রাতভর শহিদ মিনারে অবস্থান শিক্ষকদের, বুধবার শাহবাগ ব্লকেড

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মঙ্গলবার বিকেলে লং মার্চে বাধা পেয়ে ফের শহিদ মিনারে ফিরেছেন আন্দোলনরত শিক্ষকরা। রাতে এখানেই অবস্থান করবেন তারা। ছবি: সংগৃহীত

পুলিশের বাধায় লং মার্চ কর্মসূচি নিয়ে সচিবালয় পর্যন্ত যেতে পারেননি তিন দফা দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। হাইকোর্টের মাজার গেটের সামনে পুলিশ তাদের আটকে দেয়। পরে সেখান থেকে তারা আবার ফিরেছেন কেন্দ্রীয় শহিদ মিনারে। রাতভর সেখানেই অবস্থান করবেন।

আন্দোলনকারী শিক্ষকরা বলেন, দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি হিসেবে বুধবার তারা পালন করবেন ‘শাহবাগ ব্লকেড’। পাশাপাশি আগের মতোই বুধবারও এমপিওভুক্ত সব প্রতিষ্ঠানে চলবে কর্মবিরতি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষকরা। পরে সরকারের আশ্বাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহর অনুরোধে তারা দাবি মেনে নিতে সরকারকে বিকেল ৪টা পর্যন্ত সময় বেঁধে দেন।

এর মধ্যে সরকার শিক্ষকদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করলে শিক্ষকরা সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি শুরু করেন। বিকেল সাড়ে ৪টার দিকে সেই লং মার্চ হাইকোর্ট মোড়ে পৌঁছালে পুলিশ শিক্ষক-কর্মচারীদের বাধা দেয়। সেখান থেকে আর সামনে যেতে পারেননি তারা।

এ সময় শিক্ষকরা হাইকোর্ট মোড়েই অবস্থান নিয়ে রাতযাপনের ঘোষণা দিয়েছিলেন। পরে তারা সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। রাত ৮টার পর তারা সেখান থেকে চলে আসেন কেন্দ্রীয় শহিদ মিনারে। সেখানেই রাতে অবস্থান করছেন তারা।

এ সময় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের পক্ষে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার মধ্যে সরকার তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করলে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির পালন করবেন তারা।

দেলাওয়ার হোসেন আজিজী বলেন, শহিদ মিনার আমাদের আন্দোলনের মূল কেন্দ্র। এ কারণে আমরা রাতে এখানেই অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছি। বুধবার বেলা ১২টা পর্যন্ত এখানেই অবস্থান করব। এর মধ্যে আমাদের দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি করা না হলে আমরা দুপুর থেকে শাহবাগ মোড় অবরোধ করে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি শুরু করব।

এতেও কাজ না হলে পরবর্তী কর্মসূচি কী হতে পারে, সেটির ইঙ্গিতও দিয়েছেন দেলাওয়ার হোসেন আজিজী। তিনি বলেন, ‘শাহবাগ ব্লকেডে’ও সরকারের টনক না নড়লে আমরা আমরণ অনশন শুরু করতে পারি। এমন পরিকল্পনা আছে আমাদের।

দ্রুত দাবি-দাওয়া মেনে প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদের ক্লাসে ফেরাতে সরকারের প্রতি আহ্বান জানান এই শিক্ষক নেতা। বুধবার শাহবাগে পুলিশ বাধা দিলে শিক্ষক-কর্মচারীরা তা ‘প্রতিহত করবে’ বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শিক্ষক-কর্মচারীরা যে তিন দাবিতে আন্দোলন করছেন সেগুলো হলো—

  • মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা হিসেবে দিতে হবে;
  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করতে হবে; এবং
  • এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করতে হবে।

এই তিন দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এ আন্দোলন চালাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা।

গত ৩০ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বাড়িয়েছে সরকার। গত ৫ অক্টোবর এ ঘোষণা প্রকাশ্যে এলে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন। পরদিন ৬ অক্টোবর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা অন্তত দুই হাজার বা তিন হাজার টাকা করার প্রস্তাব অর্থ বিভাগে পাঠায় শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য বলছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পান। তারা মূল বেতনের সঙ্গে মাসে ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। তারা আগে বাড়ি ভাড়া পেতেন এক হাজার টাকা, যা ৫০০ টাকা বাড়ানো হয়েছে।

এ ছাড়া এমপিওভুক্ত শিক্ষকরা আগে বছরে ২৫ শতাংশ হারে বছরে দুটি উৎসব ভাতা পেলেও গত মে মাসে তা বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জামায়াতের প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুনামগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এবং সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রিদওয়ান হোসেন রবিন নামে এক আইনজীবী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। অভিযো

৭ ঘণ্টা আগে

রাবির দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষ, এবার ঢাকায় মানববন্ধন

এ সময় তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন চরম অবহেলার সঙ্গে এই দায়সারা সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে। সমাবর্তনপ্রত্যাশীরা যে ৩ দফা দাবি জানিয়েছে তার প্রতি সংহতি জানাচ্ছি। আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিগুলো ইতিবাচকভাবে বিবেচনা করবে।

৭ ঘণ্টা আগে

‘গুমের নির্দেশ দিতেন শেখ হাসিনা’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের অন্য দুই বিচারক ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

৮ ঘণ্টা আগে

সুষ্ঠু নির্বাচনের জন্য ৫ হাজার নৌ সদস্য প্রস্তুত: নৌবাহিনী প্রধান

জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে নৌবাহিনী প্রধান বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনে দায়িত্ব পালনের জন্য পাঁচ হাজার নৌ সদস্যকে প্রস্তুত করা হয়েছে।’

৯ ঘণ্টা আগে