‘রোবোটিক ফিজিওথেরাপি সেট দিয়েছে চীন, অর্থায়ন করবে হাসপাতাল নির্মাণে’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৯: ৩৫
রোববার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য চীন ‘রিহ্যাবিলিটেশন সেন্টার উইথ রোবোটিক ফিজিওথেরাপি সাপোর্ট ফ্যাসিলিটি’ বা রোবোটিক ফিজিওথেরাপি সেট উপহার দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। পাশাপাশি দেশের উত্তরাঞ্চলে এক হাজার শয্যার একটি হাসপাতাল নির্মাণেও চীন অর্থায়ন করবে বলে জানিয়েছেন তিনি।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, চীনের রাষ্ট্রদূতকে আমরা রোবোটিক ফিজিওথেরাপির একটি সেট আমাদের উপহার হিসেবে দিতে বলেছিলাম। চীন আমাদের কথা রেখেছে। একটি সেট আমাদের উপহার হিসেবে দিয়েছে। শুধু জুলাই আন্দোলনে আহতদের জন্য নয়, ভবিষ্যতেও দুর্ঘটনায় আহতদের জন্য এটি কাজে লাগবে।

হাসপাতাল প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বাংলাদেশকে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণ করে দেবে চীন। দেশের উত্তরাঞ্চলে এ হাসপাতালটি স্থাপন করা হবে। চীন-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটি উপহার হিসেবে এ হাসপাতালটি নির্মাণে অর্থায়ন করবে।

রোববার (১৩ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় তিনি জানান, আহতদের ফিজিওথেরাপি দিতে রোবোটিক ফিজিওথেরাপি সেটটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক বিএসএমএমইউ) স্থাপন করা হবে।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, রোবোটিক ফিজিওথেরাপি সেটটি বর্তমানে চট্টগ্রাম বন্দরেই আছে। এটি স্থাপন করতে আমাদের ছয় হাজার বর্গফুটের মতো জায়গা লাগবে। আমরা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এটি স্থাপন করব বলে ঠিক করেছি। সেখানে আমাদের আহতরা ফিজিওথেরাপি নিতে পারবে।

এটি পরিচালনার জন্য দক্ষ জনবল তৈরিরর কথাও জানান উপদেষ্টা নূরজাহান বেগম। বলেন, আমরা একটি দলকে প্রশিক্ষণ দিয়ে দেবো। ব্যাংকক থেকে আমরা এক্সপার্ট নিয়ে আসব। তারা এখানে প্রশিক্ষণ দিয়ে গেলে ভবিষ্যতে সবাই এখান থেকে সহায়তা পাবে।

এ ধরনের রোবোটিক ফিজিওথেরাপি সেট ঢাকার বাইরেও স্থাপনের পরিকল্পনার কথা জানালেন উপদেষ্টা। তিনি বলেন, আমাদের এখানে একটা রোবোটিক ফিজিওথেরাপি সেট বসালে হবে না। আমরা উত্তরবঙ্গে ও চট্টগ্রামেও এই সেট দেওয়ার চেষ্টা করব, যেন ওখানকার রোগীদের ফিজিওথেরাপি দেওয়ার জন্য এখানে আনতে না হয়।

অনুষ্ঠানে চীনের অর্থায়নে হাসপাতাল তৈরি প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবু জাফর বলেন, নীলফামারী, রংপুর ও দিনাজপুরের মাঝামাঝি জায়গায় তিস্তা প্রকল্পের আশপাশে ন্যূনতম ১২ একর জায়গা খোঁজা হচ্ছে। নীলফামারীতে একটি জায়গা পেয়েছি। সেখানে হাসপাতালটি করা যাবে কি না, তার সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষা আমরা করব।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মা-ছেলে-মেয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

র‍্যাব সদর দপ্তর মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কুমিল্লার মুরাদনগরের চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারেরে ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

৭ ঘণ্টা আগে

জাতিসংঘের তত্ত্বাবধানে ১৫ বছরের সাংবাদিকতার তদন্ত হবে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গত ১৫ বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে। এ সময় সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার কথাও বলেন তিনি।

৮ ঘণ্টা আগে

টস জিতে ব্যাটিংয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

কলম্বোয় তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী মিরাজ। একাদশে দুই পরিবর্তন এনেছে সফরকারীরা।

৯ ঘণ্টা আগে

দেশে ফিরলেন ৬৫ হাজার ৫৭৩ হাজি

হজযাত্রী পরিবহনে অংশ নিয়েছিল তিনটি বিমান সংস্থা- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ৩০ হাজার ৪৪৩ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইন্স ২৬ হাজার ৩৫৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৭৭৬ জন হাজিকে।

৯ ঘণ্টা আগে