীদের সঙ্গে যে আলাপ চলছে, তা সম্পূর্ণই ভুটান সফরসংক্রান্ত। এর বাইরে অন্য কোনো বিষয়ে আলোচনা করা অসৌজন্যমূলক হবে। আমি আশা করি আপনারা বিষয়টি বুঝবেন এবং প্রশ্নোত্তর পর্বও দ্বিপাক্ষিক সফরেই সীমাবদ্ধ রাখবেন।

৯ ঘণ্টা আগে

হাসিনা-কামালকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাবে সরকার

জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ভারতকে চিঠি পাঠাবে। সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এই তথ্য জানিয়েছেন।

১০ ঘণ্টা আগে

সাকিব আল হাসানকে দুদকে তলব

শেয়ার বাজার সংক্রান্ত মামলার আসামি ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তাকে আগামী ২৬ নভেম্বর হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

১১ ঘণ্টা আগে

গণভোট আইন কবে, জানালেন আইন উপদেষ্টা

আগামী ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

১১ ঘণ্টা আগে