চাঁদনী চকে দুই শিক্ষার্থীকে মারধর, ঢাবি প্রশাসনের প্রতিবাদ

ঢাবি প্রতিনিধি
ছবি: রাজনীতিডটকম

চাঁদনী চক মার্কেটে ছাত্রী হেনস্থার প্রতিবাদ করতে গিয়ে দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিবাদ।

রাজধানীর চাঁদনী চক মার্কেটে ব্যবসায়ী কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্থা ও অশালীন মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন। মারধরের এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর গায়ে হাত তুললে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।

এদিকে আজ মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে আহত শিক্ষার্থীদের দেখতে যান।

উল্লেখ্য, গতকাল ২৬ মে সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহেদুল ইসলাম, আয়াজুর রহমান এবং এক নারী শিক্ষার্থীসহ কাপড় কিনতে চাঁদনী চক মার্কেটে যান। কাপড় দামাদামি করে পরে নিবে জানিয়ে ফিরতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে উদ্দেশ্য করে কটুক্তি করে সংশ্লিষ্ট দোকানদার। তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ করে শাহেদুল ইসলাম ও আয়াজুর রহমান। পরে ওই দোকানের ম্যানেজার ও আশেপাশের আরও বেশ কয়েকটি দোকানের লোকজন এসে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করে।

পরে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে মব সৃষ্টি করে তাদেরও মারধর করে ব্যবসায়ীরা। শিক্ষার্থী শাহেদুল ইসলামকে ৪০ মিনিট একটি কক্ষে আটকে রেখে ব্যবসায়ীরা শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। এ সময় তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

মারধরে আহত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনা জানাজানি হলে অপরাধীদের দ্রুত আটক করে বিচারের আওতায় আনতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিউমার্কেট থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ, সহকারী প্রক্টরবৃন্দ ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে আরও ৫০ জন ব্যবসায়ীকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশ তিনজন অপরাধীকে গ্রেপ্তার করে। বাকি অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছে নিউমার্কেট থানা পুলিশ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি বাংলাদেশ

সংস্কৃতি উপদেষ্টা তার পোস্টে জানান, জাপানের বিপক্ষে ৩০-২৭ ব্যবধানে বাংলাদেশ ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে। বাংলাদেশ ও জাপান ছাড়াও সভাপতি পদে আরো প্রতিদ্বন্দ্বিতা করেছিল কোরিয়া ও ভারত। কিন্তু শেষ পর্যায়ে এসে কোরিয়া ও ভারত তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে।

১৮ ঘণ্টা আগে

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৭০ জন, ঢাকা বিভাগে ১৪২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৪১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৪ জন, খুলনা বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৪ জন, রাজশাহী বিভাগে ৩২ জন এবং রংপুর বিভাগে ১০ জন রোগী রয়েছেন।

১৮ ঘণ্টা আগে

আবরার ফাহাদ দেশের সার্বভৌমত্বের প্রতীক ও আধিপত্যবাদ বিরোধী চেতনার বাতিঘর

শহীদ আবরার ফাহাদ শুধু একটি নাম বা ব্যক্তি নন তিনি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক এবং আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের বাতিঘর হিসেবে এই প্রজন্মের সামনে হাজির হয়েছেন। আবরারের শহীদ হওয়া ছিল একটি রাজনৈতিক টার্নিং পয়েন্ট। যা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেশে তরুণ সমাজকে জাগিয়ে তুলেছিল এবং

২১ ঘণ্টা আগে

তামাক কোম্পানির সঙ্গে বৈঠক বাতিলের দাবি হেলথ রিপোর্টার্স ফোরামের

অধূমপায়ী ও তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে রক্ষায় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাস এবং আইন প্রণয়ন প্রক্রিয়ায় তামাক কোম্পানির সম্পৃক্ততা সম্পূর্ণভাবে বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)।

১ দিন আগে