রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল

রাবি প্রতিনিধি

অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ১১ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এই কোটা বাতিলের সিদ্ধান্ত মেনে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

এদিন রাত পৌনে ১০টার দিকে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারি শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।। এর পর রাত ১০টার দিকে ছাত্ররা গেট খুলে দিলে অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারিরা মুক্তিপায়।

আর প্রশাসনের পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্তের পরপরই আন্দোলনরত শিক্ষার্থীরা বিজয় উল্লাসে মেতেছেন।

এর আগে, বৃহস্পতিবার সকালে রাজশাহী বিশ্বাবদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে প্রশাসন ভবনে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু করে। এতে দুইজন উপ-উপাচার্যসহ অর্ধশত কর্মকর্তা-কর্মচারি অবরুদ্ধ হয়ে পড়ে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন উপাচার্যের একটি প্রতিনিধি দল। তারা আলোচনার প্রস্তাব দিলেও তা প্রত্যক্ষণ করে শিক্ষার্থীরা।

এরপর রাত ৮টার দিকে সেখানে পুলিশ গেলে শিক্ষার্থীরা তাদের ধাওয়া দিয়ে বের করে দেন। রাত সাড়ে ৯টার দিকে সেখানে আসেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। তিনি আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন।

প্রসঙ্গত, গত দুই মাস ধরে পোষ্য কোটা বাতিলের দাবি জানিয়ে আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে শুরু করে অনশন কর্মসূচিও পালন করেছেন তারা। এর প্রেক্ষিতে বুধবার ভর্তি কমিটির জরুরি সভায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ কোটা বরাদ্দ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এরপর আবারও আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাসিনার বিরুদ্ধে অভিযোগ সাইদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালির

সুখরঞ্জন বালি ছিলেন সাঈদী মামলার রাষ্ট্রপক্ষের একজন সাক্ষী। ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে তিনি আদালতে সাঈদীর পক্ষে বক্তব্য দেন। এর কিছুক্ষণের মধ্যেই তিনি আদালত চত্বর থেকে নিখোঁজ হয়ে যান। পরে, তাকে ভারতের একটি কারাগারে পাওয়া যায় বলে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও

২ ঘণ্টা আগে

৬ লাশ পোড়ানো মামলার আসামি আফজালুল রাজসাক্ষী হতে চান

১৬ আসামির মধ্যে কারাগারে থাকা আটজনকে এদিন আদালতে হাজির করা হয়। তারা হলেন- ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল হোসেন ও কনস্টে

২ ঘণ্টা আগে

সাগরে সতর্কসংকেত, ৪ বিভাগে ভারী বৃষ্টিপাতের সতর্কতা

এদিকে পৃথক আরেক বিজ্ঞপ্তিতে সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে আগামী ৭২ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

৫ ঘণ্টা আগে

ভয়ংকর 'মেগা সুনামি'র ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, নিশ্চিহ্ন হতে পারে উপকূলীয় এলাকা

গবেষণায় বলা হয়েছে, আগামী ৫০ বছরের মধ্যে ওই ফল্টলাইনে ৮ মাত্রা বা তার বেশি শক্তির ভূমিকম্প হওয়ার আশঙ্কা প্রায় ১৫ শতাংশ। এতে উপকূলীয় ভূমি সাড়ে ৬ ফুট পর্যন্ত ধসে যেতে পারে।

৫ ঘণ্টা আগে