বিকেল ৪টার মধ্যে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম শিক্ষকদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
৩ দাবি নিয়ে মঙ্গলবার টানা তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। ছবি: সংগৃহীত

তিন দফা দাবি নিয়ে তৃতীয় দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত হাজারও শিক্ষক-কর্মচারী। বিকেল ৪টার মধ্যে দাবি আদায়ের আলটিমেটাম দিয়েছেন তারা। জানিয়েছেন, এর মধ্যে দাবি মেনে নেওয়া না হলে সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করবেন।

শিক্ষা উপদেষ্টার ‘আলোচনার প্রস্তাব’ প্রত্যাখ্যান করে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনরত শিক্ষকরা এ ঘোষণা দেন।

আগে থেকেই এ দিন সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছিলেন আন্দোলনরত শিক্ষকরা। তারা বলছেন, এর মধ্যে শিক্ষা উপদেষ্টা তাদের দাবি-দাওয়া নিয়ে ‘আলোচনার প্রস্তাব’ দিলেও সে প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছেন। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তাদের দাবি মেনে নিতে সরকারকে আরও কিছু সময় দিতে অনুরোধ জানান।

শিক্ষকরা বলছেন, হাসনাত আব্দুল্লাহর অনুরোধেই মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত লং মার্চ কর্মসূচি পিছিয়ে দিয়ে সরকারকে দাবি মানার সুযোগ দিয়েছেন। এখন বিকেল ৪টার মধ্যে সরকার দাবি না মানলে তারা লং মার্চ নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করবেন।

এর আগে সকাল থেকেই শহিদ মিনারে জড়ো হতে থাকেন বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। সকাল সাড়ে ১১টার দিকে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটে’র সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজী সাংবাদিকদের বলেন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের পক্ষ থেকে দেওয়া আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। আমাদের একটাই দাবি, প্রজ্ঞাপন দিতে হবে। কোনো আলোচনার আর সুযোগ নেই।

এর মধ্যে দুপুর ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলমসহ একটি দল শহিদ মিনারে যান। তারা শিক্ষকদের লং মার্চ পেছানোর জন্য অনুরোধ করেন। এ সময় হাসনাত আবদুল্লাহও শিক্ষক নেতা দেলোয়ার হোসেনের মোবাইল ফোনে কল করে কর্মসূচি পেছাতে অনুরোধ করেন।

এই ফোন কলের পর দেলাওয়ার হোসেন সাংবাদিকদের বলেন, আমাদের প্রশাসন জানিয়েছে, তারা দাবি মেনে নেবে। তবে প্রজ্ঞাপন জারি হতে কিছুটা সময় লাগবে। আমরা যেন লংমার্চ কর্মসূচি পালন না করি। হাসনাত আবদুল্লাহ এ বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন। তবে আমরা জানিয়েছি, প্রজ্ঞাপন জারি না হলে লং মার্চ কর্মসূচি প্রত্যাহার করার সুযোগ নেই।

দেলাওয়ার হোসেন আরও বলেন, আমরা প্রশাসনকে বিকেল ৪টা পর্যন্ত সময় বেঁধে দিচ্ছি। এর মধ্যে দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করলে আমরা ঘরে ফিরে যাব। আর তা না হলে সচিবালয় অভিমুখে লং মার্চ নিয়ে যাত্রা করব।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্ত শিক্ষকরা যে তিন দাবিতে আন্দোলন করছেন সেগুলো হলো— মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়ি ভাড়া দিতে হবে, শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করতে হবে এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করতে হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

স্ত্রীসহ সাবেক সচিব মহিবুলের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

এ ছাড়া মহিবুল হকের নামে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা ও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় ০৬টি দলিল মূলে ১.৭২ একর জমি, মহিবুল হকের মেয়ে মোশরেকা মৌমিতা হকের নামে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় ০.১২৪৩ একর জমি ও মহিবুল হকের স্ত্রী সৈয়দা আফরোজা বেগম নামে ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকায় ২৭০০ স্কয়ার ফিট আয়তনের

৪ ঘণ্টা আগে

তিতুমীরে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৮

সরকারি তিতুমীর কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত আটজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

৪ ঘণ্টা আগে

দুই কোটি টাকা পাচ্ছে হাদির পরিবার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য এক কোটি টাকা এবং জীবিকা নির্বাহের জন্য আরও এক কোটি টাকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

৪ ঘণ্টা আগে

গ্রেপ্তারি পরোয়ানার পর আত্মসমর্পণ, জামিন পেলেন সিমিন রহমান

ভুয়া স্বাক্ষর ও স্ট্যাম্প জালিয়াতি করে ট্রান্সকম গ্রুপের ১৪ হাজার ১৬০টি শেয়ার আত্মসাতের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির সিইও সিমিন রহমান ও তার মা মিসেস শাহনাজ রহমান।

৫ ঘণ্টা আগে