বিকেল ৪টার মধ্যে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম শিক্ষকদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
৩ দাবি নিয়ে মঙ্গলবার টানা তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। ছবি: সংগৃহীত

তিন দফা দাবি নিয়ে তৃতীয় দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত হাজারও শিক্ষক-কর্মচারী। বিকেল ৪টার মধ্যে দাবি আদায়ের আলটিমেটাম দিয়েছেন তারা। জানিয়েছেন, এর মধ্যে দাবি মেনে নেওয়া না হলে সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করবেন।

শিক্ষা উপদেষ্টার ‘আলোচনার প্রস্তাব’ প্রত্যাখ্যান করে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনরত শিক্ষকরা এ ঘোষণা দেন।

আগে থেকেই এ দিন সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছিলেন আন্দোলনরত শিক্ষকরা। তারা বলছেন, এর মধ্যে শিক্ষা উপদেষ্টা তাদের দাবি-দাওয়া নিয়ে ‘আলোচনার প্রস্তাব’ দিলেও সে প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছেন। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তাদের দাবি মেনে নিতে সরকারকে আরও কিছু সময় দিতে অনুরোধ জানান।

শিক্ষকরা বলছেন, হাসনাত আব্দুল্লাহর অনুরোধেই মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত লং মার্চ কর্মসূচি পিছিয়ে দিয়ে সরকারকে দাবি মানার সুযোগ দিয়েছেন। এখন বিকেল ৪টার মধ্যে সরকার দাবি না মানলে তারা লং মার্চ নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করবেন।

এর আগে সকাল থেকেই শহিদ মিনারে জড়ো হতে থাকেন বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। সকাল সাড়ে ১১টার দিকে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটে’র সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজী সাংবাদিকদের বলেন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের পক্ষ থেকে দেওয়া আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। আমাদের একটাই দাবি, প্রজ্ঞাপন দিতে হবে। কোনো আলোচনার আর সুযোগ নেই।

এর মধ্যে দুপুর ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলমসহ একটি দল শহিদ মিনারে যান। তারা শিক্ষকদের লং মার্চ পেছানোর জন্য অনুরোধ করেন। এ সময় হাসনাত আবদুল্লাহও শিক্ষক নেতা দেলোয়ার হোসেনের মোবাইল ফোনে কল করে কর্মসূচি পেছাতে অনুরোধ করেন।

এই ফোন কলের পর দেলাওয়ার হোসেন সাংবাদিকদের বলেন, আমাদের প্রশাসন জানিয়েছে, তারা দাবি মেনে নেবে। তবে প্রজ্ঞাপন জারি হতে কিছুটা সময় লাগবে। আমরা যেন লংমার্চ কর্মসূচি পালন না করি। হাসনাত আবদুল্লাহ এ বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন। তবে আমরা জানিয়েছি, প্রজ্ঞাপন জারি না হলে লং মার্চ কর্মসূচি প্রত্যাহার করার সুযোগ নেই।

দেলাওয়ার হোসেন আরও বলেন, আমরা প্রশাসনকে বিকেল ৪টা পর্যন্ত সময় বেঁধে দিচ্ছি। এর মধ্যে দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করলে আমরা ঘরে ফিরে যাব। আর তা না হলে সচিবালয় অভিমুখে লং মার্চ নিয়ে যাত্রা করব।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্ত শিক্ষকরা যে তিন দাবিতে আন্দোলন করছেন সেগুলো হলো— মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়ি ভাড়া দিতে হবে, শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করতে হবে এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করতে হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল

বহুল আলোচিত এই মামলায় পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউশন। অন্যদিকে, আসামিদের নির্দোষ দাবি করে খালাস চেয়েছেন তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এছাড়াও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের খালাস চেয়েছেন তার আইনজীবী।

৪ ঘণ্টা আগে

বাংলাদেশ–কাতার সশস্ত্র বাহিনীর প্রেষণ চুক্তি সই

উক্ত চুক্তি স্বাক্ষরের ফলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ কাতার সশস্ত্র বাহিনীতে প্রেষণে নিয়োজিত হওয়ার সুযোগ পাবে। এর ফলে প্রাথমিকভাবে আনুমানিক ৮০০ জনকে কাতারে প্রেরণ করা হবে এবং ভবিষ্যতে এ জনবলের সংখ্যা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। প্রেরণকৃত জনবল প্রাথমিকভাবে ০৩ বছরের জন্য নিয়োগ প্রাপ্ত হবে এবং তাদের

৪ ঘণ্টা আগে

পুলিশের ঊর্ধ্বতন পদে বড় রদবদল

পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে বদলি করে ফরিদপুরের পুলিশ সুপার করা হয়েছে। ডিএমপির উপপুলিশ কমিশনার মো. মিজানুর রহমানকে দিনাজপুরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। হবিগঞ্জের পুলিশ সুপার এ,

৫ ঘণ্টা আগে

শিক্ষক আন্দোলনে সাউন্ড গ্রেনেডে আহত শিক্ষক মারা গেছেন

রোববার সকালে রাজধানীর মিরপুরের আলোক হাসপাতালের আইসিউতে তিনি মারা যান। আন্দোলনের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। মারা যাওয়া শিক্ষিকা চাঁদপুরের মতলব উত্তরের ঠাকুরচরের বাসিন্দা। রাজধানীর ইডেন মহিলা কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন তিনি।

৫ ঘণ্টা আগে