রাবিতে পূর্ণদিবস কর্মবিরতিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা

রাজশাহী ব্যুরো
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ০৯

পোষ্য কোটা ইস্যুতে শনিবার শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনার পর আজ রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণদিবসের কর্মবিরতির ডাক দিয়েছেন। প্রাতিষ্ঠানিক সুবিধার দাবি জানিয়ে তারা সকাল ১০টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকের সামনের নিচুতলায় অবস্থান নিয়েছেন; কিন্তু শিক্ষকরা অংশগ্রহণ না করায় উপস্থিতদের মধ্যে তাৎপর্য কিছুটা কম ছিল।

অবস্থানরত কর্মকর্তা–কর্মচারীরা বলছেন, শনিবার যে শিক্ষকদের ওপর শারীরিক হামলা হয়েছে—তাদের আজই বহিষ্কার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক সুবিধা বাতিল ও কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তারা।

অফিসার্স সমিতির সভাপতি মুক্তার হোসেন বলেন, “শনিবার ছাত্র নামধারী কিছু সংখ্যক সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। এমন ব্যক্তিদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের আইনে শাস্তি দিতে হবে।”

তিনি জানান, এই আন্দোলন রাকসু নির্বাচনকে প্রভাবিত করবে না; রাকসুকে তাদের কর্মসূচির বাইরে রাখা হয়েছে।

অফিসার্স সমিতির কোষাধ্যক্ষ মাসুদ রানা বলেন, “শনিবারের ঘটনায় যারা জড়িত তাদের ছাত্রত্ব বাতিল করা হোক; যারা বহিরাগত তাদের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। যদি শাস্তি নিশ্চিত করা না হয়, সোমবার থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের সবকিছু শাটডাউন করে দেব।”

প্রসঙ্গত, শনিবার বিকেলে উপ-উপাচার্য (প্রশাসন) প্রশাসনিক ভবন ত্যাগ করলে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা তার গাড়ি আটকে দেন। উপ-উপাচার্য ও কিছু শিক্ষক–কর্মকর্তাকে পরে জুবেরী ভবনে আটকে রাখা হয়। ওই সময় উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও অল্পসংখ্যক শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষাবর্ষের শুরুতেই নতুন বই পাবে শিক্ষার্থীরা : অর্থ উপদেষ্টা

উপদেষ্টা জানান, নতুন বই ছাপানোর দায়িত্ব কারা পাবেন তা চলতি মাসেই চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে। এ ছাড়া, গত বছর বই ছাপানোর ক্ষেত্রে যারা অনিয়মের অভিযোগে জড়িত ছিলেন, তাদের এ বছর বই ছাপার কাজ দেওয়া হবে না।

৩ ঘণ্টা আগে

সেল গঠনেও থামছে না সাইবার বুলিং, কোণঠাসা নারী প্রার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে নারী প্রার্থীদের অংশগ্রহণ আশঙ্কাজনকভাবে কম। প্রার্থিতা ঘোষণার আগেই ছাত্রীরা অভিযোগ তুলেছিলেন— সামাজিক মাধ্যমে বিদ্রুপ, কুরুচিপূর্ণ মন্তব্য, ভুয়া আইডি দিয়ে অপমান আর চরিত্র হননের কারণে তারা নিরুৎসাহিত হচ্ছেন।

৩ ঘণ্টা আগে

বিচারের মধ্য দিয়েই আ.লীগের ফয়সালা করতে হবে

নাহিদ বলেন, নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনো স্থায়ী সমাধান নয়। কেননা তাদের রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। তাই বিচারের আওতায় এনেই দলগত হিসেবে নিষিদ্ধ করতে হবে। কারণ অস্থায়ী সিদ্ধান্তে আওয়ামী লীগকে টেকাল দেওয়া যাবে না। এছাড়া ফ্যাসিবাদের দোসরদেরও বিচারের মুখোমুখি করতে হবে

৩ ঘণ্টা আগে

সিলিন্ডারের গোডাউনে বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু, বার্নে ভর্তি আরও ৮

চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নে চন্দনাইশ-সাতকানিয়া উপজেলার সীমানায় অবস্থিত একটি গ্যাস সিলিন্ডারের গোডাউনে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গোডাউন মালিক মাহবুবুর রহমানসহ ১০ জন দগ্ধ হন।

৩ ঘণ্টা আগে