ধর্ষণের শিকার শিশুর মৃত্যু

ঢাবিতে গায়েবানা জানাজা, কফিন মিছিল

ঢাবি প্রতিনিধি
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাবির ভিসি চত্বরে মৃত শিশুটির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

আট দিন লড়াইয়ের পর মৃত্যুর কাছে পরাজয় বরণ করে নেওয়া আট বছর বয়সী ধর্ষণের শিকার মেয়েটির জন্য গায়েবানা জানাজা পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধর্ষণের প্রতিবাদ ও বিচার চেয়ে তারা কফিন মিছিলও করেছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে শিশুটির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেকুল ইসলাম।

ধর্ষণবিরোধী মঞ্চ আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানও।

DU-Coffin-Rally-13-03-2025

ধর্ষণবিরোধী মঞ্চ আয়োজিত কফিন মিছিলে ঢাবির সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ছবি: সংগৃহীত

জানাজা শেষে ভিসি চত্বর থেকেই কফিন মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

গায়েবানা জানাজায় অংশ নিয়ে ঢাবি উপাচার্য বলেন, শিশুটির মৃত্যু আমাদের নাড়িয়ে দিয়ে গেছে। দ্রুত সময়ে এই ভয়াবহ হত্যার বিচার হলে ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে। শিশুটির জন্য পুরো জাতি দোয়া করছেন। তার মৃত্যু এই ক্রান্তিকালে জাতিকে ঐক্যবদ্ধ করেছে। এটাই এই মুহূর্তে প্রয়োজন।

গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাবি শাখার আহ্বায়ক আবদুল কাদের বলেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও ধর্ষকের সাহায্যকারীদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আগামীর বাংলাদেশে ধর্ষণকে কেবল শারীরিক শ্লীলতাহানি হিসেবে নয়, হত্যার সমপরিমাণ নিকৃষ্ট অপরাধ হিসেবে বিবেচনা করতে হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শেখ হাসিনাকে ফেরাতে চিঠি ইস্যুতে মুখ খুলছে না পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র সচিব সিয়াম বলেন, এ সংবাদ সম্মেলন ও সংবাদ কর্মীদের সঙ্গে যে আলাপ চলছে, তা সম্পূর্ণই ভুটান সফরসংক্রান্ত। এর বাইরে অন্য কোনো বিষয়ে আলোচনা করা অসৌজন্যমূলক হবে। আমি আশা করি আপনারা বিষয়টি বুঝবেন এবং প্রশ্নোত্তর পর্বও দ্বিপাক্ষিক সফরেই সীমাবদ্ধ রাখবেন।

৬ ঘণ্টা আগে

হাসিনা-কামালকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাবে সরকার

জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ভারতকে চিঠি পাঠাবে। সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এই তথ্য জানিয়েছেন।

৭ ঘণ্টা আগে

সাকিব আল হাসানকে দুদকে তলব

শেয়ার বাজার সংক্রান্ত মামলার আসামি ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তাকে আগামী ২৬ নভেম্বর হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

৮ ঘণ্টা আগে

গণভোট আইন কবে, জানালেন আইন উপদেষ্টা

আগামী ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

৮ ঘণ্টা আগে