পাসের হার ও জিপিএ-৫— ২ সূচকেই এগিয়ে মেয়েরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ২৩: ১৯
ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেছে শিক্ষ বোর্ডগুলো। ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এ পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে পাসের হার বেশি। শুধু তাই নয়, জিপিএ-৫ পাওয়ার দিক থেকেও এগিয়ে রয়েছে মেয়েরাই।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ফল ঘোষণা করেন বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে সাত লাখ ২৬ হাজার ৯৬০ জন।

পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী তিন লাখ ৯৩ হাজার ৯৬ জন, ছাত্র তিন লাখ ৩৩ হাজার ৮৬৪ জন। সে হিসাবে ছাত্রদের চেয়ে ৫৯ হাজার ২৩২ জন বেশি ছাত্রী এ পরীক্ষায় পাস করেছে।

কেবল সংখ্যা নয়, পাসের হারেও এগিয়ে মেয়েরা। এ পরীক্ষায় তাদের গড় পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ। আর ছাত্রদের মধ্যে গড় পাসের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ।

জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও মেয়েরা অনেকটাই এগিয়ে রয়েছে ছেলেদের চেয়ে। এ বছর সারা দেশে জিপিএ-৫ পেয়েছে মোট ৬৯ হাজার ৯৭ জন। এর মধ্যে ছাত্রী ৩৭ হাজার ৪৪ জন, ছাত্র ৩২ হাজার ৫৩ জন। সে হিসাবে ছাত্রদের তুলনায় চার হাজার ৯৯১ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

এ বছর সার্বিকভাবে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী পাস করেছে ঢাকা বোর্ডে। আর পাসের হার সবচেয়ে কম কুমিল্লা শিক্ষা বোর্ডে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

যুবদল নেতা কিবরিয়া হত্যায় দোষ স্বীকার করে জবানবন্দি এক আসামির

সোমবার সন্ধ্যা ৭টার দিকে পল্লবীর পুরনো থানার কাছে সি ব্লকে একটি হার্ডওয়্যারের দোকানে মুখোশ ও হেলমেট পরা তিন ব্যক্তি ঢুকে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে খুব কাছ থেকে গুলি করে চলে যায়।

১৪ ঘণ্টা আগে

নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

১৬ ঘণ্টা আগে

শেখ হাসিনা-কামালকে ফেরাতে চিঠি প্রস্তুত হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি এখনো পাঠানো হয়নি। তবে চিঠি প্রস্তুত হচ্ছে। আজকেই পাঠানো হতে পারে। রায়ের কপি পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠাবে না। শুধু নোট ভারবালের মাধ্যমে রায়ের বিষয়টি জানিয়ে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ করা হবে।’

১৬ ঘণ্টা আগে

একদিন আগেই দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার পর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

১৬ ঘণ্টা আগে