ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ

ঢাবি প্রতিনিধি
(বাঁয়ে) জালাল আহমদ ও (ডানে) রবিউল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যলয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) প্রার্থী জালাল আহমেদের (জ্বালাময়ী জালাল) বিরুদ্ধে রুমমেটকে বুকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। জালাল অবশ্য পালটা তার ওপরই হামলার অভিযোগ তুলেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে হাজী মুহাম্মদ মহসিন হলের ৪৬২ নাম্বার কক্ষে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রবিউল ইসলামকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ছুরিকাঘাতের শিকার রবিউল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে অভিযুক্ত জালাল আহমদ হাজী মুহম্মদ মুহসীন হলের টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মহসিন হলের শিক্ষার্থীরা জানান, জালাল আহমেদ ও রবিউল ইসলাম একই কক্ষে থাকলেও তাদের মধ্যে দীর্ঘ দিন ধরেই বিরোধ চলছে। জালাল আহমেদ নানাভাবে রবিউলকে নির্যাতন করে আসছেন বলে অভিযোগ রয়েছে। চলমান এই বিরোধের জের ধরেই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন শিক্ষার্থীরা।

এ ঘটনার পর জালাল আহমেদ ওরফে জ্বালাময়ী জালাল তার ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে বলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে অবৈধ ও বহিরাগত শিক্ষার্থীদের বের করে দেওয়ার দাবিতে উকিল নোটিশ পাঠানোর প্রাক্কালে হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে আজ রাত সাড়ে ১২টার দিকে আমাকে মেরেছে আমার রুমমেট রবিউল ইসলাম। সে গত কয়েক মাস ধরে অবৈধভাবে হলে অবস্থান করছে!

প্রসঙ্গত, ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের হল ছাড়তে বলেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে অনেক বিভাগেই এই সেশনের শিক্ষার্থীদের পরীক্ষার ফল প্রকাশিত হয়নি। তাদের অনেকেই এখনো হলে অবস্থান করছেন।

এদিকে ছুরিকাঘাতের খবর পেয়ে হাউজ টিউটরসহ প্রক্টরিয়াল টিমের সদস্যরা মহসিন হলে ছুটে যান। খবর দেওয়া হয় পুলিশকেও।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দীন আহমেদ গণমাধ্যমকে বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে প্রক্টরিয়াল টিম পাঠিয়েছি। হলের প্রাধ্যক্ষ সেখানে রয়েছেন। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আমরা ব্যবস্থা নেব।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নিস্ফলা বৈঠক, প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে ফের সরকার বসছে বৃহস্পতিবার

প্রকৌশল শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষমা প্রার্থনা ও হামলায় জড়িত পুলিশ সদস্যদের বহিষ্কারসহ পাঁচ দফা দাবি তুলে ধরেছেন। বলেছেন, এসব দাবি পূরণ না করা পর্যন্ত আন্দোলন চলবে। পাশাপাশি বৃহস্পতিবার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইইবি) সাংবাদিকদের উপস্থিতি

৭ ঘণ্টা আগে

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে কাজের সুযোগ, কর্মস্থল ঢাকা

৭ ঘণ্টা আগে

আলুর সর্বনিম্ন দাম বেঁধে দিল সরকার

এতে বলা হয়, আলুর সাম্প্রতিক বিক্রয়মূল্য উৎপাদন খরচের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় আলুচাষিরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনামতে উৎপাদন মৌসুমে উৎপাদিত আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করে কৃষকের স্বার্থ রক্ষার্থে সুপারিশ প্রদানের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি এবং বাণিজ্য ম

৯ ঘণ্টা আগে

ডিএমপির ডিবিপ্রধান হলেন শফিকুল ইসলাম

সাড়ে চার মাস ধরে ডিবিপ্রধানের পদটি শূন্য ছিল। গত ১২ এপ্রিল ডিবির তৎকালীন প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে ঢাকা রেঞ্জ ডিআইজি করা হয়েছিল। এরপর থেকে একজন যুগ্ম কমিশনার পদমর্যাদার কর্মকর্তা এই ইউনিটের দায়িত্বে ছিলেন।

১০ ঘণ্টা আগে