কারিগরিতে পাশের হার ৬২.৬৭ শতাংশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি (ভোকেশনাল/বিএম/ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.৬৭ শতাংশ। এই বোর্ড থেকে ১ হাজার ৬১০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে সব শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়।

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশ। গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে প্রায় ১৯ শতাংশ। ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় বসেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ ছাত্রী।

এবারের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা গত ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।

প্রসঙ্গত, এবছর ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে। যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। গত বছর (২০২৪) শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫টি, যা এবার বৃদ্ধি পেয়ে ২০২টিতে দাঁড়িয়েছে। ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। ২০২৩ সালে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘বিগত ফলে গলদ ছিল, এবারের এইচএসসি ফলে তা স্পষ্ট’

ড. খন্দোকার এহসানুল কবির বলেন, এসএসসির পর এইচএসসির ফলাফল দিলাম। কাউকে ছক বেধে দিইনি যে ছাড় দিয়ে পাসের হার বাড়াবেন। এমন ভাবনা থাকার প্রয়োজন নেই। সরকারের নির্দেশনা ছিল, নিয়ম মেনেই সব হবে।

২ ঘণ্টা আগে

পাসের হার ও জিপিএ-৫— ২ সূচকেই এগিয়ে মেয়েরা

এ বছর পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উভয়ই কমেছে। এর মধ্যে এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম।

৩ ঘণ্টা আগে

এইচএসসিতে পাসের হার কমেছে, জিপিএ-৫ কমে অর্ধেকের নিচে

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছর, অর্থাৎ ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

৪ ঘণ্টা আগে

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ঢাকা, সবার পেছনে কুমিল্লা

ফলাফলের তুলনামূলক চিত্র বিশ্লেষণ করে দেখা যায়, এ বছর এইচএসসিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী পাস করেছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে মোট পাসের হার ৬৪ দশমিক ৬২ শতাংশ।

৪ ঘণ্টা আগে