তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধ করেছেন কলেজটির আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে গুলশান-মহাখালী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ কর্মসূচি শুরু করেন তারা। রাস্তায় অবস্থান নিয়ে তারা তিতুমীর বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এদিকে অবরোধ শুরুর কিছুক্ষণের মধ্যেই সেখানে যান কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল। তিনি শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরার আহ্বান জানিয়ে বলেন, রাস্তা অবরোধ না করে তোমরা কলেজ ক্যাম্পাসে ফিরে আসো। ক্যাম্পাসে কর্মসূচি দিয়ে তোমরা তোমাদের দাবি শান্তিপূর্ণভাবে জানাও। তিতুমীর কলেজ পরিবার সাধারণ মানুষের ভোগান্তি চায় না। রাস্তা অবরোধ করলে ভোগান্তি বাড়বে।

তবে শিক্ষার্থীরা অধ্যক্ষের আহ্বানে সাড়া দেননি। দুপুর পৌনে ১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

এর আগে বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টা থেকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ শুরু করেন পাঁচ শিক্ষার্থী।

এসময় শিক্ষার্থীরা সাত দফা দাবি জানান। তিতুমীর ঐক্যের দাবিগুলো হলো- তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা, শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ বা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আইন ও সাংবাদিকতা বিষয় চালু করতে হবে।

তাছাড়া একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষার গুণগতমান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসনসংখ্যা সীমিতকরণ ও আন্তর্জাতিক মানের গবেষণাগার নির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ।

এদিকে, টানা ২০ ঘণ্টা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন দুইজন শিক্ষার্থী। তাদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাছাড়া আরও শিক্ষার্থীরা নতুন করে অনশনে যোগ দিচ্ছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ২১৮ অবৈধ অভিবাসী আটক

ইমিগ্রেশন সূত্র জানায়, অভিযান চলাকালে ১ হাজার ৮৭ জনকে তল্লাশি করা হয়। এর মধ্যে ২ থেকে ৫৩ বছর বয়সী ২১৮ বিদেশি নাগরিককে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধে আটক করা হয়।

৯ ঘণ্টা আগে

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পিবিসির পাঁচ সদস্যবিশিষ্ট ব্যুরো নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় মরক্কো সভাপতি এবং বাংলাদেশ, জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়া সহ-সভাপতি নির্বাচিত হয়।

৯ ঘণ্টা আগে

গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে—এমন দাবি ভিত্তিহীন: সরকার

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই দাবির সঙ্গে ইনডিপেনডেন্ট টেলিভিশনের একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। টেলিভিশন চ্যানেলটির ফেসবুক পেজে প্রকাশিত ওই ফটোকার্ডের শিরোনাম ছিল, ‘নির্বাচনের পর সংসদ সদস্যরা ১৮০ দিন গণপরিষদ হিসেবে কাজ করবেন: আলী রীয়াজ।’

৯ ঘণ্টা আগে

জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামির মুক্তি, ডেপুটি জেলার বরখাস্ত

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে এসব তথ্য নিশ্চিত করে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম।

১৮ ঘণ্টা আগে