বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দিলেন রাবি শিক্ষক

ডেস্ক, রাজনীতি ডটকম
বেগম রোকেয়া ও রাবি শিক্ষক খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান। ছবি: সংগৃহীত

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়াকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান। বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দিয়েছেন তিনি।

একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের এমন মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস তথা বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়েছেন মাহমুদুল হাসান। তাতে লিখেছেন, ‘আজ মুরতাদ-কাফির বেগম রোকেয়ার জন্মদিন।’

এ নিয়ে সমালোচনা হলে খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান জানান, তিনি সাজিদ হাসান নামের একজনের পোস্ট শেয়ার করে ক্যাপশনে ওই কথাগুলো লিখেছেন। তার দাবি, ওই স্ট্যাটাস পড়ে মনে হয়েছে বেগম রোকেয়া ইসলামবিদ্বেষী ছিলেন। সাজিদ হাসানের পোস্টের পুরো লেখাটা পড়লে বেগম রোকেয়ার সেই পরিচয় এসে যায়।

বেগম রোকেয়াকে নিয়ে এমন বিরূপ মন্তব্যের কারণ হিসেবে মাহমুদুল হাসান প্রথমে সাজিদ হাসানের ওই পোস্টটি পড়ার পরামর্শ দেন এবং বলেন, ‘পোস্টের লেখাগুলো ভেরিফিকেশনের জন্য বড় আলেমের কাছে যেতে হবে। আলেমের কাছে গেলেই বুঝবেন তিনি কাফের বা মুরতাদ ছিলেন কি না।’

মাহমুদুল হাসানের কথা অনুযায়ী সাজিদ হাসান নামের ওই ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায়, সেখানে বেগম রোকেয়ার রচনাবলি থেকে ইসলাম সম্পর্কিত বিভিন্ন অংশ খণ্ডিতভাবে তুলে ধরা হয়েছে। নেটিজেনরা বলছেন, এতে অনেক ক্ষেত্রেই বক্তব্যগুলোর অর্থ বদলে গেছে। আর এরকম পোস্টই শেয়ার করে বিরূপ মন্তব্য করেছেন ওই রাবি শিক্ষক।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, ‘এটা তার ব্যক্তিগত অভিমত। এটা অনেকের ভালো লাগবে না। আমি ব্যক্তিগতভাবে এটা এন্ডোর্স (সমর্থন) করি না।’

শিক্ষকের এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পরমা পারমিতা। তিনি বলেন, ‘বেগম রোকেয়া ছিলেন উপমহাদেশের নারী শিক্ষা ও মানবিক মূল্যবোধের অন্যতম পথিকৃৎ। তিনি কখনোই ধর্মবিদ্বেষী ছিলেন না; বরং অন্ধ কুসংস্কার, বৈষম্য ও অজ্ঞতার বিরুদ্ধে লড়াই করেছেন, যা ইসলামসহ সব ধর্মই সমর্থন করে।’

পরমা পারমিতা আরও বলেন, ‘কোনো ব্যক্তিকে এভাবে ধর্মীয় ট্যাগ দেওয়া শুধু অসম্মানজনক নয়, অন্যায়। ভিন্নমত বা প্রগতিশীল চিন্তাকে অপমান করে নয়, যুক্তি ও ইতিহাস বুঝে আলোচনা করাই সভ্যতার লক্ষণ। বেগম রোকেয়ার জন্মদিনে তাকে হেয় করার চেষ্টা তার বিশাল অবদানকে ছোট করতে পারে না; বরং আমাদের নিজেদের সংকীর্ণ মানসিকতার পরিচয়ই প্রকাশ পায়।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রবাসী ভোটার নিবন্ধন পৌনে ৩ লাখে পৌঁছেছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন দ্রুত বাড়ছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট ২ লাখ ৭৪ হাজার ৬২১ প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

২ ঘণ্টা আগে

সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির বিশেষ নির্দেশনা

আগামী বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৫ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

২ ঘণ্টা আগে

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মীর বিরুদ্ধে মামলা

রাজধানীর মোহাম্মদপুরে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যার ঘটনায় কথিত গৃহকর্মী আয়েশাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত গৃহকর্মীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

৩ ঘণ্টা আগে

'নির্বাচনে দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করলে দুর্নীতি কমে আসবে'

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে। তখন আর দুদকের প্রয়োজন হবে না।’

৩ ঘণ্টা আগে