‘রোবোটিক ফিজিওথেরাপি সেট দিয়েছে চীন, অর্থায়ন করবে হাসপাতাল নির্মাণে’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ২২: ০৭
রোববার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য চীন ‘রিহ্যাবিলিটেশন সেন্টার উইথ রোবোটিক ফিজিওথেরাপি সাপোর্ট ফ্যাসিলিটি’ বা রোবোটিক ফিজিওথেরাপি সেট উপহার দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। পাশাপাশি দেশের উত্তরাঞ্চলে এক হাজার শয্যার একটি হাসপাতাল নির্মাণেও চীন অর্থায়ন করবে বলে জানিয়েছেন তিনি।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, চীনের রাষ্ট্রদূতকে আমরা রোবোটিক ফিজিওথেরাপির একটি সেট আমাদের উপহার হিসেবে দিতে বলেছিলাম। চীন আমাদের কথা রেখেছে। একটি সেট আমাদের উপহার হিসেবে দিয়েছে। শুধু জুলাই আন্দোলনে আহতদের জন্য নয়, ভবিষ্যতেও দুর্ঘটনায় আহতদের জন্য এটি কাজে লাগবে।

হাসপাতাল প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বাংলাদেশকে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণ করে দেবে চীন। দেশের উত্তরাঞ্চলে এ হাসপাতালটি স্থাপন করা হবে। চীন-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটি উপহার হিসেবে এ হাসপাতালটি নির্মাণে অর্থায়ন করবে।

রোববার (১৩ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় তিনি জানান, আহতদের ফিজিওথেরাপি দিতে রোবোটিক ফিজিওথেরাপি সেটটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক বিএসএমএমইউ) স্থাপন করা হবে।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, রোবোটিক ফিজিওথেরাপি সেটটি বর্তমানে চট্টগ্রাম বন্দরেই আছে। এটি স্থাপন করতে আমাদের ছয় হাজার বর্গফুটের মতো জায়গা লাগবে। আমরা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এটি স্থাপন করব বলে ঠিক করেছি। সেখানে আমাদের আহতরা ফিজিওথেরাপি নিতে পারবে।

এটি পরিচালনার জন্য দক্ষ জনবল তৈরিরর কথাও জানান উপদেষ্টা নূরজাহান বেগম। বলেন, আমরা একটি দলকে প্রশিক্ষণ দিয়ে দেবো। ব্যাংকক থেকে আমরা এক্সপার্ট নিয়ে আসব। তারা এখানে প্রশিক্ষণ দিয়ে গেলে ভবিষ্যতে সবাই এখান থেকে সহায়তা পাবে।

এ ধরনের রোবোটিক ফিজিওথেরাপি সেট ঢাকার বাইরেও স্থাপনের পরিকল্পনার কথা জানালেন উপদেষ্টা। তিনি বলেন, আমাদের এখানে একটা রোবোটিক ফিজিওথেরাপি সেট বসালে হবে না। আমরা উত্তরবঙ্গে ও চট্টগ্রামেও এই সেট দেওয়ার চেষ্টা করব, যেন ওখানকার রোগীদের ফিজিওথেরাপি দেওয়ার জন্য এখানে আনতে না হয়।

অনুষ্ঠানে চীনের অর্থায়নে হাসপাতাল তৈরি প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবু জাফর বলেন, নীলফামারী, রংপুর ও দিনাজপুরের মাঝামাঝি জায়গায় তিস্তা প্রকল্পের আশপাশে ন্যূনতম ১২ একর জায়গা খোঁজা হচ্ছে। নীলফামারীতে একটি জায়গা পেয়েছি। সেখানে হাসপাতালটি করা যাবে কি না, তার সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষা আমরা করব।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অবিলম্বে আনিস আলমগীরের মুক্তি চায় সিপিজে ও অ্যামনেস্টি

বুধবার (১৭ ডিসেম্বর) পৃথক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও সিপিজে এ আহ্বান জানিয়েছে। এ ছাড়া, টিআইবি, আইন ও সালিশ কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানও আনিস আলমগীরকে গ্রেপ্তারে নিন্দা জানিয়ে তার মুক্তির দাবি জানিয়েছে।

১১ ঘণ্টা আগে

হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দোয়া প্রার্থনা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান বুধবার ওসমান হাদিকে দেখতে যান হাসপাতালে। রাত ৯টা ৪০ মিনিটে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করেন। এ সময় হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করে তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

১৩ ঘণ্টা আগে

মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: স্বীকারোক্তি দিলেন গৃহকর্মী আয়েশা

এর আগে গত ১০ ডিসেম্বর আয়েশা ও তার স্বামী রাব্বিকে ঝালকাঠির নলছিটি উপজেলায় ফুফু শাশুড়ির বাড়ি থেকে গ্রেপ্তার ক পুলিশ। পরদিন রাব্বিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন ও আয়েশাকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে রোববার রাব্বি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

১৩ ঘণ্টা আগে

বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে: প্রধান উপদেষ্টা

দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ ধারাবাহিক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

১৪ ঘণ্টা আগে