‘রোবোটিক ফিজিওথেরাপি সেট দিয়েছে চীন, অর্থায়ন করবে হাসপাতাল নির্মাণে’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ২২: ০৭
রোববার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য চীন ‘রিহ্যাবিলিটেশন সেন্টার উইথ রোবোটিক ফিজিওথেরাপি সাপোর্ট ফ্যাসিলিটি’ বা রোবোটিক ফিজিওথেরাপি সেট উপহার দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। পাশাপাশি দেশের উত্তরাঞ্চলে এক হাজার শয্যার একটি হাসপাতাল নির্মাণেও চীন অর্থায়ন করবে বলে জানিয়েছেন তিনি।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, চীনের রাষ্ট্রদূতকে আমরা রোবোটিক ফিজিওথেরাপির একটি সেট আমাদের উপহার হিসেবে দিতে বলেছিলাম। চীন আমাদের কথা রেখেছে। একটি সেট আমাদের উপহার হিসেবে দিয়েছে। শুধু জুলাই আন্দোলনে আহতদের জন্য নয়, ভবিষ্যতেও দুর্ঘটনায় আহতদের জন্য এটি কাজে লাগবে।

হাসপাতাল প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বাংলাদেশকে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণ করে দেবে চীন। দেশের উত্তরাঞ্চলে এ হাসপাতালটি স্থাপন করা হবে। চীন-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটি উপহার হিসেবে এ হাসপাতালটি নির্মাণে অর্থায়ন করবে।

রোববার (১৩ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় তিনি জানান, আহতদের ফিজিওথেরাপি দিতে রোবোটিক ফিজিওথেরাপি সেটটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক বিএসএমএমইউ) স্থাপন করা হবে।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, রোবোটিক ফিজিওথেরাপি সেটটি বর্তমানে চট্টগ্রাম বন্দরেই আছে। এটি স্থাপন করতে আমাদের ছয় হাজার বর্গফুটের মতো জায়গা লাগবে। আমরা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এটি স্থাপন করব বলে ঠিক করেছি। সেখানে আমাদের আহতরা ফিজিওথেরাপি নিতে পারবে।

এটি পরিচালনার জন্য দক্ষ জনবল তৈরিরর কথাও জানান উপদেষ্টা নূরজাহান বেগম। বলেন, আমরা একটি দলকে প্রশিক্ষণ দিয়ে দেবো। ব্যাংকক থেকে আমরা এক্সপার্ট নিয়ে আসব। তারা এখানে প্রশিক্ষণ দিয়ে গেলে ভবিষ্যতে সবাই এখান থেকে সহায়তা পাবে।

এ ধরনের রোবোটিক ফিজিওথেরাপি সেট ঢাকার বাইরেও স্থাপনের পরিকল্পনার কথা জানালেন উপদেষ্টা। তিনি বলেন, আমাদের এখানে একটা রোবোটিক ফিজিওথেরাপি সেট বসালে হবে না। আমরা উত্তরবঙ্গে ও চট্টগ্রামেও এই সেট দেওয়ার চেষ্টা করব, যেন ওখানকার রোগীদের ফিজিওথেরাপি দেওয়ার জন্য এখানে আনতে না হয়।

অনুষ্ঠানে চীনের অর্থায়নে হাসপাতাল তৈরি প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবু জাফর বলেন, নীলফামারী, রংপুর ও দিনাজপুরের মাঝামাঝি জায়গায় তিস্তা প্রকল্পের আশপাশে ন্যূনতম ১২ একর জায়গা খোঁজা হচ্ছে। নীলফামারীতে একটি জায়গা পেয়েছি। সেখানে হাসপাতালটি করা যাবে কি না, তার সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষা আমরা করব।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শেখ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল

স্বরাষ্ট্র উপদেষ্টার দেওয়া বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আইন সম্পর্কে ধারণা না থাকায় কথাটি বলেছেন। রায় কার্যকর করার জন্য সরকারের যে মেকানিজম আছে সেই অনুযায়ী সরকার এগোবে। রায় কার্যকরের বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চাইলে মতামত জানানো হবে।

১৫ ঘণ্টা আগে

বন্দর রক্ষায় হরতাল-অবরোধ কর্মসূচির হুঁশিয়ারি

সভাপতির বক্তব্যে ডা. এম এ সাঈদ বলেন, দেশের সকল জাতীয় ও কৌশলগত সম্পদের মালিক দেশের জনগণ। দেশের জনগণকে অন্ধকারে রেখে চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের নেই। সরকার যে অজুহাতে বন্দর ইজারা দিতে চায় সেটি যুক্তিযুক্ত নয়। দেশীয় সক্ষমতা বৃদ্ধি করে বন্দর পরিচালনা করতে হবে। আগামী দিন

১৫ ঘণ্টা আগে

ভূমিকম্পে ভাঙা হাত-পা নিয়ে পঙ্গু হাসপাতালে ৬৬ জন

রাজধানীতে ভূমিকম্পের ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে, মাথা ঘুরে পড়ে কিংবা ভারী বস্তু চাপা পড়ে হাত-পা ভেঙে এখন পর্যন্ত ৬৬ জন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা নিয়েছেন।

১৬ ঘণ্টা আগে

ভূমিকম্পের মাত্রা অনুযায়ী হতাহত কিছুটা বেশি : স্বাস্থ্য উপদেষ্টা

তিনি জানান, ভূমিকম্পের সময় গুরুতর আহত কয়েকজনকে নরসিংদী থেকে ঢাকা মেডিক্যালে আনা হয়েছে। তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত একজনের চিকিৎসা চলছে। এ ছাড়া ঢাকার মিটফোর্ড হাসপাতালে তিনজনকে মৃত অবস্থায় আনা হয়েছে।

১৭ ঘণ্টা আগে