দেশে করোনা আক্রান্ত আরো ১৩ জন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
করোনা শনাক্তে নমুনা সংগ্রহ করা হয়। ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরো ১৩ জন। তবে একই সময়ে কারো মৃত্যু হয়নি। মঙ্গলবার (১০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ জন করোনা আক্রান্ত হয়েছে। এযাবৎ দেশে মোট করোনা আক্রান্ত হয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৬০ জন। ২৪ ঘণ্টায় দুই করোনা রোগী সুস্থ হয়েছে। এযাবৎ মোট সুস্থ হয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় মোট ১০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এযাবৎ ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজাত ৩৭৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৭ শতাংশ। এযাবৎ শনাক্তের হার মোট ১৩ দশমিক ০৫। সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন